সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-০৯] :: লিংকবিল্ডিং [ অফপেজ এস ই ও]

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র

আসসালামালাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাদের দোয়াই আমি ও ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। আমার আসলে টেকটিউনস এ লেখার মত মন আর নেই। আমি জানি টেকটিউনসে অনেক বড় বড় এস ই ও অপটিমাইজার আছে।তাই বলে এই না যে আমি কিছু জানি না। আপনাদের যদি টিউন ভাল না লাগে আজকে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আমি আর টিউন লিখব না। সামনের পর্বে শেষ করে দিব। এখানে না লিখলে আমার মনে হয় ভাত মারা যাবে না। আমার সুধু ফালতু সময় অপচয় হয়। এর এই সময় নষ্ট করে মহাজ্ঞানী লোকদের ফালতু কথা শুনতে ভাল লাগে না। জীবনে অনেক কষ্ট করে উঠছি। যে আমাকে গড়ে তুলছে আজ পর্যন্ত সে আমাকে কিছু বলে না। আমি ভাবতে অবাক হয়ে যাই। আজকের টিউনের মাধ্যমে বলছি যারা আমার সাথে এমন ধরনের আচরন করছেন, যদি আপনাদের বুকের পাঠাই সাহস থাকে আমার সামনে এসে এস ই ও নিয়ে প্রশ্ন করেন জতগুলা ইচ্ছা। আমি আপনাদেরকে বেশি না ৫ টা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন আমি আপনাদের পা ধুয়ে পানি খাব।

যাই হোক অফ টপিকস সম্পর্কে আলোচনা করলাম। আমি আজকে লিঙ্কবিল্ডিং সম্পর্কে আলোচনা করব। লিঙ্কবিল্ডিং হচ্ছে অফপেজ এস ই ও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। অনপেজ অপটিমাইজেশন এ যেমন কি-ওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব বেশি। ঠিক অফপেজ অপটিমাজেশনে লিঙ্কবিল্ডিং এর গুরুত্ব তেমন। তাই লিঙ্কবিল্ডিং সম্পর্কে খুব ভাল ভাবে জানতে হবে। আমি আজকে লিঙ্কবিল্ডিং সম্পর্কে । লিঙ্কবিল্ডিং শব্দ টা শুনতে বুঝা যাচ্ছে যে, কোন সাইট এর জন্য লিঙ্ক করা। আর এই লিঙ্কটা বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন ওয়েতে করাকে লিঙ্কবিল্ডিং বলে। লিঙ্কবিল্ডিং আর ভাল সংজ্ঞা আমার জানা নেই। তবে আমার মনে হয় আর থেকে ক্লিয়ার সংজ্ঞা হইত হবে না। যাই হোক লিঙ্কবিল্ডিং কি জিনিস আমরা বুঝতে পারলাম।

এখন বলব কিভাবে এই লিঙ্ক গুলা করতে হয় অর্থাৎ লিঙ্কবিল্ডিং আর জন্য কতগুলা ওয়ে আছে সেই বিষয় গুলা নিয়ে আলোচনা করব আজ। লিঙ্কবিল্ডিং যে ওয়ে গুলার মাধ্যমে করতে হয় সব ক্ষেত্রে কি - ওয়ার্ড আর ব্যবহার রয়েছে। তাই সর্ব প্রথম সেই কি - ওয়ার্ড কে গুরুত্ব দিতে হবে। আমি নিচে সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করলাম।

ব্যাকলিংক (Backlink):অন্য একটা সাইটে আপনার সাইটের লিংক থাকলে এটা আপনার সাইটের জন্য ব্যাকলিংক।হতে পারে এই লিংক আপনার সাইটের হোমপেজ বা অন্য কোন পেজ এর লিংক।ব্যাকলিংক কে ইনকামিং লিংক বা ইনবাউন্ড লিংকও বলে। এটা হোয়াইট হ্যাট এসইও (White hat SEO) এর মধ্যে।ব্যাকলিংক করতে হই ২ ভাবে। একটা অ্যাংকর টেক্সট এর মাধ্যমে। আর একটা বিবি কোডের মাধ্যমে।

আউটবাউন্ড লিংক (Outbound link):আউটবাউন্ড লিংক হচ্ছে ব্যাকলিংকের বিপরীত অর্থ্যাৎ অন্য সাইটের লিংক যদি আপনার সাইটে থাকে।আউটবাউন্ড লিংক কে আউটগোয়িং লিংকও বলে। আউট বউন্ড লিঙ্ক আপনার সাইটের এক্সটারনাল লিঙ্ক হিসাবে গণ্য হয়। এটার ব্যাবহার আসলে বিভিন্ন ভাবে হয়ে থাকে। তবে আউট বাউন্ড লিঙ্ক সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব।

