SEO টিউটোরিয়াল [পর্ব-০১] :: Keyword Research

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO Consulting Service

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত হয়েছে

আমরা অনেকেই SEO সম্পর্কে অনেক কিছুই জানি এবং জানতে চাই?? এইটা কি?? কিভাবে করে?? এবং করলে কি লাভ?? SEO=Search Engine Optimization (full form) . আমরা যখন কোনো কথা লিখে বিভিন্ন সার্চ ইঞ্জিন এ সার্চ দেই...  তখন ওই কথাটা   হলো কীওয়ার্ড ... আমরা সাধারণত সার্চ দেয়ার পর রেজাল্ট পেজ এর প্রথম দিকের সাইট গুলাতে বেশি ঢুকি......  সুতরাং আমাদের সাইট যদি কোনো কথার প্রেক্ষিতে প্রথম দিকে থাকে তাহলে আমরা প্রচুর পরিমানে ভিজিটর পাব..  অনলাইন এর সূত্র হচ্ছে "More Visitor=More Sales=More Profit". কোনো সাইট কে কোনো কথার/কীওয়ার্ড এর প্রেক্ষিতে এইরকম ভাবে প্রথম দিকে নিয়ে আসার কৌশল ই  হলো Search Engine Optimization (SEO) . SEO টিউটোরিয়াল প্রথম পর্বে আমরা কীওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে কিভাবে ভালো এবং SEO Friendly ডোমেইন পাব এই সম্পর্কে আলোচনা করব. কারণ ভালো একটা ডোমেইন নাম সিলেক্ট করতে পারলে আপনি SEO তে এক ধাপ এগিয়ে গেলেন . কীওয়ার্ড রিসার্চ এর জন্য গুগল কীওয়ার্ড টুল সবচেয়ে ভালো....  আপনি গুগল এ "Google Keyword Tool" সার্চ দিয়ে অথবা এই লিংক এ গিয়ে কীওয়ার্ড রিসার্চ করতে পারেন....

google keyword tools

উদাহরণ হিসেবে Free Free Downloadলিখে সার্চ দিন..  এই কীওয়ার্ড এর পরিসংখান হলো:

KeywordCompetitionGlobal Monthly searchLocal Monthly search
Free Free DownloadLow226,000,00016,600,000

এইখানে Competition Low মানে এই কীওয়ার্ড নিয়ে প্রতিযোগিতা খুব  কম.. তারপর Global Monthly Search মানে কি পরিমান সার্চ হয় সারা বিশ্বে.... আর এইখানে Local Monthly Search মানে USA কে আমরা টার্গেট করেছি.. আপনি ইচ্ছা করলে এইটা চেঞ্জ করে দেখতে পারেন..... এখন আপনি যদি এই কীওয়ার্ড এর নাম অনুসারে ডোমেইন কিনেন তাহলে আপনি SEO তে অনেক এগিয়ে থাকবেন.... SEO এর জন্য .com এর ডোমেইন এর অগ্রাধিকার সবচেয়ে বেশি... .com না পেলে .net/.org দিয়ে চেষ্টা করেন.... এখন ডোমেইন খালি আছে কিনা কিভাবে বুঝবেন তা দেখাবো... এর জন্য প্রথমে এই সাইট এ যান.... তারপর আপনার কীওয়ার্ড কোনো স্পেস ছাড়া লিখুন... ডান পাশে .com/.net/.org সিলেক্ট করুন.... তারপর সার্চ দিন.... এখানে আপনি দেখতে পারবেন আপনার কাঙ্খিত ডোমেইন খালি আছে কিনা.... যদি এগুলোর একটাও খালি না থাকে তাহলে নতুন কোন কীওয়ার্ড নিয়ে চেষ্টা করুন.... আপনি  Google Keyword Tool এ Free Free Download লিখে সার্চ দেয়ার পর নিচেও কিছু কীওয়ার্ড থাকে.... ঐসব কীওয়ার্ড এর Competition, Global monthly search, Local monthly search সব দেখে ভালো লাগলে ঐখান থেকেও পছন্দ করতে পারেন আপনার কীওয়ার্ড... তারপর আবার http://whois.com এ গিয়ে দেখতে পারেন আপনার কীওয়ার্ড এর ডোমেইন টি খালি আছে কিনা....

search free domainThe available domain is showing by green text.

এইখানে লক্ষ্য করুন... কীওয়ার্ড রিলেটেড ডোমেইন নাম সিলেক্ট করার কারণে http://freefreedownload.net (Free Free Download)  ডোমেইন Google Results এ ভালো অবস্থানে আছে..

Free Free download

Get More update From:

Web & SEO on Facebook

Level 2

আমি WebandSEO - Noyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Noyan is a traveler, social media lover and a professional freelance web developer also working on SEO, Link Building, SEM, SMM, Internet & Affiliate Marketing with years of experience working collaboratively over the Internet. You may contact for affordable Web & SEO Service.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice post. Waiting for next.

valo laglo. Noyan vai domain sara onnanno keyword research er khetre high or low competiton keyword gula nebo?

    @মোঃ রেজাউল করিম: ashole besh kichu screen shot add korte pari na… May be TT te upgrading cholse. Anyway Medium competition nie o kaj korte pare. Abar apnar jodi long term plan thake taile High competition nia kaj korte paren. Tobe khel rakhben Low/Medium hole valo hoy. “Web & SEO” kw dia ami 1 & 2 er majhe idur – biral khelsi… santona pai 3 no k dekhe….

    @মোঃ রেজাউল করিম: Nicher dike kichu KW paben, valo gulo nia secondary KW hisebe usen korben. On page optimaization e ei bishoy gula clear kore dibo.

Level 0

Nice post.Akbare practically help korbe keyword research a .Thanks..

Level 0

আরও বিস্তারিত দিলে উপকৃত হতাম, তবে এটুকুর জন্যও আপনাকে ধন্নবাদ।
পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম ।

নয়ন
তোমার টিউন টা ভালো হইছে। যদি আরো বিস্তারিত হত তাহলে আরো বেশী ভালো হত।
শুভেচ্ছা রইল।

    @iProgrammerBD: ধন্যবাদ .. আসলে আমি প্রাকটিক্যাল ফিল্ড এ কাজ করি অনেক দিন | লেখালেখির দিক দিয়ে আমি অনেক দুর্বল … আর কীওয়ার্ড রিসার্চ এ যতটুকু দরকার মনে হয়েছে ততটুকুই দিয়েছি… আর এই কীওয়ার্ড নিয়ে পরবর্তী পোস্ট এও অনেক কিছু ইনক্লুড থাকবে… আসলে আমি স্টেপ বাই স্টেপ কাজ তা করতে চাচ্ছি… যতটুকু দরকার ততটুকু শিখি… তাহলে বেশি কাজ দিবে বলে আমার মনে হয়… আমার জন্য দোয়া করবেন…