আসসালামালাইকুম, আমি ভাল আছি আপনি কেমন আছেন ? জানাতে কিন্তু ভুলবেন না। এই টিউনটা একটু আগে আগে লিখে ফেললাম। অনেকদিন পর কলেজ না যেয়ে ঘুমালাম। ঘুম থেকে উঠে ভাবলাম আজকে আমার কাজ নেই। আর কইদিন পর ত পরিক্ষা। সুতরাং এখন লিখে ফেলাটা সবচেয়ে ভাল হবে। পরবর্তী টিউন লিখতে একটু দেরি হবে। আর সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আমার জন্য। আশা করি আপনাদের ভালই হবে।
আর আমি আপনাদের সার্চ ইন্জিন অপটিমাইজেশন সম্পর্কে যতটুকু দেওয়ার প্রয়োজন তততুকু দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় বস্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর কাজ কম, কিন্তু এইটার আলোচনার বিষয় বস্তু অনেক বেশি। আজকে ভাবছিলাম গুগলে কিভাবে সার্চ দিতে হই সেইটা শিখাব। কিন্তু এই টা যদি আগে শিখাই আপনারা কিছু বুঝতে পারবেন না ( নতুন দের জন্য), কারন আপনাদের কে আগে সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর মূল বেজটা ধরতে হবে। এরপর সার্চ সম্পর্কে আলোচনা। আজকে মূলত আলোচনা করব অনপেজ অপটিমাইজেশন এর অফপেজ অপটিমাইজেশন সম্পর্কে।
অনপেজ আসলে কোন একটি ওয়েব সাইট এর মধ্যে যে অপটিমাইজেশন করা হই, সেইটা হল অনপেজ অপটিমাইজেশন । বিষয়টা এমন যে যখন কোন ওয়েব সাইট এর ডিজাইন করা হই তখন এর ভিতরে কিছু সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর কাজ করতে হই,এই কারনে করতে হই যে সার্চ ইঞ্জিন যেন আমার সাইট টা খুজে পাই। এখন কিন্তু বিষয়টা আমি পরিষ্কার করে দিলাম। যদি ও একটু বুঝতে কষ্ট হবে আমি জানি, তারপর ও বলছি আরও ২-৩ টা ব্লগ পড়েন। একেবারে পরিষ্কার হয়ে যাবেন সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর অনপেজ সম্পর্কে । আমি যখন কাজ দেখাব তখন একেবারে পানির মত পরিষ্কার হয়ে যাবে।
অফপেজ অপটিমাইজেশন অনপেজ অপটিমাইজেশন এ কে ফলো করে। এর মানে সাইট যত বেশী ভিজিট হয় তার মূল্য সার্চ ইঞ্জিনের কাছে তত বাড়ে। তাই বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে একটি সাইটের ভিজিট বাড়ানো অফপেজ অপটিমাইজেশনের মধ্যে পড়ে। আমি অবশ্য ভাল সংজ্ঞা দিতে পারি না। কিন্তু বুঝানর চেষ্টা করি। আশা করি অনপেজ এর অফপেজ সম্পর্কে আপনাদের বুঝাতে সক্ষম হব। আর না বুঝাতে পারলে গালি দিয়েন না।
যাই হোক এখন অনপেজ অপটিমাইজেশন আর অফপেজ অপটিমাইজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনপেজের অপটিমাইজেশন জন্য আর অফপেজের অপটিমাইজেশন জন্য কি কি করা লাগে সেই সম্পর্কে কিছু বলব।
অনপেজ অপটিমাইজেশন হচ্ছে সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এইটার ব্যবহার যদি কোনরকম ত্রুতি হই তাহলে সার্চ ইঞ্জিন আপনার সাইট খুজে বের করতে হেল্প করবে না। তাই এইটার ইউটিলাইজ করতে হবে সঠিকভাবে। অনপেজের মধ্যে যে বিষয় গুলা বিদ্যমান। নিচে দেওয়া হল।
অফপেজ অপটিমাইজেশন প্রচুর পরিমানে ট্রাফিক বা ভিজিটর এবং সাইট কে সার্চ ইঞ্জিন এর উপরে আনার জন্য সাহায্য করে। এই জন্য অফপেজ অপটিমাইজেশন এর গুরুত্ব টা এত বেশি।অফপেজ অপটিমাইজেশন এর মধ্যে রয়েছে সব গুরুত্বপূর্ণ বিষয়। অনপেজ অপটিমাইজেশন হচ্ছে সাইট যখন নতুন তখন এর গুরুত্ব অনেক বেশি, কিন্তু সাইট যখন পুরান হয়ে যাই তখন অফপেজ অপটিমাইজেশন ছাড়া সাইট একেবারে অচল। এখন দেখি অফপেজ অপটিমাইজেশন এর মধ্যে কি আছে।
আরও আছে। অনেক গুলা আছে আমার লিস্টে।এত দরকার নেই আমদের। সব যদি জানাই দেই তাইলে ত কেউ এর আসবে না আমার কাছে জিজ্ঞেস করতে। হা হা হা হা হা। আশা করি যত গুলা লিস্ট দিছি কেউ কোনদিন আপনাদের সামনে এসে চ্যালেঞ্জ করতে পারবে না। আরও যখন কাজ দেখাই দেব, গ্যারান্টি দিলাম বাংলাদেশের কোন সার্চ ইন্জিন অপটিমাইজার আপনার সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখবে না। আমারে এত কিছু জানানোর জন্য আমার গুরু শ্রদ্ধেয় বিপ্লব স্যার এর কথা যদি না বলি আমার মনে হই সবচেয়ে বড় পাপ হবে। আমি তার কাছে সারাজিবন কৃতজ্ঞ থাকব। আমার লাইফ টা সে পরিবরতন করে দিছে। যাই হোক পার্সোনাল কিছু কথা বলে ফেললাম। আমি সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর উপর প্রাই ২০-২২ টা বাংলা ব্লগ পড়েছি। কিন্তু আমি যে ভাবে সাজিয়ে আপনাদের কে দিচ্ছি কোন ব্লগে এই ভাবে সাজিয়ে দেই নি, শুধু সাজিয়ে না কোন প্রকার বিস্তারিত পাই নি। আমি যে ৬ টা টিউন করছি, আপনারা যদি এই ৬ টা টিউন ভাল ভাবে পড়েন থাকেন তাহলে আপনারা সার্চ ইন্জিন অপটিমাইজেশন সম্পর্কে ১০% জেনে গেছেন।
আলোচনা কেমন লাগল জানাতে কিন্তু ভুলেন না। যদি কোন প্রকার সমস্যাই পড়েন তাহলে আমদের ফেসবুক গ্রুপে এসে বলবেন।গ্রুপে আসার পূর্বে অবশ্যই গ্রুপের নীতিমালাটা পড়ে নিবেন। কারন আমাদের গ্রুপে খুব কড়াকড়ি ভাবে নিয়ম মেনে চলা হই। নীতিমালা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী ব্যান করা হয়।
গ্রুপ এর ঠিকানাঃআউটসোর্সিং অফ বাংলাদেশ
***আউটসোর্সিং এর সব মারাত্মক খবর জানতে এই পেজটা লাইক মারেন।***
আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হা ভাই ,
আস্তে আস্তে আমার মাথার ভিতর sco ঢুকতেছে ,এখন মনে হয় পারবো ।