সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-১২] :: লিংক হুইল-মারাত্মক পর্ব [ অফপেজ এস ই ও]

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র

টিউন লেখার শুরুতে একটা দুঃখের খবর দিব। দুঃখের খবরটা যদিও আপনাদের না। আমার নিজের। আসলে আমি দেখি যেদিন না আমি টিউন লিখতে বসি সেই দিনে আমার একটা না একটা বিপদ হয়। আগের মত সেই দিন বসছিলাম টিউন লিখতে। এবারের পর্বটা অনেক গুরুত্বপূর্ণ বিধায় একটু চিন্তা ভাবনা করে লিখছিলাম। ভাবছিলাম কত সহজ ভাবে বললে বা লিখলে আপনারা পরিষ্কার ভাবে বা ক্লিয়ারভাবে বুঝবেন। সেই অনুযায়ী লেখা শুরু করছিলাম কলেজ থেকে এসে। হটাত মনে পড়ল আজ তো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডের টিকিট কাটতে যেতে হবে। টিকিট দিবে পরের দিন কিন্তু আজ সন্ধ্যার সময় যেয়ে লাইন দিতে হবে অন্যথাই কোনভাবে টিকিট পাওয়া যাবে না। আর তাই জন্য গেলাম ঘুমাতে। কম্পিউটার টেবিলটা আমার মাথার কাছে। ল্যাপটপ টা তার উপর থাকে। কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। তাই ভাবলাম একটা মুভি দেখা শুরু করি। ছাড়লাম “পাইরেটস অব দ্যা কারাবিয়ান” এর ১ম পার্ট। আমি একটা সময় ঘুমাই পড়ছিলাম। ঠিক ১৫ মিনিট পর আব্বুর ফোনে আমার ঘুমটা ভেঙ্গে যায়। ফোনটা রিসিভ করে কথা বলা শেষ করলাম। আড়া-মোড়া করতে করতে হটাত চোখ গেল ল্যাপটপের দিকে। সেই সময় ঘটলো আমার লাইফের বড় একটা দুর্ঘটনা। যা কখন হয়ত আমি ভুলতে পারব না। চুরি হয়ে গেল আমার ল্যাপটপ। অনেক খোজা খুজি করলাম কিন্তু পেলাম না। কিন্তু আমি এত ক্রিকেট পাগল যে ওই দিন গেলাম সন্ধ্যায় টিকিট কাটার জন্য লাইন দিতে। সেখানে হল আরে কাহিনী। রাত ১ টার দিকে শুরু হল প্রচুর মানুষের সমাগম। পুলিশ পাবলিকদেরকে ঠাণ্ডাভাবে বসায় রাখতে পারছিল না। আমি ছিলাম সামনে। হটাত কিছু ছেলে পুলিশের উদ্দেশ্য করে জুতা, ইট মারে। পুলিশ ক্ষেপে যেয়ে শুরু করে লাঠিচার্জ। আমি ভয়ে দেওয়াল টপকে যায়। আর ফিরে যায় নি টিকিট কাটার জন্য। খেলা দেখার সাধ একদম মিটে গেছে। ওই দিন রাতে ওই খলা আকাশের নিচে থাকার ফলে আবার শুরু আমার শ্বাসকষ্ট। ডাক্তারের কাছে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বলেন ব্রঙ্কাইটিস হয়েছে। এখন ওই রোগের জন্য প্রচুর পরিমান টাকা খরচ হচ্ছে। তাই আর কম্পিউটার কেনা হচ্ছে না। এই জন্য ভাবছি ফ্রীলাঞ্ছিং ছেড়ে দিব। মাঝে মাঝে একটু ফেসবুক এ বসব। কাজে ছাড়া আর অনলাইনে বসব না।

যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। বন্ধুর কম্পিউটার নিয়ে লিখছি। এখন বাজে ভোর ৪ টা বেজে ১০ মিনিট। বুঝতেই পারছেন এই শীতে কত কষ্ট করে লিখছি এইটা। আজকে দেখাব লিঙ্ক হুইল। একটা স্বয়ং সম্পূর্ণ লিঙ্ক হুইল কিভাবে করতে হয়। পুরবে দেখাইছিলাম সাধারন লিঙ্ক হুইল। আসলে ওঁটা লিঙ্ক হুইল এর ধারের কাছে ও না। লিঙ্ক হুইল একেবারে অন্যরকম। আমি পুরবের টিউনে লিঙ্ক হুইল এর গুরুত্ব বলে দিছি। আজ কে শুধু লিঙ্ক হুইল কিভাবে করতে হয় সেইটা বলব। নিচের ছবিটা দিয়ে আমি আজকে লিঙ্ক হুইল বুঝাব। দেখেন নিচের ছবিটাতে মাঝে একটা সাইট দেওয়া আছে। যার নাম দেওয়া হয়েছে “Money Site” এখানে এই সাইট দারা বুঝানো হয়েছে যে, আপনি যেই সাইট এর জন্য লিঙ্ক হুইল করবেন। বাকি চারপাশের যে ৬ টি সাইট আছে সেই সাইট গুলা হচ্ছে ফ্রী ব্লগিং সাইট। ফ্রী ব্লগিং সাইট কি এই সম্পর্কে পূর্বে বলছি।