ইন্টারনাল লিংক (Internal Link): এটা হচ্ছে আপনার সাইটেই এক পেজে অন্য পেজের লিংক।এটা অত্যন্ত গুরত্বপূর্ন ।যেমন আপনার সাইট এ যদি ধারাবাহিক টিউটোরিয়াল থাকে তাহলে একপেজ থেকে তারপরের পেজে যাওয়ার জন্য আগের পেজে এনকর টেক্সট দিয়ে লিংক দিবেন।এটা আপনার সাইটের ব্যাকলিংক হিসেবে কাজ করবে।এতে পেজর‌্যাংক বাড়ে।উইকিপিডিয়ার সাইটে দেখবেন প্রতি লাইনেই কতগুলি করে তাদেরই সাইটের লিংক থাকে।

ব্লগ কমেন্ট (Blog Comment): ব্লগ কমেন্টের মাধ্যমে আপনি লিংক তৈরি করতে পারেন। তবে আপনি এখানে কি- ওয়ার্ড প্রক্রিত মূল্য পবান না। কারন এখানে সুধু সাইট এর লিংক টা বিবেচনা করা হয়। নতুনদের হইত বুঝতে কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট পাওয়ার কিছু নেই। কাজ দেখাই দিলে পানির মত সোজা মনে হবে। তাই চিন্তা করার কোন কারন নেই।

ফোরাম পোস্টিং (Forum Posting): লিংক বিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ ওয়ে হচ্ছে ফোরাম পোস্টিং । ফোরাম পোস্টিং এর মাধ্যমে ৩ টা উপকার হই একটা হচ্ছে আপনার সাইট এর ওরিজিনাল লিংক দিতে পারেন, দ্বিতীয় টা হচ্ছে আপনি আপনার কি- ওয়ার্ড ব্যবহার করে ব্যাক লিংক করতে পারেন। তৃতীয় টা হচ্ছে আপনি পোস্টের মাধ্যমে প্রচুর পরিমানে ভিজিটর আনতে পারেন। যে সব ফোরামে প্রচুর ভিজিটর আসে সেই ফোরাম গুলাতে কাজ করলে প্রচুর পরিমানে লাভ হয়। জার স্বয়ং প্রমান আমি নিজে। আমার সাইট এর জন্য মারাত্তক একটা হাই কম্পিটিশনের কি- ওয়ার্ড চয়েজ করলাম। এবং প্রচুর পরিমানে ফোরাম পোস্টিং করলাম। আমার সাইট মাত্র ১৫ দিনে গুগলের ২ নম্বর পেজে চলে আসছে। তাহলে বুঝতে পারছেন ফোরাম পোস্টিং এর গুরুত্ব কত।

ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং (Yahoo Answer Back linking): সাইট এ যে বিষয়ের উপর ইয়াহু এন্সার এ যেয়ে সেই ধরনের রিলেটিভ প্রশ্ন খুজে সাইট এর লিংক দেওয়া এটা হচ্ছে ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং । এইটা থেকে প্রচুর ভিজিটর গেইন করা যাই। এইটার উপর গুরুত্ব দিতে হবে। কিন্তু বেশি একটা না। না দিলেও চলে। তবে যারা প্রতি মাসে হিউজ ভিজিটর গেইন করতে চান তাদের জন্য ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং জরুরী।

লিঙ্ক হুইল(Link Wheel): লিংক হুইল হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রী ব্লগে আর্টিকেল লিখে টার ভিতর নিজের সাইট এর একটা কি- ওয়ার্ড কে লিংক করে দেওয়া হচ্ছে লিংক হুইল। আর্টিকেল লিখতে হবে নিজের সাইট রিলেটেড। সাইট এর সাথে আর্টিকেল অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে। আমি আগেই বলে দিছি আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রতি ১০০ ওয়ার্ড অবশ্যই ৩ টি কি - ওয়ার্ড থাকতে হবে। তবে এই ক্ষেত্রে নিজের সাইট এর যে মেইন কি- ওয়ার্ড আছে সেই কি- ওয়ার্ড ব্যবহার করতে হবে। ধরুন ৫০০ ওয়ার্ড এর একটি আর্টিকেল আপনি লিখলেন। টার ভিতর ১৫ টা কি -ওয়ার্ড ব্যবহার করলেন। আপনি যে কোন একটি কে আপনার সাইট এর লিংক হিসেবে ব্যবহার করলেন বাকি ১৪ টাকে হাইলাইট করে দিবেন। এটাই হচ্ছে লিংক হুইল।

লিঙ্ক এক্সচেন্জঃ লিঙ্ক এক্সচেন্জ হল সবচেয়ে পাওয়ার ফুল লিংক। আপনি একটি সাইট এ আপনার লিংক দিলেন। বিনিময়ে আপনি ওই সাইট এর লিংক প্রচার করলে।এতে করে আপনার খুব তাড়াতাড়ি পেজ রাঙ্ক পেতে সাহায্য করবে। অনেক সময় দেখা যাই উচ্চ পেজ রাঙ্কের সাইট এ আপনার সাইট এর লিংক দিতে গেলে ডলার দিতে হয়। এই টা হচ্ছে লিঙ্ক এক্সচেন্জ।

