মোটামুটি সপ্তাহ খানিক পড়ে টিউন করতে বসলাম। আমার কষ্ট করে টিউন করার ১টাই কারন তাহলো টেকটিউনস আমাকে অনেক দিয়েছে আর সবসময় শুধু নিয়েই গেছি। তাই চেষ্টা করি আমিও যাতে কিছু দিতে পারি যাতে ২ ১ জন হলেও উপকৃত হয়। তবে অনেকেই অনেক কথা বলে, যেমন গত টিউনে ১জন বলল আমি নাকি সফটওয়্যার এর সাথে কি লগার সেট করে দিয়েছি। হাসব না কাদব বুঝতে পারি না। যাইহোক ওইগুলা বলে লাভ নাই। আজকের টিউন অটো ব্লগের কোন ব্যাপার না, আজকের টিউন ব্লগ বা সাইট ২ টার জন্যই কার্যকরী। দেখা যায় অনেকেই ব্লগ খুলে বসে আছেন আর এস ই ও কি জানেন তারপরও মন মতো রেজাল্ট পাচ্ছেন না। তারা কোয়ালিটি কন্টেন্ট কি তাও বুঝেন আর লিংক বিল্ডিং কি তাও বুঝেন তবে কখন কোন কাজটা করতে হবে টা জানেন না বলেই রেজাল্ট পান না। আমি আজকে আপনাদের সাথে আমার নিজের ১টা ব্লু প্রিন্ট শেয়ার করবো যার মাধ্যমে আমি আমার নিজের কি ওয়ার্ড কে র্যাঙ্ক করে থাকি। কেউ যদি বলেন এইটা ব্ল্যাক হ্যাট এইটা করলে গুগোল লাথি মারবে এই করবে সেই করবে তাদের বলবো ভাই প্রায় ৬ ৭ মাস যাবত দৈনিক ১৫ ১৬ ঘণ্টা এস ই ও নিয়ে পড়াশুনা করতেছি আর প্র্যাকটিস করতেছি হয়ত এক্সপার্ট না তবে খুব কম ও জানিনা। আমার এই ব্লু প্রিন্ট লো কম্পিটেটিভ কি ওয়ার্ডের জন্য আর এই ব্লু প্রিন্ট যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে আপনার র্যাঙ্ক ১০০০০০০% ইম্প্রুভ হবে। এইটা আমার গ্যারান্টি আর যদি না হয় তাহলে এস ই ও নিয়ে কোন লিখা টিটি তে লিখব না। তো আসেন দেখি কিভাবে কি করবেন।
ধরেন আপনার কি ওয়ার্ড ABCD আর এইটা কম্পিটিশন লো। মাত্র কয়েকটা ধাপ ফলো করেন।
১। ধরে নিচ্ছি আপনি কি ওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখে ফেলেছেন। আপনার কি ওয়ার্ড ডেনসিটি 1.0 - 3.0। আপনি আর্টিকেল এ ১টা ছবিও এড করেছেন আর সেটাও অপ্টিমাইজ করেছেন।
২। প্রথমেই আপনার আর্টিকেল কে ৩০ টি হাই পি আর সোশ্যাল বুকমার্ক করেন।
২। এবার আপনি আপনার কি ওয়ার্ড দিয়ে আরও ১০ টা আর্টিকেল রেডি করেন web 2.0 তে সাবমিট করার জন্য। এখানে অবশ্যই আপনি নিজের হাতে আর্টিকেলগুলো লিখবেন, স্পিন করার চিন্তাও করবেন না। ব্লগার, ওয়ার্ডপ্রেস, হাবপেজ, ব্রাভেনেট, উইবলি এই ধরনের হাই পি আর সাইটে আর্টিকেলগুলো সাবমিট করেন। আর হ্যা অবশ্যই যাতে ১টা লিংক অ্যাংকর টেক্সট হয়ে আপনার সাইটকে পয়েন্ট করে।
৩। এবার আর ১টা আর্টিকেল লিখেন আর এইটাকে পি ডি এফ করে ৪ ৫ টা ডক শেয়ারিং সাইটে সাবমিট করেন।
৪। ৪০-৪৫ সেকেন্ড এর ১টা ভিডিও তৈরি করেন আর তারপর ইউটিউব, ভিমিও জাতীয় ভিডিও সাইটে শেয়ার করেন। এখানে ডিসক্রিপশন আপনার সাইটের লিংক থাকবে।
প্রথম টিয়ার এর কাজ শেষ এবার ২য় টিয়ারঃ
১। প্রথম ১০ টা আর্টিকেল থেকে কয়েকটা আর্টিকেল নিয়ে ওইগুলা হাইলি স্পিন করেন আর যত পারেন উইকি সাইটে শেয়ার করেন। এখানে ২০০, ৩০০ বা ৫০০ যত বেশী উইকি সাইটে সাবমিট করবেন ততই ভালো। প্রতিটা উইকি সাইট থেকে যাতে ১টা করে লিংক আপনার প্রতিটি ওয়েব ২.0 সাইটে যায়। ধরলাম আপনি ২০০ উইকি সাইটে আর্টিকেল সাবমিট করেছেন।
অথবা
সোশ্যাল নেটওয়ার্ক প্রোফাইল আর ফোরাম প্রোফাইল তৈরি করেন ২০০ থেকে ৩০০ আর আপনার ওয়েব ২,০ সাইটের সাথে লিঙ্কিং করেন।
এই কাজগুলো করলে আপনার র্যাঙ্ক খুব ভালো ইম্প্রুভ করবে আর এতে কোন সন্দেহ নাই। এখানে কিছু ব্যাপারে লক্ষ্য রাখবেনঃ
২।এঙ্কর টেক্সট কে ভেরী করবেন। মানে আপনার একজাগট কি ওয়ার্ড কে এঙ্কর হিসেবে সবসময় ব্যাবহার করবেন না। এই ক্ষেত্রে রিলেটিভ কি ওয়ার্ড ব্যাবহার করবেন।
২। আমি কেন সব ব্যাক লিংক সরাসরি আমার সাইটে ব্যাবহার করলাম না? এইটার কারন গুগোল এই ব্যাপারটাকে ন্যাচারাল মনে করবেনা। তাই আমরা ওয়েব ২,০ সাইট গুলো থেকে লিংক জুস আমাদের সাইটে নিয়ে গেলাম আর এতে আমরা প্রায় ৫০০ ব্যাকলিংক ১টা লো কম্পিটিশন কি ওয়ার্ড এর জন্য ক্রিয়েট করলাম যা যথেষ্ট।
৩। আপনি ইচ্ছে করলে টায়ার বারাতেও পারেন।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
টিউনের জন্য ধন্যবাদ ভাই যদিও আমি এসবের কিছুই বুঝিনা তবে যারা বোঝে হয়তো তাদের কাজে আসবে।