এখন আমরা এই ৬ টি ফ্রী ব্লগিং সাইট এর জন্য ৬ টি আর্টিকেল লিখব। আর্টিকেল কিভবে লিখতে হবে এবং কিভাবে পাবলিশ করতে হবে সেইটা পূর্বে আমি বলে দিছি। এখন ধরি, আমাদের ৬ টি আর্টিকেল রেডি বা প্রস্তুত। প্রথমে আমরা ব্লগস্পট (Blogspot) এ যাব। এখন ১ টা আর্টিকেল পেস্ট করব। এইবার আমাদের যে কি- ওয়ার্ড গুলা দেওয়া আছে আর্টিকেলের ভিতর তার যে কোন একটি লিঙ্ক করে দিব “Money Site” এ । এইবার আরও একটা ট্যাব নিব ব্রাউজার থেকে। নিয়ে ঢুকব ওয়ার্ডপ্রেসে (WordPress) এ। ভাল কথা ব্লগস্পট কিন্তু পাবলিশ করা যাবে না। তখন খোলা থাকবে। ওয়ার্ডপ্রেসে এ যেয়ে আরও একটা আর্টিকেল পেস্ট করতে হবে। এবং সেই আর্টিকেলের একটা কি- ওয়ার্ড “Money Site” এর সাথে লিঙ্ক করতে হবে। এবং পাবলিশ করতে হবে। পাবলিশ করার পর ওই পোস্ট এর লিঙ্ক কপি করে ব্লগস্পটের যে কোন একটি কি- ওয়ার্ড এর সাথে লিঙ্ক করে দিতে হবে। এইবার ব্লগস্পট পাবলিশ করতে হবে। এখন জিনিস টা আমি আবার একটু ক্লিয়ার করি। ধরুন আপনার আপনার সাইট Online Income এর উপর। এখন আপনি লিঙ্ক হুইল করার জন্য নিওম মেনে ৬ টি আর্টিকেল লিখিছেন। ৬ টি নতুন ব্লগে অ্যাকাউন্ট করছেন। অ্যাকাউন্ট গুলা হল নিচের উদাহরনের মত।

*htttp://www.onlineincome1.blogspot.com

*http://www.onlineincome2.wordpress.com

*http://www. onlineincome3.blogger.com

*http://www. onlineincome4.squidoo.com

*http://www. onlineincome5.hubpages.com

*http://www. onlineincome6.xanga.com

আপনার সাইট হচ্ছে onlineincome9.com । শর্ট কথাই ব্লগস্পটে ২ টা লিঙ্ক হবে।একটা আপনার মেইন সাইট এর আর একটা আপনার লিঙ্ক হুইল করার পরবর্তী সাইট এর। তাহলে দেখেন উপরের ছবিটির মত হবে।একটা তীর ওয়ার্ডপ্রেসে থেকে ব্লগস্পটে ঢুকেছে। আর ব্লগস্পট (Blogspot) এবং ওয়ার্ডপ্রেসে থেকে একটা লিঙ্ক প্রধান সাইট এ ঢুকেছে।

আবার চলেন ব্লগারে ব্লগারে একটা আর্টিকেল পেস্ট করুন তারপর একটা কি- ওয়ার্ড কে প্রধান বা ওই মানি সাইট আর সাথে লিঙ্ক করে দিন। এবং পাবলিশ করুন। এইবার আপনি আবার ওই ওয়ার্ডপ্রেসে টা ইডিট করুন। সেখানে যেয়ে ব্লগার এর URL বা লিঙ্ক টা কপি করে ওয়ার্ডপ্রেসের মধ্যের আর্টিকেলের যে কোন একটা কি- ওয়ার্ড কে লিঙ্ক করে দিন। দেখুন উপরের ছবিতে তীর দ্বারা সেটাই বুঝানো হয়েছে ।

এইবার আবার আপনি আপনি চলে যান স্কুইডু তে।ওখানে যেয়ে আরও একটা আর্টিকেল পাবলিশ করুন। এবং পূর্বের একই কাজ করুন। বাকি ২ টা তে ওই একই কাজ করুন।