আজকে লিংক বিল্ডিং সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে যদি লিখি তাহলে এই গুলা কিভাবে করতে স্কিনশট দিয়ে দেখাই দিব। আমি আজকে মেটা ট্যাগ সমপ্রকে লিখতে চাইছিলাম। কিন্তু সবাই বলল লিংক বুলদিং সম্পর্কে লিখতে। এই জন্য লিখলাম।

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

  ফেসবুক এ আমি তাফসির

Level New

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাল হচ্ছে ভাইয়া চালিয়ে যান 🙂 এত না বুঝলে ও কমেন্ট করে আপনাদের উৎসাহিত করতে পারি।অনেক এর কাজে লাগবে

    @SUMONSOPNO: আমাকে বলেন কোথাই বুঝতে সমস্যা। না হলে বুঝব কিভাবে। আপনি যখন বুঝতে পারবেন তখন আমি উৎসাহিত হব। আপনি নি বুঝলে আমি ত আরও কষ্ট পাব। আমার পুরা লেখাটা ব্যর্থ হয়ে গেল।

osdaron boss,bujia diacen boss.plz wright more………..

    @small worker: আমি বস না। ভুল বললেন, আমি একজন সাধারন মানুষ। যার কোন মূল্য নেই।একজন মূল্যহীন মানুষ। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।।।।।। পরবর্তী টিউনে এই গুলা কিভাবে করতে হয় তা স্কিনশট দিয়ে দেখিয়ে দিবেন প্লিস । এছাড়া মেটা ট্যাগ এর কোডিং নিয়ে বিস্তরিত আলোচনা করলে ঊউপকৃত হব,,,,কারন এটি নিয়ে কেও আলোচনা করে না । তাই আপনার কাছ থেকে আমরা এটি আশা করি । আরও একটি কথা হলো আপনার মতো জিনিয়াসরা যদি টিউন করা বন্ধ করে দেয় তাহলে আমাদের মত নতুনরা কার কাছ থেকে শিখব । তাছড়া আপনি সকল সমালোচনার উর্ধে থেকে আপনার টিউন চালিয়ে যান । আপনার জন্য শুভকামনা রইল ।।।।।

    @Help Me Plz: আশা করতেছি দিতে পারব আপনাদের জন্য। যতটুকু চাবেন তর থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।

Level 0

www,

স্প্যামিং করবেন না। -মডারেটর

bhaia khub a valo hoese . samner porbe kibhabe ব্যাকলিংক (Backlink) toiri korte hoi details likben please…

Level 0

thanks…
visit my blog

স্প্যামিং লিংক শেয়ার করবেন না মন্তব্য করার সময়।পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। – মডারেটর

আপনার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধির জন্য নিচের …………………………

অযথা স্প্যামিং করবেন না শাহনেওয়াজ রহমানী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। – মডারেটর

Level 0

অসাধারণ হইছে ।তফসির ভাই চালাইয়া জান ।আপনি অন্যের কথায় কান দিয়েন না ।যারা খারাপ তারা অন্যের ভালো দেখতে পারেনা ।আপনি ওগুলোতে কান দিবেন না ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর টিউন উপহার দেয়ার জন্য ।

    @xquark: আমি কান দিলে কি টিউন লিখতাম। আমি চাই শুধু আপনারা আমার সাথে থাকেন। আমি আপনাদের জন্য কি করতে পারি এই টুকু দেখেন। টিউনটি ভাল লাগার জন্য আমাকে ও অনেক অনেক ধন্যবাদ।

ভাই বিদ্রোহ কইরেন না । করলে আমাদের মত আনকোরারা অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হবে ।
আমি চাই আপনার জ্ঞানের ভান্ডার লুট করতে । তাই টিউন করতে থাকুন । আমার কেউ সমালোচনা করলে আমি খুশী হই । কারণ কেউ যখন আমার ভুলগুলো ধরিয়ে দেয় তখন আমি সে ভুলগুলো শুধরে নেবার সুযোগ পাই ।
আমি কারো টিউনে সচারচর কমেন্ট করি না কারণ আমি অভ্র দিয়ে বাংলা লেখি । কিন্তু আপনার বিদ্রোহ
দেখে আর বসে থাকতে পারলাম না ।

“নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ-জনমের বন্ধু আমার আধার ঘরের আলো ।”

    @স্বপ্নবাদী সিফাত: সিফাত ভাই আমার নিয়ে কেও সমালচনা করলে আমার ও খারাপ লাগে না। তা না। যখন সরাসরি বলে তুই এর টিটি তে টিউন করবি না। তখন আর কি করব। ভয় তে টিটি ছেড়ে আমার চলে যেতে হয়। এই জন্য আর কি। আজকে টিউন করলাম। দেখি কোন পাশ থেকে আমারে বোম মেরে উড়াই দেই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

