সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-০৬] :: SEO এর মারাত্মক কিছু আলোচনা-০২

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র

আসসালামালাইকুম, আমি ভাল আছি আপনি কেমন আছেন ? জানাতে কিন্তু ভুলবেন না। এই টিউনটা একটু আগে আগে লিখে ফেললাম। অনেকদিন পর কলেজ না যেয়ে ঘুমালাম। ঘুম থেকে উঠে ভাবলাম আজকে আমার কাজ নেই। আর কইদিন পর ত পরিক্ষা। সুতরাং এখন লিখে ফেলাটা সবচেয়ে ভাল হবে। পরবর্তী টিউন লিখতে একটু দেরি হবে। আর সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আমার জন্য। আশা করি আপনাদের ভালই হবে।

আর আমি আপনাদের সার্চ ইন্জিন অপটিমাইজেশন সম্পর্কে যতটুকু দেওয়ার প্রয়োজন তততুকু দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় বস্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর কাজ কম, কিন্তু এইটার আলোচনার বিষয় বস্তু অনেক বেশি। আজকে ভাবছিলাম গুগলে কিভাবে সার্চ দিতে হই সেইটা শিখাব। কিন্তু এই টা যদি আগে শিখাই আপনারা কিছু বুঝতে পারবেন না ( নতুন দের জন্য), কারন আপনাদের কে আগে সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর মূল বেজটা ধরতে হবে। এরপর সার্চ সম্পর্কে আলোচনা। আজকে মূলত আলোচনা করব অনপেজ অপটিমাইজেশন এর অফপেজ অপটিমাইজেশন সম্পর্কে।

  • অনপেজ অপটিমাইজেশন কি ?

অনপেজ আসলে কোন একটি ওয়েব সাইট এর মধ্যে যে অপটিমাইজেশন করা হই, সেইটা হল অনপেজ অপটিমাইজেশন । বিষয়টা এমন যে যখন কোন ওয়েব সাইট এর ডিজাইন করা হই তখন এর ভিতরে কিছু সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর কাজ করতে হই,এই কারনে করতে হই যে সার্চ ইঞ্জিন যেন আমার সাইট টা খুজে পাই। এখন কিন্তু বিষয়টা আমি পরিষ্কার করে দিলাম। যদি ও একটু বুঝতে কষ্ট হবে আমি জানি, তারপর ও বলছি আরও ২-৩ টা ব্লগ পড়েন। একেবারে পরিষ্কার হয়ে যাবেন সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর অনপেজ সম্পর্কে । আমি যখন কাজ দেখাব তখন একেবারে পানির মত পরিষ্কার হয়ে যাবে।

  • অফপেজ অপটিমাইজেশন কি ?

অফপেজ অপটিমাইজেশন অনপেজ অপটিমাইজেশন এ কে ফলো করে। এর মানে সাইট যত বেশী ভিজিট হয় তার মূল্য সার্চ ইঞ্জিনের কাছে তত বাড়ে। তাই বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে একটি সাইটের ভিজিট বাড়ানো অফপেজ অপটিমাইজেশনের মধ্যে পড়ে। আমি অবশ্য ভাল সংজ্ঞা দিতে পারি না। কিন্তু বুঝানর চেষ্টা করি। আশা করি অনপেজ এর অফপেজ সম্পর্কে আপনাদের বুঝাতে সক্ষম হব। আর না বুঝাতে পারলে গালি দিয়েন না।

যাই হোক এখন অনপেজ অপটিমাইজেশন আর অফপেজ অপটিমাইজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনপেজের অপটিমাইজেশন জন্য আর অফপেজের অপটিমাইজেশন জন্য কি কি করা লাগে সেই সম্পর্কে কিছু বলব।

অনপেজ অপটিমাইজেশনঃ

অনপেজ অপটিমাইজেশন হচ্ছে সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এইটার ব্যবহার যদি কোনরকম ত্রুতি হই তাহলে সার্চ ইঞ্জিন আপনার সাইট খুজে বের করতে হেল্প করবে না। তাই এইটার ইউটিলাইজ করতে হবে সঠিকভাবে। অনপেজের মধ্যে যে বিষয় গুলা বিদ্যমান। নিচে দেওয়া হল।

  1. কি- ওয়ার্ড রিসার্চ,
  2. কনটেন্ট,
  3. মেটা ট্যাগ এবং মেটা ডিস্ক্রিপশন,
  4. গুগল সাইট ম্যাপ,
  5. XML সাইট ম্যাপ । আরও বেশ কিছু আছে। কিন্তু এই গুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কইটা জিনিস জানতে পারলে অনপেজ অপটিমাইজেশন এর জন্য আর কিছুর প্রয়োজন নেই।