আপনার কাজ হচ্ছে ব্লগে বা আর্টিকেলে আপনাকে ৩ টা করে লিঙ্ক করতে হবে। আমি এখন বলব শেষ আর্টিকেল টা সম্পর্কে। শেষ আর্টিকেল টা তে একটা লিঙ্ক করতে হবে পূর্বের আর্টিকেল হাব পেজের সাথে আর একটা করতে প্রধান সাইট আর সাথে আর একটা করতে হবে ওই সেই প্রথম আর্টিকেলের সাথে।প্রথম আর্টিকেল মানে ব্লগস্পটে। কারন ব্লগস্পটে মাত্র ২ টা লিঙ্ক হয়েছে। এখন ব্লগস্পটের লিঙ্ক টা এক্সচাঞ্জা তে দিয়ে দিতে হবে। তাহলে লিঙ্ক গুলা দেখেন একটা চাকার মত বা ছাতার মত তৈরি হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি জানি মাথার ভিতর অনেক তাল গোল। পাকাই ফেলবেন। তারপর ও বলছি এই ছবিটার মত তৈরি করার চেষ্টা করুন। দেখুন ছবিটাতে পুরোপুরি বোঝানো হয়েছে। আমার মনে হয় না এরপরও কারোর লিঙ্ক হুইল সম্পর্কে সমস্যা থাকার কথা না। কেমন লাগলো আজকের লিঙ্ক হুইল। নতুনরা তো ১০০% বলবেন ওরে বাবা একি। এস ই ও শেখা থেকে দূরে সরে যাবেন । আরে না এস ই ও খুবই মজার সাবজেক্ট। বুঝতে পারলে মনে হবে পানি পানি আর না পারলে চোখে সরিষার ফুল দেখবেন। নিচে একটা ছবি দিচ্ছি এটাও লিঙ্ক হুইল। কিন্তু সরিষার ফুল। এই সরিষার ফুল নিয়ে চিন্তা নেই। কারন এটা ব্ল্যাক হ্যাট এস ই ও। যা আপনাকে কোনদিন করতে হবে না। উপরের নিওম টা হল হোয়াইট হ্যাট এস ই ও। ওরে বাবা দেখতে দেখতে সকাল ৮ টা বেজে ৩৮ মিনিট। ভাই আমি এইবার যাই একটু ঘুমাই। না হলে আবার শরীর খারাপ করবে।

অনেক কিছু বলে ফেলছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারন আমি একজন মানুষ আর আমার ভুল হবে এটাই স্বাভাবিক।

যদি কোন ব্যাক্তি সমস্যা তে পড়েন তাহলে সুজাসুজি আমাদের ফেসবুক গ্রুপে চলে আসবেন। যদি গ্রুপে আমাকে না পান তাহলে আমার ফেসবুক এ মেসেজ করবেন।  তবে সাবধান,গ্রুপে কিন্তু খুব কড়াকড়ি ভাবে নিওম-কানুন মেনে চলা হয়। তাই গ্রুপে আসার পূর্বে গ্রুপের নীতিমালাটা একটু দয়া করে পড়ে নেবেন।

 আউটসোর্সিং অফ বাংলদেশ 

আর অনলাইনের সব তরুতাজা খবর জানতে এবং ফ্রীলাঞ্ছিং পরিবারের সাথে সজুক্ত হতে চাইলে তাড়াতাড়ি লাইক করুন আমাদের এই পেজটি। আপনি একটা লাইক করলেই আমাদের পরিবারের আকজন হয়ে যাবেন। আর পরিবারের বাক্তিদেরকে সবচেয়ে বেশি প্রাধান্ন দেওয়া হয় আমাদের ফ্যান পেজে। তাদের সমস্যার সমাধানগুলো চলে যায় খুব দ্রুত। আমাদের পরিবারে জুক্ত হতে চাইলে সুজাসুজি চলে আসুন  এই পেজে

আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন 

আজ কে এই পর্যন্ত ,সবাই ভাল থাকবেন। এই কামনা করে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুক এ আমি তাফসির আহমেদ 

Level New

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

🙁 খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল। একদিন না খেয়ে থাকা যায় কিন্তু ল্যাপটপ কম্পিউটার ছাড়া পুরোপুরিভাবে অচল। ধৈর্য হারাবেন না। আল্লাহর রহমতে বিপদ কেটে যাবে।

    @swordfish: সেই দোয়া করেন মাহবুব ভাই। আর কত ধৈর্য রাখব ভাই। অনেক কষ্টে আছিরে ভাই।

এটা খুবই দুঃখের সংবাদ । ভাই , don’t worry. সব কিছু আবার আগের মতো হবে। Be patience . আমি ওয়ার্ডপ্রেস এবং এস ই ও নিয়ে বিডিটিউনস২৪ এ লিখি । যদি চান দেখে আসতে পারেন । সাইট টির লিংক http://bdtunes24.com/ .