অসাধারণ লিখেছেন ভাইয়া । আপনার এই লেখা পড়ার আগে পর্যন্ত আমি সত্যি সত্যি জানতাম না লিংক বিল্ডিং কি । তবে আরো কিছু বিষয় আপনার কাছে থেকে আশা করছি , যেমন কিছু হাই কোয়ালিটি ফোরামের লিংক , মেটা ট্যাগ বসানো । যারা এক্স্পার্ট তারা ইচ্ছে করেই এগুলো এড়িয়ে যান , হয়তো ধরে নেন সবাই এমনিতেই বুঝবে । কিন্তু নতুনদের ক্ষেত্রে প্রায় ই অনেক সম্যসা হয় । আর হ্যা , দয়া করে এভাবে টিউন করা ছেড়ে দেবেন না । কারণ আপনারাই আমাদের শেষ ভরসা । আমি SEO সম্পর্কে যতটুকু জানি সব ই টেকটিউনসের কল্যানে । আর আপনারাই যদি ছেড়ে চলে যান তাহলে তো আমাদের জানাও অসম্পুর্ন রয়ে যাবে ….. 🙁 🙁

    @ক্রিস্টাল হার্ট: ভাই লিংক বিল্ডিং সম্পর্কে আমি এখনও সম্পূর্ণ আলোচনা করি নি। যদি করতে যাই তাহলে একটা বই লিখা হয়ে যাবে। আর যদি টিটি তে থাকি তাহলে অবশ্যই এস ই ও এর সব ক্লিয়ার করে দিয়ে যাব। ছেরে যেতে ত ভাই ইচ্ছা করে না। এমনিতে বহুত কষ্ট করে লিখি। তারপর আবার পণ্ডিতরা পণ্ডিত ফলান। এই জন্য ছেড়ে যেতে ইচ্ছা করে। আজকের টিউন আমার লিখতে ভাল লাগছিল না। তারপর ও সবাই বলছে এই জন্য লিখলাম। লিংক বিল্ডিং সম্পর্কে। কারন এই টা নিয়ে আমি কোন বাংলা ব্লগে ভাল করে লেখা পাই নি। তাই করলাম।

দয়া করে ডুল্যান্সার ফুল্যান্সার দের কথায় কান দেবেন না । কয়েকদিন আগে দেখলাম একজন গর্ব করে বলছে SEO আর ব্লগিং শেখা নাকি কোনো ব্যাপারি ই না । চাইলে দুই দিনের মাথায় SEO শিখে ব্লগিং শুরু করা যায় SEO অথচ বানান টা ঠিক্ভাবে জানে কিনা সন্দেহ । কি আর বলবো , বলার ভাষা নাই 🙁

    @ক্রিস্টাল হার্ট: তা যা বলেছেন ভাই। কমেন্ট পড়ে মজা পাইলাম। তারে বইলেন গুগল তারে হ্যারিকেন জ্বালায়ে খুজতেছে। তা না হলে ম্যাট কাটস তার পেঙ্গুইন দিয়ে কান ধরে নিয়ে যাবে।

    Level 0

    ভাই না বলে পারলাম ন। আমার ৩ বছরের নেটের বয়সে কখনো গালি দেই নাই আজ দিব। চ্যাটের মাথা শেকপে। অরে কন আমার কাছে আসতে। এসইও কারে কয়, পাছার ছাল তুলে বুযোয়ে দেব। শালা, ২ দিনে এস.ই.ও ! হ পান্ডা অরে থাবড়ায়া এস.ই.ও শিহেবে।

Level 0

তফসির ভাই আসাধারন পোস্ট চালিয়া যান ভাই। ব্যাক লিঙ্ক নিয়া আরও লেখা চাই। ধন্যবাদ ।

    @buzzard: হ্যাঁ বেঁচে থাকলে সামনের পর্বে লিখব। আমার নাম ভাই তফসির না তাফসির। যাই হোক কোন ব্যাপার না।

thank you via for your nice tune…

please explain this
অ্যাংকর টেক্সট , বিবি কোডের

bb code must please..
thanks in advance.

    @damnamsogood: অবশ্যই লিখব। যদি সেই উপর ওয়ালা আমারে বাচাই রাখে। আর টিটি গুণীজনরা যদি আমার ঘাড়ে না লাগে।

Level 0

তাফসির আহমেদ ভাই, আমি এখানে নতুন। আশা করি আগামীতে আপনি আরও লিখবেন এবং আমি ও আমার মত নতুনরা কিছু শিখতে পারবে।

    @Masud Miah: নতুনদের শিখানোর জন্য ত টিটি তে আসছিলাম। টিটি ত আমারে টাকা দেই নি যে সেই জন্য লিখব। এমন কিছু লোক আছ যারা মনে করে তাদের মার্কেট প্লেস নষ্ট হয়ে যাচ্ছে। তারা এসে ঘাড়ের উপর চড়ে বসে কাইদা করে বাশ দেওয়ার জন্য।

