আমরা যখন কোন একটা সাইট বানই তখন সার্চ ইন্জিন অপটিমাজেশনের (SEO) জন্য সাইটের Title,Meta Description এগুলো দিয়ে থাকি।কিন্তু এসকল গুরুত্বপূর্ন বিষয়কে আমরা যদি সঠিক ভাবে ব্যবহার করতে না পারি তাহলে আশানূরুপ ফল পাওয়া সম্ভব নয়।তাই আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে SEO এর জন্য সুন্দর করে Title,Meta Description লিখতে হয়।
একটা সাইটের জন্য Title প্রধান বিষয় গুলোর মধ্য ১টি।সাইটের Title যত সুন্দর হবে বা যত সুন্দর করে আপনার সাইটের বিষয় গুলো Title এর মাধ্যমে উপস্থাপন করতে পারবেন ততই আপনার সাইটের জন্য ভালো।সাইটের টাইটেল লিখবেন যেভাবে
১।সাইটের Title যথা সম্ভব ৬৫ অক্ষরের মধ্যে রাখার চেষ্টা করুন।
২।Title লেখার সময় আপনার সাইটের সকল বিষয় বস্তুর তথ্য যেন Title এর মধ্যে থাকে সে দিকে লক্ষ্য রাখুন
৩। সাইটের Title এ ভালো ভালো কীওয়ার্ড দিন।
৪।আপনার বাছাই করা কীওয়ার্ডটি অবশ্যই টাইটেলের মধ্যে রাখুন।
৫।একই কীওয়ার্ড ৩ বারের বেশী ব্যবহার না করাই ভালো।এতে করে সাইট ইনডেক্স করার সুবিধা হয়।
৬।সাইটটের টাইটেলকে আরও আকর্ষনীয় করার চেষ্টা করুন।ধরুন আপনার সার্চ করার কীওয়ার্ডটি হল hindi movie 2010,এই কীওয়ার্ডের মাধ্যমে সার্চ করলে ২০১০ সালের সকল হিন্দি ছবির খবর পাওয়া যাবে।যদি আপনার সাইটটি এই কীওয়ার্ডটি মধ্যে ১ম পেজে থাকে,তাহলে একে আরো আকর্ষনীয় করার জন্য টাইটেলে যোগ করতে পারেন Download hindi movie 2010 অথবা hindi movie 2010 list ইত্যাদি।এতে করে অনেক বেশী ভিজিটর পাওয়া যায়।
৭।সাইটের Title লেখার সময় ছোটা আক্ষরে লেখা ভালো।
৮।Title এ যাতে করে বানান ভুল না হয় সেইদিকে কঠোর ভাবে লক্ষ্য রাখুন।বানান ভুল তো সব ভুল।
৯।টাইটেল লেখার সময়, ও। বাদে অন্য কোন বিরাম চিহ্ন দেওয়া ঠিক নয়।
১০।যত দুর সম্ভব a,an,Or,Of,In ইত্যাদি বর্জন করুন।কেননা এসকল অক্ষর সার্চ ইন্জিন স্কিপ করে যায়
সাইটে Meta Description হল SEO এর জন্য আরো একটা মারাত্মক বিষয়।এর মাধ্যমে আপনার সাইটের মুল বিষয় গুলো প্রকাশ পায়।তো চলিন দেখে আসি কিভাবে সুন্দর করে সাইটে Meta Description লেখতে হয়।
১।Meta Description সর্বোচ্চ ২৫০ অক্ষরের মধ্যে রাখুন।কেননা গুগল সহ সকল সার্চ ইন্জিন ২৫০ অক্ষরের এর বেশী তাদের ফলাফল দেখায় না।তবে গুগল ১৬০,ইয়াহু ১৬৫,এম এস এন ২০০ টি করে অক্ষর দেখায়।
২।সাইটের বিষয়বস্তু গুলো যেন আপনার Meta Description এর মধ্য থাকে তার দিকে নজর দিন।
৩।Meta Description এ একই কীওয়ারড ৩ বারের অধিক ব্যব হার না করাই ভালো।
৪।আপনার সাইটে যে সকল কীওয়ার্ড গুলোতে h1.h2 ট্যাগ ব্যবহার করেছেন সেসকল কীওয়ার্ড Meta Description এ দিয়ে দিন।
৫।অর্থপূর্ন ভাবে Meta Description লিখুন।যাতে সহজেই সকলে বুজতে পারে।
৬।Meta Description এ কমা, ব্যবহার করুন।
৭।এক এক টি আলাদা পেজের জন্য আলাদা আলাদা Meta Description লিখুন।
৮।আপনার Meta Description এ নিশ্চিত করতে হবে যে আপনার সাইটের মূল বিষয় বস্তু গুলো এতে আছে।
৯।Meta Description এ ৭০ শতাংশ অংশ জুড়ে আপনার কীওয়ার্ড এর সংগতি রাখুন।
তো আশা করি টিউনটি সবার উপকারে আসবে।উপকারে আসলে আমার কষ্ট সার্থক হবে।আর আপনাদের সাথে আগামী দেড় মাস দেখা হবেনা।কারণ আমার এইচ,এস,সি পরীক্ষা ১লা এপ্রি।সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।
আমি osena। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার বানান ভুল হয়েছে।