আসসালামালাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাদের দোয়াই আমি ও ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। আমার আসলে টেকটিউনস এ লেখার মত মন আর নেই। আমি জানি টেকটিউনসে অনেক বড় বড় এস ই ও অপটিমাইজার আছে।তাই বলে এই না যে আমি কিছু জানি না। আপনাদের যদি টিউন ভাল না লাগে আজকে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আমি আর টিউন লিখব না। সামনের পর্বে শেষ করে দিব। এখানে না লিখলে আমার মনে হয় ভাত মারা যাবে না। আমার সুধু ফালতু সময় অপচয় হয়। এর এই সময় নষ্ট করে মহাজ্ঞানী লোকদের ফালতু কথা শুনতে ভাল লাগে না। জীবনে অনেক কষ্ট করে উঠছি। যে আমাকে গড়ে তুলছে আজ পর্যন্ত সে আমাকে কিছু বলে না। আমি ভাবতে অবাক হয়ে যাই। আজকের টিউনের মাধ্যমে বলছি যারা আমার সাথে এমন ধরনের আচরন করছেন, যদি আপনাদের বুকের পাঠাই সাহস থাকে আমার সামনে এসে এস ই ও নিয়ে প্রশ্ন করেন জতগুলা ইচ্ছা। আমি আপনাদেরকে বেশি না ৫ টা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন আমি আপনাদের পা ধুয়ে পানি খাব।
যাই হোক অফ টপিকস সম্পর্কে আলোচনা করলাম। আমি আজকে লিঙ্কবিল্ডিং সম্পর্কে আলোচনা করব। লিঙ্কবিল্ডিং হচ্ছে অফপেজ এস ই ও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। অনপেজ অপটিমাইজেশন এ যেমন কি-ওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব বেশি। ঠিক অফপেজ অপটিমাজেশনে লিঙ্কবিল্ডিং এর গুরুত্ব তেমন। তাই লিঙ্কবিল্ডিং সম্পর্কে খুব ভাল ভাবে জানতে হবে। আমি আজকে লিঙ্কবিল্ডিং সম্পর্কে । লিঙ্কবিল্ডিং শব্দ টা শুনতে বুঝা যাচ্ছে যে, কোন সাইট এর জন্য লিঙ্ক করা। আর এই লিঙ্কটা বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন ওয়েতে করাকে লিঙ্কবিল্ডিং বলে। লিঙ্কবিল্ডিং আর ভাল সংজ্ঞা আমার জানা নেই। তবে আমার মনে হয় আর থেকে ক্লিয়ার সংজ্ঞা হইত হবে না। যাই হোক লিঙ্কবিল্ডিং কি জিনিস আমরা বুঝতে পারলাম।
এখন বলব কিভাবে এই লিঙ্ক গুলা করতে হয় অর্থাৎ লিঙ্কবিল্ডিং আর জন্য কতগুলা ওয়ে আছে সেই বিষয় গুলা নিয়ে আলোচনা করব আজ। লিঙ্কবিল্ডিং যে ওয়ে গুলার মাধ্যমে করতে হয় সব ক্ষেত্রে কি - ওয়ার্ড আর ব্যবহার রয়েছে। তাই সর্ব প্রথম সেই কি - ওয়ার্ড কে গুরুত্ব দিতে হবে। আমি নিচে সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করলাম।
ব্যাকলিংক (Backlink):অন্য একটা সাইটে আপনার সাইটের লিংক থাকলে এটা আপনার সাইটের জন্য ব্যাকলিংক।হতে পারে এই লিংক আপনার সাইটের হোমপেজ বা অন্য কোন পেজ এর লিংক।ব্যাকলিংক কে ইনকামিং লিংক বা ইনবাউন্ড লিংকও বলে। এটা হোয়াইট হ্যাট এসইও (White hat SEO) এর মধ্যে।ব্যাকলিংক করতে হই ২ ভাবে। একটা অ্যাংকর টেক্সট এর মাধ্যমে। আর একটা বিবি কোডের মাধ্যমে।