অয়ালাইকুম আসসালাম আমরা ভাল আছি আপনি কেমন আছেন?
ভাই টিটি তে অনেক পন্ডিতের জন্য অনেক টিউনার হারিয়ে গেছে তাই আপনাকে বলি ঐ দিকে কান না দিয়ে আপনার লেখনি আপনি চালিয়ে যান আমরা আছি আপনার সাথে………
আর সাবধান করে দিচ্ছি সাবধানে পথ চলবেন এবং টিউন করতে দেরি করবেন না…… অপেক্ষায় রইলাম……………………………………………

    @সাইফুর রহমান: হা হা হা হা । আমি ভাল আছি সাইফুর ভাই। আমি জানতাম না। টিটি তে এমন করে। আমি সরল মনে লিখতেছিলাম। মনে হল কার মাথাই যেন আমি বাশ দিচ্ছি। আপনি যখন বলছে সাবধানে পথ চলতে, চলব। টিটি তে এখন গুনে গুনে পা ফেলতে হবে। কখন জানি কারোর আক্রমন এর শিকার হই। হা হা হা হা। লিখব আবার খুব তাড়াতাড়ি।

“আমার আসলে টেকটিউনস এ লেখার মত মন আর নেই। আমি জানি টেকটিউনসে অনেক বড় বড় এস ই ও অপটিমাইজার আছে।তাই বলে এই না যে আমি কিছু জানি না। আপনাদের যদি টিউন ভাল না লাগে আজকে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আমি আর টিউন লিখব না।”

টেকটিউনসে বড় বড় এস ই ও এক্সপার্ট থাকতেই পারে কিন্তু আপনার মতন মূল্যবান সময় ব্যয় করে নিঃস্বার্থ ভাবে পোস্ট লেখার মন মানসিকতা হয় তো বা সবার নেই। আমি মনে করি সেই ব্যক্তিই সব থেকে বেশি জ্ঞানী যে, নিজের জ্ঞান অন্যদের সাথে শেয়ার করে। যাই হোক আপনার লেখার মান অনেক ভালো। চালিয়ে যান। ধন্যবাদ।

মোডারেটর দের ধন্যবাদ ।এরকম হলেই ব্লগের স্পামার দের যদি বোধোদয় হয়।

Level 0

vaiya prothome salam niben.asa kori valoi aasen.ami vaya mobile theke (so poor browsing&writting) net surfing kori,bangla font e likte parlam na bole sorry.
Uporer comments gula sotti amar moner kotha.vaya amar freelancing korar khub shok,but taar theke besi shokh programming and developing shekhata.english pdf file paoya sohoj bt bangla te paoya duskor.tao aabar mobile e khub kosto kore dekhte hoy.
Sry self bisoye onek kisu likhlam,aasole vaya ami bolte chai aapni plz lekha bondho korben na.ta hole onek kosto pabo..amader jonno 1tu kotu kotha sunte parben na?karon younger brother der 1tu facility to ditei hoy.jahok vaya plz lekha bondo krben na..plz plz plz.thanks

আমি জানতে চাচ্ছি সঠিক কি word টা কি? সবাই সুধু কি ওয়ার্ড, কি ওয়ার্ড বলে কিন্তু কেউ আর কি ওয়ার্ড লিখে বলে দেয় না যে কোন গুলু কি ওয়ার্ড । মনে করুন, নতুন সফটওয়্যার ডাউনলুড । আমি জানতে চাচ্ছি এখানের মধ্যে কি ওয়ার্ড কোনটা ?

    @প্রতিবাদী মাস্টার: হা হা হা। মজার একটা প্রশ্ন করছেন। এটাই কি-ওয়ার্ড। গুগল যদি কেউ সার্চ দেই “New Software Download” তাহলে আপনার সাইট যদি উপরে এসে তাহলে ওই কি- ওয়ার্ড টা হচ্ছে আপনার। আপনার সাইট আর জন্য ওই কি- ওয়ার্ড অ্যাপ্লাই করা হয়েছে। তবে দেখে নিতে হয় যে এই কি- ওয়ার্ড প্রতি মাসে কত লোক সার্চ দেই। আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি।

Level 0

mr tafsir apnar lekha te enough information ase. jeta apni free te diye dissen seta onek moderator er vat marte pare jara seo niye kaj kore, t t er ekjon moderator ase jini SEO specialist, alltime unake dekhi kobe koto income korsen seta bole berate. unar fb page ekdin deksilam, phn dhorte parinai, busy silam, kajer chap esob bole vab mara sara kisu deklam na. jai hok apnake thanks sundor post er jonno.

