যারা আগের টিউন পড়েন নি তারা এখান থেকে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন:
আমরা excel sheet থেকে kindle reviews phrase টা গুগলে প্রবেশ করিয়ে search করি। তাহলে দেখুন গুগল ডানপাশে কতগুলো result পেয়েছে তা show করছে। কিন্তু এখানে গুগল আসলে যে result গুলো show করছে তার মধ্যে শুধু kindle এর রেজাল্ট আছে, শুধু reviews এর result আছে, আবার দুটা phrase এর একত্রিত রেজাল্ট ও আছে। যা থেকে এটা বলা যায়, সব পেজগুলো kindle review phrase টার জন্য optimize নাও হতে পারে।
এবার আমরা "kindle review" phrase টা quote মধ্যে রেখে সার্চ করব। দেখুন রেজাল্ট এর সংখ্যা অনেক কমে এসেছে, এখানে ৭০৩০০ দেখাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারে, kindle review exact phrase টা ৭০৩০০ ওয়েবসাইটের কোথাও না কোথাও ব্যবহার করা হচ্ছে। এখান থেকে এটা বলা যায়, এই পেজগুলোর সবপেজ kindle review phrase এর জন্য optimize নাও হতে পারে।
তাই আমরা গুগল এর advance search term ব্যবহার করব।
এখন গুগলে লিখুন: allintitle:"kindle reviews"
- তাহলে দেখুন মাত্র ৬০৬০ টা রেজাল্ট show করছে অর্থাৎ এই ওয়েবসাইটগুলোর Title tag এ kindle reviews শব্দটা আছে। যেহেতু title tag এ kindle reviews শব্দটা আছে, তাই আমরা ধরে নিতে পারি এই সাইটগুলো এই phrase এর জন্য optimize অবস্থায় আছে। যেহেতু এই phrase টার সাথে আমাদের সাইটটা highly relevant তাই আমরা এটা ব্যবহার করতে পারি। এখন আমাদের আরো কিছু জিনিস লক্ষ করতে হবে।
আবার kindle reviews phrase টা গুগলে সার্চ করেন এবং রেজাল্ট এর দিকে লক্ষ করুন- প্রথমেই cnet.com আছে যা খুবই বিখ্যাত এবং অনেকদিন ধরে ওয়েবে আছে, যার অর্থ এর সাথে compete করা খুবই কঠিন হবে।
প্রথম লিঙ্কে প্রবেশ করুন এবং দেখুন এই সাইটে সরাসরি kindle reviews শব্দটা কোথাও নেই, তার অর্থ খুব সম্ভবত এর অনেক Backlink আছে kindle reviews phrase টা দিয়ে। Backlink অর্থ না বুঝলে সমস্যা নেই, পরবর্তীতে একে একে সব আলোচনা করব। এই phrase টা আমরা নিতে পারি।
এখন গুগল সার্চে দেখুন pcworld এর মত বড় সাইট ও আছে। তাই competetion অনেক tough হবে বলা যায়। আপনি ইচ্ছা করলে গুগল এর প্রথম পেজ এর সাইটগুলো ভিজিট করে দেখতে পারেন তারা কিভাবে তাদের সাইটটা kindle reviews phrase এর জন্য optimize করছে। এভাবে একে একে আরও কয়েকটা keyword বাছাই করুন এবং same procedure follow করে প্রতিযোগীর এর সংখ্যা বের করুন।
তারপর আমাদের excel sheet টা ওপেন করুন এবং Global monthly searches কলাম এর heading change করে searches করুন এবং তার পাশেই Allintitle নামক নতুন একটি কলাম করুন। এখন kindle reviews phrase সোজাসুজি ঘরে Allintitle column এ ৬০৬০ লিখুন। অনুরূপভাবে অন্য keyword গুলোর জন্য allintitle নাম্বার বের করুন, বুঝতেই পারছেন এটা সময় সাপেক্ষ ব্যাপার তাই খুবই চিন্তাভাবনা করে highly related keyword গুলো বাছাই করে তাদের জন্য Allintitle বের করুন। এভাবে আপনি আপনার সাইটের জন্য desired keyword এর competetiveness measure করতে পারবেন। আশা করি, যা আপনাকে পরবর্তীতে ভাল Rank করতে সহায়তা করবে।
আমার ব্লগ থেকে ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন। আমার ব্লগের ঠিকানা: http://www.ipagol.com
ভাল থাকবেন। ধন্যবাদ।
আমি iPagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
iPagol
ভাই আমি আমার ব্লগের ইমেইল আইডি ও পাওয়াসর্ড ভুলে গেছি প্লিজ আমাকে হেল্প করুন।
আমার ইমেইল[email protected]