আউটবাউন্ড লিংক (Outbound link):আউটবাউন্ড লিংক হচ্ছে ব্যাকলিংকের বিপরীত অর্থ্যাৎ অন্য সাইটের লিংক যদি আপনার সাইটে থাকে।আউটবাউন্ড লিংক কে আউটগোয়িং লিংকও বলে। আউট বউন্ড লিঙ্ক আপনার সাইটের এক্সটারনাল লিঙ্ক হিসাবে গণ্য হয়। এটার ব্যাবহার আসলে বিভিন্ন ভাবে হয়ে থাকে। তবে আউট বাউন্ড লিঙ্ক সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব।
ইন্টারনাল লিংক (Internal Link): এটা হচ্ছে আপনার সাইটেই এক পেজে অন্য পেজের লিংক।এটা অত্যন্ত গুরত্বপূর্ন ।যেমন আপনার সাইট এ যদি ধারাবাহিক টিউটোরিয়াল থাকে তাহলে একপেজ থেকে তারপরের পেজে যাওয়ার জন্য আগের পেজে এনকর টেক্সট দিয়ে লিংক দিবেন।এটা আপনার সাইটের ব্যাকলিংক হিসেবে কাজ করবে।এতে পেজর্যাংক বাড়ে।উইকিপিডিয়ার সাইটে দেখবেন প্রতি লাইনেই কতগুলি করে তাদেরই সাইটের লিংক থাকে।
ব্লগ কমেন্ট (Blog Comment): ব্লগ কমেন্টের মাধ্যমে আপনি লিংক তৈরি করতে পারেন। তবে আপনি এখানে কি- ওয়ার্ড প্রক্রিত মূল্য পবান না। কারন এখানে সুধু সাইট এর লিংক টা বিবেচনা করা হয়। নতুনদের হইত বুঝতে কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট পাওয়ার কিছু নেই। কাজ দেখাই দিলে পানির মত সোজা মনে হবে। তাই চিন্তা করার কোন কারন নেই।
ফোরাম পোস্টিং (Forum Posting): লিংক বিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ ওয়ে হচ্ছে ফোরাম পোস্টিং । ফোরাম পোস্টিং এর মাধ্যমে ৩ টা উপকার হই একটা হচ্ছে আপনার সাইট এর ওরিজিনাল লিংক দিতে পারেন, দ্বিতীয় টা হচ্ছে আপনি আপনার কি- ওয়ার্ড ব্যবহার করে ব্যাক লিংক করতে পারেন। তৃতীয় টা হচ্ছে আপনি পোস্টের মাধ্যমে প্রচুর পরিমানে ভিজিটর আনতে পারেন। যে সব ফোরামে প্রচুর ভিজিটর আসে সেই ফোরাম গুলাতে কাজ করলে প্রচুর পরিমানে লাভ হয়। জার স্বয়ং প্রমান আমি নিজে। আমার সাইট এর জন্য মারাত্তক একটা হাই কম্পিটিশনের কি- ওয়ার্ড চয়েজ করলাম। এবং প্রচুর পরিমানে ফোরাম পোস্টিং করলাম। আমার সাইট মাত্র ১৫ দিনে গুগলের ২ নম্বর পেজে চলে আসছে। তাহলে বুঝতে পারছেন ফোরাম পোস্টিং এর গুরুত্ব কত।
ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং (Yahoo Answer Back linking): সাইট এ যে বিষয়ের উপর ইয়াহু এন্সার এ যেয়ে সেই ধরনের রিলেটিভ প্রশ্ন খুজে সাইট এর লিংক দেওয়া এটা হচ্ছে ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং । এইটা থেকে প্রচুর ভিজিটর গেইন করা যাই। এইটার উপর গুরুত্ব দিতে হবে। কিন্তু বেশি একটা না। না দিলেও চলে। তবে যারা প্রতি মাসে হিউজ ভিজিটর গেইন করতে চান তাদের জন্য ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং জরুরী।