    @listener: নাহ কি সব বলেন। টিটি আর মোডারেটর রা অনেক ভাল। তারা আমাকে কখনো এমন কিছু বলি নি। খামাখা তাদের দোষ দিয়ে কোন লাভ নেই। আর তারা অনেক বড় মাপের মানুষ। তাই তারা বিজি থাকতে পারে এইটাই স্বাভাবিক। তারা কত টাকা ইনকাম করছে এটা জানানোর মাধ্যমে মানুষ কে ফ্রীলাঞ্ছিং এর দিকে আগ্রহী করে তোলে। আপনার তাদের এই দিকটা একটু পজেটিভ নেন। তাহলে ভাল লাগবে। সুন্দর এবং মার্জিত কমেন্ট করার জন্য ধন্যবাদ।

      Level 0

      @তাফসির আহমেদ: নিজের কাজ ছেড়ে এখন কি সমাজ সেবা করে বেড়াতে হবে 🙁 অনেকের কথায় তাই মনে হয় তাফসির ভাই। যখন তখন নক করে বলে সাইটের তালিকা দেন এটা দেন সেটা দেন। কোথায় পাত্তয়া যাবে সেটা বলে দিলেও ঝামেলা। তাদের ওডেস্কের কাজ কিভাবে করবে সেটা নিজের কাজ বাদ দিয়ে শিখিয়ে দিতে হয়। সবারই ব্যক্তিগত জীবন রয়েছে। এটা বোঝার মত ক্ষমতা নেই অনেকেরই।

      নিয়মিত টিউন করবেন আশাকরি।

        @swordfish: আপনার কথা ঠিক আছে মাহবুব ভাই। কিন্তু সবাইকে একটু সময় দেওয়া উচিত। যেহেতু আপনি একজন অনলাইন বিষয়ের বুঝার মানুষ। অনেকে আপনাকে সন্মান করে + ভালবাসে।তাই আপনার তাদেরকে একটু সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। ব্যক্তিগত ভাবে আমি ও আপনাকে পছন্দ করি। তাই সবার দিকটা একটু দেখবেন। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। কষ্ট করে সময় দিয়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ। আর দেখি আমি আপনার কথা কততুকু রাখতে পারি। ভাল লাগলে নিয়মিত টিউন করব।

অনেক ভাল হয়েছে তাফসির ভাই। প্লিজ অন্যদের বাজে কথাই কিছু মনে করবেন না। এই খানে অনেকে আশে ভাল কাউকে হেও করার জন্য। আপনার টিউন্স অনেক ভাল হচ্ছে। ধন্যবাদ আমাদের সমই দেয়ার জন্য।

    @জিশান আহমেদ: বাজে কোথাই কান দিলে এই টিউন টা করতাম না। টিউন ভাল লাগছে শুনে আমারও ভাল লাগলো। ধন্যবাদ কমেন্ট করার জন্য

Level 0

vai apnake oneck donnobad apnar tune ar jonno .vai ami apnar poroborti tune opeckai roi lam.doyakora likben .karon apnar leka pora oneck kisu busta parsi.age to kisui bustam na ontato akhon oneck kisui busta pari.

    @kousar: ঠিক আছে ভাই। চেষ্টা করব আপনার কথা সহ আরও অনেকের কথা রাখতে। কিছু বুঝতে পারছেন শুনে ভাল লাগলো।

Level 0

ভাইজান
ব্লগ কমেন্ট – ১০০ টা সাইট লিস্ত দিবেন
ফোরাম পোস্টিং – ১০০ টা সাইট লিস্ত দিবেন

আর অবশই এগুল ইনস্ট্যান্ট আপ্প্রভ সিগনেচার হতে হবে।
please.

Level 0

ভাইজান পরের টিউন কবে পোস্ট করবেন পেটে অনেক খুদা ………………

    @xhmx: হা হা হা। দিব খুব তাড়াতাড়ি। চিন্তার কিছু নেই। খুদা বেশি লাগলে বেশি খাওয়া যাবে।

Level 0

Pls. help me!! What is back link banner & how ti make it. As soon as possible.

ভাই মাথা গরম করে কি লাভ। এক দুই জন লোক থাকবেই খোচা দেওয়ার জন্যে। ১/২/৩ হাজার বার পড়া হয়েছে এই নোটিফিকেশন এমনি আসে না। সবাই আপনার টিউন পড়ে, পড়ে কাজে লাগে সবার, একদুইজনের কটু কথার জন্য আমরা হাজার হাজার পাঠক শিখা থেকে বন্চিত হবো কেন? আমাদের জন্য আপনি আরো লিখবেন।
আর টেকটিউনে নতুন নিবন্ধন বন্ধ আছে মনে হয় তাই সকলে মন্তব্য করতে পারে না যারা টিউনের পাঠক। যদি সহজে মন্তব্য করার সুযোগ থাকতো তাইলে শত শত মন্তব্য আসতো এতো ভালো টিউনে.
পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম।

    @আলমগীর: হুম আলমগির ভাই আপনার কথা ঠিক । আমি কেন ছেড়ে দিব লেখা। তাহলে ত আমি তাদের কাছে হেরে গেলাম। লিখব তাদের কে হারানর জন্য। মানুশের উপকারের জন্য। আপনার কথা শুনে আমার ভাল লাগছে। ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টর জন্য।

