অল ইন ওয়ান SEO [পর্ব-০৩] :: – ”white hat vs black hat”

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হোইট হ্যট এন্ড ব্লাক হ্যট এসইও নিয়ে। আশা করি এইটি আপনাদের উপকারে আসবে। আজকে আমি অতি সংক্ষেপে বিষয়গুলো বুঝানোর টচষ্টা করবো। তাহলে শুরু করা যাক?

 

 

 

 

 


 

 

 

 

 

White hat SEO:

সংক্ষেপে White hat SEO বলতে সার্চ engine বান্দব SEO Optimization করা কে বুঝায়। SEO Optimization এর ক্ষেতে Search engine গুলোর নিয়ম কানুন মেনে যে SEO করা হয় তাকে White hat SEO বলে। যেমন: Link farms, Hidden text, clocking, spamming, Links baying or selling ইত্যাদি থেকে বিরত থেকে SEO করা কে White hat SEO বলে। আর আপনি যদি এই সব বিসয় থেকে বিরত থাকেন তাহলে আমাদের Panda মামার কাছে থেকে ও মুক্তি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন।

Black hat SEO:

Black hat SEO বলতে White hat SEO এর উল্টো বা Search engine গুলোর নিয়ম কানুন না মেনে সাইট অপটিমাইজেশন করা কে Black hat SEO বলে। আপনার সাইটের রাংকিং বৃদ্ধি করার জন্য আপনি যদি Link farms, Hidden text, clocking, spamming, Links baying or selling, তিনের অধিক একই কী=ওর্য়াড ব্যবহার করা, টাইটেল ট্যাগ বড় করে লেখা, টাইটেল ট্যাগ এ তিনের অধিক একই কী=ওর্য়াড ব্যবহার করা, Description এ তিনের অধিক একই কী=ওর্য়াড ব্যবহার করা, আর্টিকেল গুলো বেশি পরিমানে কপি পেষ্ট করা, একই আর্টিকেল দুই তিনবার পোষ্ট করা, বেশি পরিমানে আর্টিকেল এ Anchor text back links ব্যবহার ইত্যাদি করে থাকেন তাহলে এটাকেই Black hat SEO বলে। Black hat SEO একটি সাইটের জন্য বিপদ ডেকে আনতে পারে। আপনার সাইটি SEARCH ENGINE গুলো থেকে বাদ পড়তে পারে। তাছাড়া Panda মামা আপনার সাইট ধরে ফেললে তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে। তাই সকলের কাছে আমার একটাই অনুরোধ Black hat থেকে দুরে থাকুন। White hat ভালোবাসুন ভালো থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। যদি উপরের কোন বিষয় সর্ম্পকে না বুঝেন তাহলে কমেন্টস করবেন আমি আপনাকে জানানোর চেষ্টা করবো।

\

আল্লাহ হাফেজ

ENJOY……………..

Level 0

আমি মো: জাকির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অত্যন্ত অমূল্যবান ! জীবনে কাউকে কখোনো সাহায্য করতে পারিনি ! আমি একট অপধার্থ ! শুধু এই ব্লগ থেকে অন্য ব্লগে দৈাড়াতে শিখেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটাই বুঝতে পারতেছিলাম না গতকাল আর আপনি আজ সেটা নিয়ে এলেন। অনেক ধন্যবাদ। 🙂

white hat seo & only onpage Seo dia ki page rank barono somvod kina?
red had ki??
thanks for your tune.

Level 0

৩ এর অধিক জিনিসটা ঠিক বুঝলাম না। যেমন একই ফোরামে সর্বচ্চ ৩ নাকি সব মিলিয়ে ৩?
Panda মামা আমার সাইটকে ধরলে বোঝার কি কোন উপায় আছে?
*আপনার একটা বানান ভুল: cloaking হবে। it is not clocking*

এ টিউন দিয়ে অনেক কিছু জানলাম। অনেক অনেক ধন্যবাদ!

Thank you for share your good post.