লিঙ্ক হুইল(Link Wheel): লিংক হুইল হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রী ব্লগে আর্টিকেল লিখে টার ভিতর নিজের সাইট এর একটা কি- ওয়ার্ড কে লিংক করে দেওয়া হচ্ছে লিংক হুইল। আর্টিকেল লিখতে হবে নিজের সাইট রিলেটেড। সাইট এর সাথে আর্টিকেল অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে। আমি আগেই বলে দিছি আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রতি ১০০ ওয়ার্ড অবশ্যই ৩ টি কি - ওয়ার্ড থাকতে হবে। তবে এই ক্ষেত্রে নিজের সাইট এর যে মেইন কি- ওয়ার্ড আছে সেই কি- ওয়ার্ড ব্যবহার করতে হবে। ধরুন ৫০০ ওয়ার্ড এর একটি আর্টিকেল আপনি লিখলেন। টার ভিতর ১৫ টা কি -ওয়ার্ড ব্যবহার করলেন। আপনি যে কোন একটি কে আপনার সাইট এর লিংক হিসেবে ব্যবহার করলেন বাকি ১৪ টাকে হাইলাইট করে দিবেন। এটাই হচ্ছে লিংক হুইল।
লিঙ্ক এক্সচেন্জঃ লিঙ্ক এক্সচেন্জ হল সবচেয়ে পাওয়ার ফুল লিংক। আপনি একটি সাইট এ আপনার লিংক দিলেন। বিনিময়ে আপনি ওই সাইট এর লিংক প্রচার করলে।এতে করে আপনার খুব তাড়াতাড়ি পেজ রাঙ্ক পেতে সাহায্য করবে। অনেক সময় দেখা যাই উচ্চ পেজ রাঙ্কের সাইট এ আপনার সাইট এর লিংক দিতে গেলে ডলার দিতে হয়। এই টা হচ্ছে লিঙ্ক এক্সচেন্জ।
আজকে লিংক বিল্ডিং সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে যদি লিখি তাহলে এই গুলা কিভাবে করতে স্কিনশট দিয়ে দেখাই দিব। আমি আজকে মেটা ট্যাগ সমপ্রকে লিখতে চাইছিলাম। কিন্তু সবাই বলল লিংক বুলদিং সম্পর্কে লিখতে। এই জন্য লিখলাম।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারণ লিখেছেন ভাইয়া । আপনার এই লেখা পড়ার আগে পর্যন্ত আমি সত্যি সত্যি জানতাম না লিংক বিল্ডিং কি । তবে আরো কিছু বিষয় আপনার কাছে থেকে আশা করছি , যেমন কিছু হাই কোয়ালিটি ফোরামের লিংক , মেটা ট্যাগ বসানো । যারা এক্স্পার্ট তারা ইচ্ছে করেই এগুলো এড়িয়ে যান , হয়তো ধরে নেন সবাই এমনিতেই বুঝবে । কিন্তু নতুনদের ক্ষেত্রে প্রায় ই অনেক সম্যসা হয় । আর হ্যা , দয়া করে এভাবে টিউন করা ছেড়ে দেবেন না । কারণ আপনারাই আমাদের শেষ ভরসা । আমি SEO সম্পর্কে যতটুকু জানি সব ই টেকটিউনসের কল্যানে । আর আপনারাই যদি ছেড়ে চলে যান তাহলে তো আমাদের জানাও অসম্পুর্ন রয়ে যাবে ….. 🙁 🙁
দয়া করে ডুল্যান্সার ফুল্যান্সার দের কথায় কান দেবেন না । কয়েকদিন আগে দেখলাম একজন গর্ব করে বলছে SEO আর ব্লগিং শেখা নাকি কোনো ব্যাপারি ই না । চাইলে দুই দিনের মাথায় SEO শিখে ব্লগিং শুরু করা যায় SEO অথচ বানান টা ঠিক্ভাবে জানে কিনা সন্দেহ । কি আর বলবো , বলার ভাষা নাই 🙁
ভাল হচ্ছে ভাইয়া চালিয়ে যান 🙂 এত না বুঝলে ও কমেন্ট করে আপনাদের উৎসাহিত করতে পারি।অনেক এর কাজে লাগবে