Level 0

ভাই plz আবার লেখা শুরু করেন। আপনার লেখা পরে অনেক শিখে ছিলাম কিন্তু এখন মাঝ পথে এসে কি সব শেষ হয়ে যাবে? তা না হলে অন্য কোন ব্লগ এ লিখেন সেখানে গিয়ে আমরা আপনার লেখা পরবো। plz ভাইয়া হাজার হাজার পাঠক আপনার দিকে তাকিয়ে আছে………।।

Level 0

আচ্ছা। seo te getway page name ekta kotha ase. janen bodh hoy! ar, je site gula media download jatio and nijer host server nai, tader to onek external link. mane, dhorun ekta post ja kina ekta ganer album download. album gular sob gan gula rakha ase mediafire e. tobe ei type er site ke kemon kore seo korben. ete nai.
1. less outgoing link.
2. no chance of keyword research
3. no chance to give keyword withn link.
4. no chance to make article longer.
5. no chanch to add discription.
6. if i write some keyword for this page, i need to write them in top or bottom. and it call “keywort distny” that b.h. seo.
7. large number of outgoing link that linked to cloud server.
8. very high competition.
9. high bounch rate.
aro ontoto 20 ta problem ase. ami apnader moto expart na. tobe ami ei porjonto alherabd.com er sob. seo.org er maximam, leadsleap.com er sob o aro dozon khanek site er tutorial poresi.
ete ami post er formula peyesi. ami sob gula post eki style and eki format e sajayesi. kintu jani na. hotat kore keno 2-1 ti page search e uporer dike jay! hoy sob gula jabe na hoy ektao dorkar nai. pondit mosai! eta keno hoy? solusion chay!

    @cockroach: ভাই আপনি ত দেখছি এস ই ও বস। আমি বয়রা থাকি। আপনি যদি পাবলিক কলেজে পড়েন। তাহলে আপনার পায়ের ধূলি নেওয়ার জন্য কি আমাকে একটু সময় দেওয়া যায়। যদি সময় হয় আপনার তাহলে একটু বলেন। আমি খুব এস ই ও ভক্ত। তাই এস ই ও গুরুদের একটু পায়ের ধুলা নেওয়ার জন্য তাদের পিছে পিছে ঘুরি। দয়া করে আমাকে বঞ্চিত করবেন না এই অভাগা ছেলেটাকে।

    @cockroach: আর কি এসেই এক্সপার্ট এর সাথে দেখা মিলল। কি কপাল আমার। এখন ইংরেজি ঠিক মত লিখতে পারে না আবার উত্তর চাই। দেখলাম, পড়লাম, বুঝলাম এবং জানলাম। না জানেও বস সাজা যায়। আবার কয় আমি অমুক জায়গা থেকে পড়ছি। আমি মনে হয় এক আর দশের ভিতর পার্থক্য ভুলে গেছি। অবুঝ শিশু তো। কি এক ডিপার্টমেন্টের কথা কইল যার নামও ভুল কইল। শুরু করি ABCDEFGHIJKLMNOPQRSTUVWYZ. X টা মনে হয় কোন কারনে ভুল করছি।
    আসুন আমরা প্রথম ক্লাস থেকে শুরু করি।