 অফপেজ অপটিমাইজেশনঃ

অফপেজ অপটিমাইজেশন প্রচুর পরিমানে ট্রাফিক বা ভিজিটর এবং সাইট কে সার্চ ইঞ্জিন এর উপরে আনার জন্য সাহায্য করে। এই জন্য অফপেজ অপটিমাইজেশন এর গুরুত্ব টা এত বেশি।অফপেজ অপটিমাইজেশন এর মধ্যে রয়েছে সব গুরুত্বপূর্ণ বিষয়। অনপেজ অপটিমাইজেশন হচ্ছে সাইট যখন নতুন তখন এর গুরুত্ব অনেক বেশি, কিন্তু সাইট যখন পুরান হয়ে যাই তখন অফপেজ অপটিমাইজেশন ছাড়া সাইট একেবারে অচল। এখন দেখি অফপেজ অপটিমাইজেশন এর মধ্যে কি আছে।

  1. ব্যাক লিঙ্কিং,
  2. আর্টিকেল রাইটিং,
  3. অ্যাংকর টেক্সট,
  4. ব্লগ কমেন্ট,
  5. ফোরাম পোস্টিং,
  6. সোশ্যাল বুকমারকিং,
  7. ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং ,
  8. আর্টিকেল সাবমিশন,
  9. ডিরেক্টরি সাবমিশন,
  10. লিঙ্ক হুইল,
  11. লিঙ্ক এক্সচেন্জ ,
  12. RSS সাবমিশন,
  13. Review Site সাবমিশন,
  14. Classified সাবমিশন,
  15. সার্চ ইঞ্জিন সাবমিশন,
  16. প্রোফাইল পোস্টিং,
  17. CSS  সাবমিশন,
  18. ভিডিও পোস্টিং,
  19. ইমেজ পোস্টিং,
  20. পিডিএফ সাবমিশন ।

আরও আছে। অনেক গুলা আছে আমার লিস্টে।এত দরকার নেই আমদের। সব যদি জানাই দেই তাইলে ত কেউ এর আসবে না আমার কাছে জিজ্ঞেস করতে। হা হা হা হা হা। আশা করি যত গুলা লিস্ট দিছি কেউ কোনদিন আপনাদের সামনে এসে চ্যালেঞ্জ করতে পারবে না। আরও যখন কাজ দেখাই দেব, গ্যারান্টি দিলাম বাংলাদেশের কোন সার্চ ইন্জিন অপটিমাইজার আপনার সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখবে না। আমারে এত কিছু জানানোর জন্য আমার গুরু শ্রদ্ধেয় বিপ্লব স্যার এর কথা যদি না বলি আমার মনে হই সবচেয়ে বড় পাপ হবে। আমি তার কাছে সারাজিবন কৃতজ্ঞ থাকব। আমার লাইফ টা সে পরিবরতন করে দিছে। যাই হোক পার্সোনাল কিছু কথা বলে ফেললাম। আমি সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর উপর প্রাই ২০-২২ টা বাংলা ব্লগ পড়েছি। কিন্তু আমি যে ভাবে সাজিয়ে আপনাদের কে দিচ্ছি কোন ব্লগে এই ভাবে সাজিয়ে দেই নি, শুধু সাজিয়ে না কোন প্রকার বিস্তারিত পাই নি। আমি যে ৬ টা টিউন করছি, আপনারা যদি এই ৬ টা টিউন ভাল ভাবে পড়েন থাকেন তাহলে আপনারা সার্চ ইন্জিন অপটিমাইজেশন সম্পর্কে ১০% জেনে গেছেন।

আলোচনা কেমন লাগল জানাতে কিন্তু ভুলেন না। যদি কোন প্রকার সমস্যাই পড়েন তাহলে আমদের ফেসবুক গ্রুপে এসে বলবেন।গ্রুপে আসার পূর্বে অবশ্যই গ্রুপের নীতিমালাটা পড়ে নিবেন। কারন আমাদের গ্রুপে খুব কড়াকড়ি ভাবে নিয়ম মেনে চলা হই। নীতিমালা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী ব্যান করা হয়।

গ্রুপ এর ঠিকানাঃআউটসোর্সিং অফ বাংলাদেশ

***আউটসোর্সিং এর সব মারাত্মক খবর জানতে এই পেজটা লাইক মারেন।***

  আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুক এ আমি তাফসির

Level New

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হা ভাই ,
আস্তে আস্তে আমার মাথার ভিতর sco ঢুকতেছে ,এখন মনে হয় পারবো ।

