সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-১০] :: ব্যাকলিংক [ অফপেজ এস ই ও]

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র

আসসালামালাইকুম। কেমন আছেন সবাই ? রমজানের দিনগুলা কেমন যাচ্ছে ? জানাতে কিন্তু ভুলবেন না। সামনে ত ঈদ চলে আসলো। আমার কিন্তু ঈদের মার্কেট করা হয়ে গেছে। এইবার এত পরিমান গিফট পাচ্ছি যে বলার মত না। ফ্রেন্ডরা এইবার আমারে প্রথম গিফট করল। খুব ভাল যাচ্ছে দিনগুলা। আপনাদের কি অবস্থা ? আজ লিখতে ভাল লাগছে। কলেজ ছুটি। সুধু মজা করে ঘুরে বেড়াচ্ছি। আর নিজের সাইট আর জন্য কাজ করছি। ঈদের আগে এই টিউন টার পর আরেকটি টিউন করব।

যাই হোক আমরা অফপেজ নিয়ে শুরু করছিলাম। অনপেজ শিখানো বন্ধ করে দিছি যে আপনরা যারা নতুন তাদের বুঝতে কষ্ট হবে। প্রথমে অফপেজ শেষ করে তারপর অনপেজ ধরব। তাহলে অনপেজ টা আপনাদের পানির মত সুজা মনে হবে। অফপেজ এর ১ টা জিনিস নিয়ে আলোচনা করা হয়ে গেছে। সেইটা হল ফোরাম পোস্টিং।

আজকে ২ নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হল ব্যাকলিংক। সবাই নিশ্চয় এই ব্যাকলিংক বাক্যটার সাথে পরিচিত আছেন। এর অপর নাম হচ্ছে ইনবাউন্ড লিংক।ব্যাক লিংক মূলত অন ওয়ে লিংক বলা হয়। যাই হোক যখন লিংক সম্পর্কে এর ও বিস্তারিত বলব তখন লিংক এর সব বিষয় গুলা জানতে পারবেন। তবে আমি এখন কিছু নাম বলছি লিঙ্কেরঃ

১)ইনবাউন্ড লিংক,

২) ইন্টারনাল লিংক,

৩) এক্সটারনাল লিংকঃ-১) রিসিপ্রকাল লিংক, ২) অন ওয়ে লিংক।

একটা সাইট এর জন্য ব্যাকলিংক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ব্যাকলিংক যত হবে সাইট তত গুগলের কাছে পরিচিত হবে। গুগলের কাছে পরিচিত হলে আপনার সাইট ও উঠতে থাকবে উপরে। গুগল যখন সার্চ দেয় কেউ। তখন গুগল ব্যাকলিংক এর উপর একটা গুরুত্ব দিয়ে থাকে। ব্যাকলিংক এই ক্ষেত্রে মারাত্মক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। একটা সাইট আর যত বেশি ব্যাকলিংক থাকে তার পাওয়ার টা সেই পরিমান থাকে। ব্যাকলিংক টা করলে আরও একটা জিনিস হয় সেইটা হল আপনার সাইট এর কি- ওয়ার্ড টাকে আরও বেশি পাওয়ার ফুল করে তোলা যায়। গুগল যখন আপনাকে পেজ রেংক দেয় তখন একটা বিষয় বিবেচনা করে যে আসলে সাইট টা কততুকু পাওয়ারফুল। তখন গুগল চেক করবে আপনার ব্যাক লিংক। যদিও পেজ রেংক ব্যাকলিংক জন্য এত পাওয়ার না। তারপর ও এটাকে ধরা হয়।

ব্যাকলিংক এর গুরুত্ব কততুকু আসলে বলে বুঝান কষ্ট। যখন আপনি সরাসরি প্রাকটিকালে কাজ করবেন, তখন বুঝতে পাড়বেণ এইটার মূল্য কত টুকু। আপনার সাইট কে জনপ্রিয় করে তোলার জন্য ব্যাকলিংক এর গুরুত্ব সবচেয়ে বেশি। ব্যাকলিংক এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লিংক হচ্ছে আপনি যদি ডু- ফলো রিলেটিভ লিংক উচ্চ পেজ রেংকের করতে পারেন । তাহলে অন্য ব্যাকলিংক ৫০ টা করলে যে পরিমান লাভ হবে এই ব্যাকলিংক ১ টি করলে সেই পরিমান লাভ হবে। তবে আপনি যত ব্যাকলিংক বাড়াতে পারবেন আপনার তত পরিমান লাভ হবে।