আপনার ল্যাপি হারানোর সংবাদ সত্যিই বেদনাদায়ক। জানি না, কবে যে আমারটা উধাও হয়। নিরাপত্তার জন্য সবই কিনেছি। তারপরও মন প্রশান্ত হয় না। ভয় ভয় লেগেই থাকে।

vi ashole -মারাত্মক পর্ব ata.

হা ভাই সত্যিই মারাত্মক লাগছে, এই পোস্ট টা আমার অনেক উপকার এ আসছে।
কিন্তু আপনার দুঃখের খবরটা শুনে অনেক খারাপ লাগলো। আর একটা কথা এই way যদি অতিরিক্ত ব্যবহার করি তাহলে আমার ব্লগ এর কোন সমস্যা করবে কিনা সার্চ ইঞ্জিন। মানে google তো এখন অনেক করা নিতিমালা করছে তাই। যদি বলতেন কোন সমস্যা হবে কিনা?

    @shoyeb abir: কোন কিছুর অতিরিক্ত ভাল না। তেমনি এটাও। আপনি সাথে কিছু মেডিসিন রাখবেন তাহলে গুগল ধরতে পারবে না। কিন্তু দরকার নেই, যদি জানা না থাকে। একটা লিঙ্ক হুইল করতে ভাল ভাবে করলে ২ দিন থেকে ৩ দিন লেগে যা। আর তাই ধারাবাহিকতা বজায় না রেখে কয়দিন পর পর করা সবচেয়ে ভাল। ধন্যবাদ।

Level 0

তাফসির ভাইয়ের দুর্ঘটনা থেকে আমাদের সকলের জন্য সতর্ক হবার বার্তা এসেছে।
অনেক খারাপ লাগল লেপু হারানোর কথা জেনে। সবর করুন আল্লাহ সাহায্য করবেন নিশ্চয়ই।
অনেক অনেক শুভ কামনা রইল।

    @kazirhut: সতর্ক করার জন্য কি আমার ল্যাপটপ টা চুরি হবে। আহারে কপাল!!!!!! কি বলে!!!হা হা হা হা হা!!! ধন্যবাদ ভাই। দোয়া করবেন আমার জন্য।

Level 0

are vaira asol jaigai hat den na keno Tafcir vaier laptop haraice tar patience er porikkha korce allah pak. se jeno tar dukkher dineou allah pakre na vole setar porikkha korcen tene Ar tunes er jonno tahanks ami new tai eaita konodin korinaito jotil lagce

    @mohammadp: সুন্দর আক্তি কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে আর থাকতে পারলাম না। যাই হোক আপনি একটু নিজে থেকে জিনিসটা বোঝার চেষ্টা করুন আশা করি হবে। আমি শিউর আপনি পারবেন।

Level 0

Awesome likhso vaiya…finally congrts dialam…

ব্লগস্পটের লিঙ্ক টা এক্সচাঞ্জা তে দিয়ে দিতে হবে।
এক্সচাঞ্জা কি ভাই?

really an excellent article dada. Please continue. I’m also depressed about your condition. That’s really a disappointing news. Whatever, be patient. Don’t be worried. May Allah help you to overcome this thorny way. But don’t leave freelancing. Because you’re really a merit. So, if you leave freelancing,
Bangladesh will loose a intelligent freelancer. However, hope so, you should recover soon from all kinds of obstacles. Best wishes for you Tafsir Vai.
Shawon

Level 0

#SEO is the name of the game… Do you know how to play? http://goo.gl/CP9Ij

আজকেই প্রথম আপনার টিউটোরিয়ালগুলো পেলাম এবং সবগুলো লেখা পড়ে ফেললাম। খুব ভালো হয়েছে। seo সম্পর্কে ভালো ধারণা পেলাম। আশা করি আরো লিখবেন।

সব গুলো পর্ব একে একে পড়ছিলাম। এই পর্বটা পড়ে খারাপ লাগল। কমেন্ট করার জন্যই লগিন করলাম।

ল্যাপটপ বা কম্পিউটার কি কিনেছেন? ল্যাপটপ চুরি হয়েছে ১ বছর কিন্তু হয়ে গেছে।

চিত্ত মোর ব্যাথিত হইল!

একটু একটু করে seo শিখছি আর আমার সাইট রেংক করানোর চেস্টা করছি। সাইট লিংক https://www.prozoktibangla.com/

@mdarifsadik: techtunes কিন্তু নোফলো , তাই কমেন্টের শেষের লিংক না দেওয়াই বেটার নাইলে বেশিরভাগ ভিজিটর কিন্তু আপনাকে স্প্যামার ভাব্বেই ।

আর ধৈর্য হারিয়ে গেলেত সাফল্য আসবে না । 🙂

@mdarifsadik: কেন রে ভাই ? মনে হচ্ছে অনেক কথিন তাই না। আপনি একটু চিন্তা করেন দেখেন একেবারে পানির মত পরিস্কার।

@ভালো মানুষ: I will try. Thanks for nice comment.