    @nuruzaman: ভাল লাগলো আপনার কমেন্ট পড়ে। কিছু শিখতে পারলে আমার জন্য ভাল। আমি যে আপনাদের বুঝাতে পারছি এই টাই মার জন্য অনেক। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

আপনার কিছু কথার সাথে আমি দ্বিমত পেষণ করছি।
“আশা করি যত গুলা লিস্ট দিছি কেউ কোনদিন আপনাদের সামনে এসে চ্যালেঞ্জ করতে পারবে না। আরও যখন কাজ দেখাই দেব, গ্যারান্টি দিলাম বাংলাদেশের কোন সার্চ ইন্জিন অপটিমাইজার আপনার সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখবে না।”

আপনি কিভাবে এতো জোর গলায় বলতে পারলেন এই কথা সেটা আমার বোধগম্য নয়। আপনি কি জানেন এসকল কাজ ছাড়াও আরও অনেক উপায় আছে অফ পেজ অপটিমাইজেশন এ? ভাই কোন কিছু বলার সময় আগে পিছে ভেবে তার পর বলা উচিত। যাই হোক আপনার টিউনের জন্য ধন্যবাদ।

    @সজীব রহমান: সজীব রহমান ভাই এইটা দ্বিমত পোষণ করার মত কথা, আপনি কেন দ্বিমত পোষণ করবেন না। আমার টিউন টা সম্পূর্ণ নতুন্দের জন্য তাই আমি তাদেরকে উৎসাহিত করার জন্য এমন উৎসাহ মূলক কথা লিখছি। আমি যে একজন বড় সার্চ ইন্জিন অপটিমাইজার তা না। তাই যদি হতো তাহলে আমি গুগলে জব করতাম। যাই হোক কিছু মনে করেন না। হইত কথা টা অনেক বড় তারপর ও লিখছি। টিউনটা ভাল লাগার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

sozib rahman vai ami apnar sathe ekmot…
ami notun amar onek upokar hosse apnar tune theke but jene rakhben onekei ase j kina TT te post kore na but onek jane. TT te onek Boss ase aita mani but er baire o onek ase ata apni bodh hoy janen na… Sorry vai
apni kintu valoi likhsen… Thanks you very much. Go on..

    @Nazmul Hasan: আমি জানি টিটি তে অনেক বড় ভাইরা আছে যারা আমার থেকে অনেক কিছু জানে। কিন্তু তারা জেনেও লিখতে চাই না। এইটার জন্য অবশ্য কথাটা লিখা। কারন এই কথ লেখার সাথে সাথে তারা কমেন্ট করবে। এর তখন তাদের সাথে আমি যোগাযোগ করে আমি কিছু জেনে নিব। আমার স্বপ্ন অনেক বড়। একজন বড় সার্চ ইন্জিন অপটিমাইজার হওয়া। তাই সবার কাছ থেকে শিখার জন্য আমি অনেক ধরনের পলিছি অ্যাপ্লাই করি। এই টাও এক ধরনের আমার পলিছি । যাই হোক আপনার এই টিউনটা ভাল লাগার জন্য ধন্যবাদ।

ভালো হয়েছে

চালিয়ে যান ।

Level 0

odesk thaka kaj pawa buyer ar akta site .site ar jonno approve back link korta hoba minimum pr3 per backlink 5 tk kora paban.jara kaj janan tara shodo bet korban.

ami akti url disi keywords-all newspaper jobs http://www.alljobsbd.net/

sample diban and mobile num diban.
jokhon select hoban tokhon main url dibo.
e-Mail : [email protected]

ধন্যবাদ এতো সহজভাবে বিষয়গুলো তুলে ধরার জন্য।

আজ থেকে বিভিন্ন বাংলা ব্লগে এসইও সম্পকে জানা শুরু করলাম। আশা করছি বেসিকটা শিখে ফেলতে পারবো।

    @silentkhan007: আপনার কমেন্ট টা পড়ে ভাল লাগলো। এস ই ও যখন শিখতে চাইছেন তখন এই বিষয় নিয়ে আক্ত রিসার্চ করেন আশা করি ফলাফল ভাল পাবেন।

ভাই আপনাকে গুরু মানতে ইচ্ছা করছে । আপার সাজিয়ে লেখার ক্ষমতা অনেক । এত ভালো কিছু ক্ষ্ট করে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    @মোঃ তৌফিকুল ইসলাম: আপনার কমেন্ট পড়ে সত্যি অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপনার এত সুন্দর কমেন্ট উপহার দেওরা জন্য ।

Level 0

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
pressbarta