যাই হোক ব্যাকলিংক এর গুরুত্ব কি পরিমান আমি মনে হয় বুঝাতে পারছি। এখন ব্যাকলিংক কিভাবে করতে হয় তাই শিখাব। ব্যাকলিংক করার জন্য ২ টা কোড ব্যবহার হয়। একটা কে বলে এইচটিএমএল (HTML) কোড আরেকটি হল বিবি কোড। HTML কোড সব জায়গা ব্যবহার হয়। বিবি কোড কোথায় ব্যবহার হয় এইটা বুঝবেন কিভাবে ? যেখানে ব্যবহার হয় সেখানে বলে দেওয়া থাকে এখানে HTML কোড ব্যবহার হবে না। বিবি কোড ব্যবহার করতে হবে। আর HTML কোড ব্যবহার করতে হবে যে কোন জায়গা। এর কোন নির্দিষ্ট জায়গা নেই। কোড ২ টা নিচে লিখে দিচ্ছি। তারপর স্ক্রিনশর্ট এর মাধ্যমে কিভাবে করবেন দেখায় দিব। ধরুন একটা ওয়েব সাইট এর জন্য ব্যাকলিংক করছি। সেই সাইট এর জন্য কিভাবে কোডটা ব্যবহার করবেনঃ

HTML কোডঃ <a href="http://www.google.com">Google</a>

HTML কোডটা একটু ভেঙ্গেচুরে বলিঃ <a href="http://www.আপনার সাইট এর URL">আপনার সাইট এর কি- ওয়ার্ড</a>

বিবি কোডঃ [URL="http://www.google.com"]Google[/URL]

এখন কিভাবে করবেন ব্যাকলিংকঃ

স্টেপঃ ০১:-প্রথমে একটা ওয়েব সাইট যানঃhttp://www.mysecondmillion.com/facebook-pages-5-thiings-get-right-or-fail/. নিচের পেজটার মত দেখাবে। আপনি ওখানে সব গুলা ঘর পুরন করেন। 

স্টেপঃ ০২:-এই বার সাবমিট করুন। দেখুন নিচের পেজটার মত দেখাবে।

দেখুন আপনার কি- ওয়ার্ড টা শো করছে। এখন ওই কি- ওয়ার্ড এ ক্লিক করলে আপনার সাইট চলে যাবে। আর এই সাথে হয়ে গেল আপনার ব্যাকলিংক করা। এইভাবে করুন। দেখুন প্রচুর পরিমানে ভিজিটর এবং আপনার কি- ওয়ার্ড এর মাধ্যমে গুগল আর উপরের পেজে চলে আসছেন। আপনার সাইট টি জনপ্রিয় হয়ে উঠছে।

নতুন যারা আছেন তারা হইত ভাবছেন সাইট আর লিস্ট কোথায় পাব। অর্থাৎ কোন সাইট এ যেয়ে ব্যাকলিংক করবেন। গুগল একটু কষ্ট করে সার্চ দিবেন "Backlink Site List" or "Blog Comment Site List or "Leave comment Site List"   এইভাবে লিখে সার্চ দিন। প্রাথমিক ভাবে এই সব লিখে সার্চ দিন। পরবর্তীতে সার্চ টার্ম শিখাব। কিভাবে সার্চ দিতে হয় গুগল এ। সামনের পর্বে আমি আপনাদেরকে সুবুধার জন্য কিছু ব্যাকলিংকের লিস্ট দিয়ে দিব।

এখন হয়ত ব্যাকলিংক নিয়ে আর কারোর সমস্যা থাকার কথা না। তারপর ও যদি মনে করেন সমস্যা আছে। তাহলে সুজাসুজি আমাদের ফেসবুক গ্রুপে চলে আসবেন।তবে সাবধান,গ্রুপে কিন্তু খুব কড়াকড়ি ভাবে নিওম-কানুন মেনে চলা হয়। তাই গ্রুপে আসার পূর্বে গ্রুপের নীতিমালাটা একটু দয়া করে পড়ে নেবেন।

গ্রুপের ঠিকানাঃ আউটসোর্সিং অফ বাংলদেশ 

অনলাইন আউটসোর্সিং এর সব খবর এবং আমাদের সাথে একটিভ ভাবে থাকতে চাইলে এই পেজটা লাইক করুনঃ আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন 

কেমন লাগছে আজকের আলোচনা জানাবেন । তাহলে আজ কে এই পর্যন্ত ,সবাই ভাল থাকবেন। এই কামনা করে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুক এ আমি তাফসির আহমেদ 

Level New

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ শেয়ার করার জন্য।
সহজে এবং ফ্রীতে PR2 Web Directory থেকে ব্যাকলিংক- http://www.dooas.com

Level 0

thanks for your sharing .

