শ্রদ্ধেও Tuners ,
প্রথমেই আমার সালাম ও শুবেচ্ছা গ্রহন করবেন। আমি Web Design শিখতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। আমি ইতিমধ্যে "HTML-4 For Dummies 4th edition" নামক বইটি পড়েছি, ও HTML এর উপর BASIC কিছু ধারনা জন্মেছে। আমার HTML জ্ঞান এর সামান্য কিছু অংশ তুলে ধরলাম নিচে.........
বিঃদ্রঃ ভাই-জানরা আমাকে খারাপ ভাববেন না, আমি Just HTML Coding Test করেছি তাছাড়া আর কিছুই নয়। এই নামে আদেও কোন Website কখনও ছিল না আর ভবিষ্যতেও থাকবে না।
ভাই আমার HTML জ্ঞান কতটা Strong হইছে এটা আপনাদের বোঝানোর জন্য Screen Shot টা দিলাম। আমার কি HTML নিয়ে আরও Research করা লাগবে, না এখন আমি অন্য Step (E.G: php/MySQL/CSS) এ যাওয়ার উপযুক্ত হয়েছি? আর তাছাড়া Web Design শেখার জন্য আর কোন কোন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন আমাকে একটু দয়া করে জানাবেন, Please.....& Urgent
আমি bechitra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
CSS টা শুরু করা উচিত। আর HTML/CSS দ্বারা কিভাবে webpage optimization করা যায়, সেটাও দেখে রাখা ভাল।