    ১*১= ১। গেটওয়ে পেজ (Gateway page) একটা পুরা টপিক এর নাম কোন কথা নয়।
    ১*২=২। less outgoing link কি ? আমি জানি Outbound Link নামে একটা টপিক আছে। অবুঝ শিশু হওয়ার কারনে বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে, আপনি কম Outbound Link এর কথা বলার চেষ্টা করেছেন। আমি আসলে Outbound Link সম্পর্কে তেমন জানি না তো, আপনি যদি বলতেন তাহলে আমি অবুঝ শিশু হইতে উপরে উঠতে পারতাম। তবে হ্যাঁ একটা রিকুয়েস্ট, দয়া করে কোন ধরনের সাইট থেকে কপি করবেন না। কারন আমি একটু আবার গুগল এর ব্যবহার জানি।
    ১*৩=৩। আমি একটা জেমসের গান শুনেছিলাম ( বাবা কততদিন দেখি না তোমায়)। আজকে মনে পরল বাবার গুরুত্ব কতটা । আমি আবার একটু উদাহরন দিই তো । আপনি যদি কি-ওয়ার্ড রিসার্চ এর নার্সারি গাইড টা পড়তেন তবে আপনি এই বিষয়টার উত্তর নিজেই দিতে পারতেন। ধরে নিলাম, আপনি পারেন, শুধু পারেন-ই- না চরম মাত্রায় পারেন। কোন একজন ভদ্র লোক বলে গেছেন ” নিজে যারে বড় বলে, বড় সে নয়
    লোকে যারে বড় বলে বড় সে হয়”
    আশা করি উদাহরন টা আপনার জন্যই প্রযোজ্য কিন্তু আমি শিওর আপনি এটা থেকে কিছুই শিক্ষা নিতে পারবেন না। ঠিক আছে, ধরলাম আপনি শিক্ষা নিলেন। খুব মজা লাগলো। যদি বোঝেন কমেন্ট তো করবেন-ই না বরং গুণীজনদের সন্মান দিতে শিখবেন। নইত গুণীজন হওয়ার চেষ্টা করবেন। যাতে আপনার টিউনে আপনার মত-ই কমেন্ট আশা করতে পারেন।
    ১*৪=৪। আমার স্বল্প জ্ঞানে এটাকে keyword withn link বলে না। অ্যাংকর টেক্সট বলে। অ্যাংকরে যদি আপনি কি- ওয়ার্ড ব্যবহার করতে চান তবে আপনার নিশ্চয় এইচটিএমএল এর সম্পর্কে ধারনা থাকতে হবে। তবে নার্সারি লেভেলের এইচটিএমএল হলেও চলবে। অ্যাংকরে ২ ভাবে লিঙ্ক ব্যবহার করতে পারবেন। (১) Rel=Nofollow এবং (২) Rel=Nodofollow. যাই হোক এর থেকে সহজভাবে বলার ক্ষমতা আমার নেই। যেহেতু আমি অবুঝ শিশু।
    ১*৫=৫। সবাই জানে ডাউনলোড সাইট এ বড় কোন আর্টিকেল থাকে না।
    উফ!!!!!!!! ফাকা মাঠে বুলি ছড়ায়ে আর কি লাভ। ভুলে গেছিলাম যে, ফাকা কলসি বাজে বেশি, ভরা কলসি…………
    আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। যদি না পান তবে আপনার কলসি টা ভরার চেষ্টা করেন। আচ্ছা রেফারেন্স লাগবে……এই টিউনারের-ই ( তাফসির আহমেদ ভাই এর) সিরিয়াল অনুযায়ী পড়ে নিবেন।

    ধন্যবাদ

      @শিশু অবুঝ: শিশু অবুঝ: ভাই আপনি যদি অবুঝ শিশু হন তাইলে আমি ফিডার খাও শিশু। এই যদি হয় অবুঝ শিশুর কথা না জানি বুঝ শিশু ( cockroach) কত কিছু জানে ? অবুঝ শিশু আমি জানি না আপনি কে ? তবে ভাই একটা প্রশ্ন এত সুন্দর করে আপনি কমেন্ট টা সাজালেন কিভাবে ? অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর কমেন্ট এর জন্য।

Level New

Tafsir, I want to thank you first for your post.
I am reader and fan of your post.
I think your are disturbed for someone’s comment.
I want to tell you that you are doing a good job by helping us about seo.
Keep doing this.
I think when you know that you are doing a good thing, you don’t need to give attention to unusual comments. You are writing for new comer like me and I am thinking you.

    @Fazle Rabbi: আপনার কমেন্ট টা পড়ে সত্যি খুব ভাল লাগলো। আমি লিখব। এই কথা আপনাকে দিচ্ছি।

Level 0

বেশকিছু দিন ধরে এই লাইনে চেষ্টা করে যাচ্ছি কিস্তু কোন ব্যাক লিংক পেলামনা।।।

    @Akto Alada: তাহলে বলব যে, এইটা আপনার চরম ব্যর্থতা। আপনি যদি গনহারে ব্যাকলিঙ্ক করেন তাহলে তো ব্যাকলিঙ্ক পাবেন না। ব্যাকলিঙ্ক পেতে লজিক খাটাতে হবে। সার্চ টার্ম শিখতে হবে। তাহলে ব্যাকলিঙ্ক পাওয়া যাবে।

ভাই ভালই লিখেছেন। তবে আপনি যদি একটু এখানের বড় ভাইদের জন্য লিখতেন তবে ভাল লাগত… আমি আপনার প্রতিটা টিউনই পড়েছি। তবে আপনি যদি আরও একটু পরিস্কার করে দিতেন, তবে আসাধারন হত।

    @শিশু অবুঝ: আসলে অবুঝ শিশু ভাই আমি লিখছি বেসিক লেভেলের এস ই ও। এক্সপার্ট এস ই ও শিখাচ্ছি না। আমি যদি এর থেকে কঠিন ভাশাই বা বিস্তারিত লিখি তাহলে নতুনরা আর এস ইও শিখতে চাইবে না। কারন ভয় পাবে। আগে বেসিক শিখুক। এরপর তারা নিজেরাই এডভান্স লেভেলে যেয়ে পড়া লেখা করবে। প্রথমে এস ইও এর মজা টা তাদের ভিতর ঢুকানোর চেষ্টা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

এস ই ও এর উপরে অনেক আরটিকেল পড়েছি।তবে কোথাও এত সুন্দর করে সাজানো পাইনি।Thanks Tafsir Vi .Hats off

চমৎকার লিখেছেন।ধন্যবাদ