আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তা'লার রহমতে সবাই ভাল আছেন।
আমি আপনাদের এক নবিন টিউনার ও ছোট ভাই, আনেক আগেই টেকটিউনসের সাথে যুক্ত হয়েছি এবং নিয়মিত আপনাদের টিউন্স পরেছি। অসীকার করবোনা আমি কম্পিউটার সর্ম্পকে যা কিছু শিখেছি তার বেশী শিখেছি আপনাদের আর টেকটিউনসের টিউন পড়ে। ধন্যবাদ দিয়ে আপনাদের আর ছোট করবনা। আমি টেকটিউনসের আর আপনাদের কাছে চিরকীতঙ্গ।
আমি আপনাদের কাছে যে বিষয়ে সাহায্য চাই তাহল, আমি একজন Off Page Backlink Builder, অনেক কষ্ট করে seo লিংক বিল্ডিং এর কাজটি শিখেছি এবং প্রতিদিন গড়ে ১৫০ টি লিংক সম্পূর্ণ করতে পারি। এক বড় ভাইয়ের আন্ডারে দীর্ঘ দিন যাবত কাজ করছি। কিন্তু সে আমাকে খুব সীমিত পারিশ্রমিক প্রদান করে (পার লিংক ৩টাকা)। যা আমার কষ্টের তুলনাই কম।
আমি অনেক চেষ্টা করেও Odesk হতে কোন কাজ পাইনা। এবং এটাও জানি শুধু লিংক বিল্ডিং এর কাজ নিয়ে Odesk হতে কাজ পাওয়া যায়না। আমাকে SEO এর আরও অনেক কিছু জানতে হবে কিন্তু এই কাজ শিখতে হলেও প্রয়োজন অর্থের।
এই ক্ষেত্রে আমি কি করতে পারি, যদি আপনারা একটু সাহায্য করতেন Odesk হতে কাজ পাইয়ে দিতে কিনবা Link Building কাজ দিয়ে।
আসা করি আমাকে সাহায্য করে ঊপক্রিত করবেন।
আপনাদের মঙ্গল কামনাই আপনাদের ছোট ভাই।
ভুল ত্রুটি মার্জনা করবেন।
যোগাযোগ: [email protected] (01717-127738)
আমি parvezhossan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই গ্রুপ এর সঙ্গে থাকুন ও এখনে আপনার সমস্যা সমাধান ও পাবেন https://www.facebook.com/groups/odeskhelp/