Valo post hoyeche……Thanks

Level 0

আচ্ছা ভাই অনেক সময় দেখি বিভিন্ন পোস্ট এ যে ৫ মিনিটে ১০০০,৩০০০ ব্যাক লিঙ্ক হয় তো এর মাদ্ধমে কি সাইট এর ভেলু বাড়ে একটু জানাবেন প্লিজ

Level 0

Thank you>>>>

ওহ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার টিউনগুলো আসলেই কোয়ালিটি টিউন। এসইও নিয়ে আপনি টিউনগুলো অব্যাহত রাখবেন আশা করি।

    @Mijan Ahmed: জানি না কত পর্যন্ত রাখতে পারব আপনার কথ। চেষ্টা করব আপনার কথা রাখতে।

Level 0

ভাই,
আজকে যা দিলেন ,একেবারে ফাটাফাটি ,আমার মতো গাধার ,ঘোড়া হওয়ার উপক্রম ।
দোয়া করবেন যেনো, আপনার দেয়া শিক্ষা দিয়ে আপনাকে অবাক করে দিতে পারি ।
আমার ফবু পোষ্ট ৩০ দিনের জন্য সাসপেন্ড তাই ফেসবুক গ্রুপে কোনো কমান্ড পোষ্ট করতে পারছি না ।
আমার ভালো pr ব্যাকলিংকের লিস্ট চাই ।
ধন্যবাদ ।

    @nuruzaman: তাই না কি ? শুনে ভাল লাগলো। সামনের পর্বে ভাল কিছু লিস্ট দিয়ে দিব।

@মোঃ আল-আমিন হুসাইন: হা হা হা হা হা। দেখে মজা পাইলাম। যাই হোক কাজ ত হইছে।

Level 0

@তাফসির ভাই ami amar montober jonno dokkhito .apnake oneck donnobad

Level 0

apnar post ki kub sondor hoyase ajonno abro donnobad

Tafsir vhi ………….. valo legeche………next tune er jonno wait korchi……..

ভাই প্রতিদিন টেকটিউনসে আসি কিন্তু আপনার SEO টিউন দেখি না । মনে হয়ছিল আপনি বুঝি আমাদের ছাইড়া চইলা গেছেন । আপনার টিউন দেইখা বুকে পানি ফিরা আইল ।

    @স্বপ্নবাদী সিফাত: কি হাবিজাবি বলেন। আমি টেকটিউনসে না থাকলে কি আসে যায়। আরও কত সুন্দর এস ই ও টিউন আছে। সেই গুলা আআর থেকে অনেক কোয়ালিটি সম্পন্ন। কিছু শিখতে পারেন।

Via, site er link e click korechi, but form ta to aslona…

Really, thats a great teaching formulla.i know more about off page SEO from your tunes.god bless you……….

Level 0

ভাই, ekta jinis mis korsen. amar blogger blog. ami onno blogger blogger blog e deksi je (wordpress hoile ba php hoile maina nitam) post er vitere link dewa. tate click korle ফট kore oi eki page er onno ekta paragraph e choila jai. ei link lekhar html ta bolen plese. deksi je # dia ki ki lekha thake.

Level 0

vai, back link korar jonno kisu site er ink dile valo hoto. Jodi doya kore den tahole boro upokar hoy.
Thank you.

Level 0

thanks brother…
Press Barta

Level 0

এইটিএমএল ও বিবিকোড দুটো’র মধ্যে কোনটা ব্যাকলিঙ্ক করার জন্য উৎকৃষ্ট? টিউনে এই দুটোর ব্যবহার আরেকটু খোলা করে বললে ভাত হত।
টিউনটি চমৎকার হয়েছে।
ধন্যবাদ।
বাংলা ফোরাম