অল ইন ওয়ান এসইও – ব্যকলিংক সর্ম্পকে সঠিক ধারণা নিন

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন??। আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো থাকেন। তাহলে চলুন শুরু করি। 🙂

আমি মনে করি SEO সর্ম্পকে অনেকের অনেক ধারণা আছে। সবাই ভাবে ব্যাকলিংক করলেই সাইট Google এর প্রথম পাতায় চলে আসবে। আমি একমত ব্যকলিংক করলে সাইট র‌্যাংকিং এ আসবে । কিন্তু যারা SEO এর কাজ করে তাদের উদ্দ্যশে বলতেছি আপনারা যে Anchor text ব্যকলিংক তৈরী করেন সেটা কি আসলেই একটা ব্যকলিংক?? তাহলে চলুন দেখা যাক।

প্রথমে আসি forum signature  এ-

নিচের লিংক দুইটাতে ক্লিক মারেন তাহলে ছবির মত দুইটি সাইট দেখতে পাবেন।

http://www.bayareatalks.com/index.php?action=profile;u=9259;sa=summary

http://8eyedbaby.com/smf/index.php?action=profile;u=4102;sa=summary

চিত্র -

চিত্র-

একটিতে signature  লিংক দেখার জন্য লগিন করতে বলছে আর একটাতে এমনিতেই দেখতে পারতিছেন। তাহলে আপনারাই বলুন গুগল মামা কোনটা কাউন্ট করবে লগিন করে যেটা দেখতে হবে সেইটা (১),  না যেটা লগিন ছারা দেখতে হবে সেইটা। গুগলের সাতে এক রেখে আমার মত যেটা লগিন ছারা দেখতে হবে সেইটা। কারণ গুগল আপনার পারসোনাল কোন কিছু সংরক্ষন করে রাখে না যে, আপনার ইউজার নেম্ আর পাসওর্য়াড ব্যবহার করে আপনার লিংক কাউন্ট করবে। আর এই কারণে অনেকে বলে ভাই অনেক তো ব্যকলিংক করলাম কিন্তু সাইট তো প্রথম পাতায় আসোলো না। তাদের উদ্দেশ্য বলি ভাই হাজার হাজার ষ্প্যাম্প লিংক এর চেয়ে একটি অরজিনাল ব্যকলিংক সাইটের জন্য অনেক ভালো ফলা ফল বযে আনে। তাই বলি ভাই, কাজের মত কাজ করুন, কাজ আপনাকে খুজে নিবে আপনাকে কাজ খুজতে হবে না। আজ এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন ।

আল্লাহহাফেজ

Level 0

আমি মো: জাকির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অত্যন্ত অমূল্যবান ! জীবনে কাউকে কখোনো সাহায্য করতে পারিনি ! আমি একট অপধার্থ ! শুধু এই ব্লগ থেকে অন্য ব্লগে দৈাড়াতে শিখেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

http://www.bayareatalks.com/index.php?action=profile;u=9259;sa=summary is wrong backlink. Keyword same r link o same. U can use 2 different links with 2 different keywords….Or use 1 keyword and 1 link…..

Level 0

@ মো: জাকির হোসেন ভাই, আমি বেপারটা বুঝলাম না। ১ম লিঙ্ক টাতে যদি প্রোফাইল এ ঢুকতে Google এর ID-Pass লাগে, তাহলে ঐ সাইটে Index করতে কি Google ID খুলে নিছে??? যদি Index করতে তাদের ID-Pass না লাগে তাহলে তো কার প্রোফাইল রিড করতেও তাদের Login করা দরকার বলে মনেহয় না। Backlinks from forum signature depends on that forum is “Do Follow” or “No Follow” about the links in Signature.

Level 0

valo tips.

Level 0

vai ami bogra thaki.amar o freelancing korar khub shok.a jabot freelancer a ak boro vai ar shata 3 ta project a kaj korasi.but akhon kono kaj nai.ami nija kisu korta chai.apni ki amaka aktu help korban .bograr kisu freelancing instuate ar name r thikana jodi apnar kasa thaka tahola aktu janaban .r apnar phon number.
my [email protected]

ভাই @ মাহির। আপনি বগুড়া কোথায় থাকেন?
আমাকে Skype তে অ্যাড করেন fehad.hasan। হেল্প করার ট্রাই করব………।

Level 0

vai ami pura post ta porlam.ami signature a amar blog/site ar link kmn kore dibo??????okhane to data put korar option e nai…post kmne krbo aktu bujiye bolben plz…..