সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-০২] :: ফোরাম পোস্টিং-০২

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র

আসসালামালাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাদের দোয়াই আমি ও ভালো আছি। গত পোস্টে আমি আপনাদের কে একটা ফোরামে গিয়ে কিভাবে Signature করতে হই সেইটা দেখাইছিলাম। কিন্ত বড় কথা হচ্ছে সব ফোরামে Signature পাবেন না।তখন কি করবেন? চিন্তাই পড়ে গেছেন। কোন চিন্তা করার দরকার নেই।

কোন ফোরামে যাওয়ার আগে ফোরামের Privacy খুব মন দিয়ে পড়তে হবে। কোন ফোরামে Signature দেওয়া থাকবে আবার কোন ফোরামে Signature দেওয়া থাকবে না। কোন ফোরামের Privacy খুব মন দিয়ে পড়তে বলছি এই জন্য যে ফোরামের Privacy এর ভিতর দেওয়া থাকে যে আপনি ৫/৬/৭/৮/৯/১০..................টা পোস্ট দিলে আপনাকে Signature নামক অপশনটা দেওয়া হবে। আমি আপনাদের কে এই রকম একটা ফোরাম এর নাম বলছি http://forums.digitalpoint.com/  । এই ফোরামে গিয়ে পূর্ববর্তী ফোরামের মত কাজ করতে হবে।

গত ফোরামে ঠিক যে ভাবে করেছেন সেইভাবে পোস্ট করতে হবে। এভাবে ১০ টা পোস্ট হলে আপনাকে Signature নামক অপশনটা দিবে। তখন আপনি ও আপনার কাজটা সেরে ফেলুন। যেমন ভাবে পূর্ববর্তী ফোরাম এ করেছিলেন।

তা হলে আজ এই পর্যন্ত ।পরবর্তী টিউন এ কিছু পাওয়ার ফুল ফোরাম এর লিস্ট দেওয়া হবে। । আবার সামনে সপ্তাহে আসছি নতুন কিছু টিউন নিয়ে। আশা করছি টিউনগুল সবার ভালো লাগবে।

আজকের আলোচনা কেমন লাগল জানাতে কিন্তু ভুলেন না। যদি কোন প্রকার সমস্যাই পড়েন তাহলে আমদের ফেসবুক গ্রুপে এসে বলবেন।গ্রুপে আসার পূর্বে অবশ্যই গ্রুপের নীতিমালাটা পড়ে নিবেন। কারন আমাদের গ্রুপে খুব কড়াকড়ি ভাবে নিয়ম মেনে চলা হই। নীতিমালা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী ব্যান করা হয়।

গ্রুপ এর ঠিকানাঃআউটসোর্সিং অফ বাংলাদেশ

***আউটসোর্সিং এর সব মারাত্মক খবর জানতে এই পেজটা লাইক মারেন।***

  আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুক এ আমি তাফসির

Level New

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর হইছে। যারা forum এর Signature সম্পর্কে জানত না তাদের উপকারে আসবে।

    Level New

    ভাই লেখার প্রতি তখন মন আসে যখন এমন উৎসাহিত কমেন্ট করে সবাই। আমি খুব খুশি। সুন্দর কমেন্ট করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

খুব ভাল লিখেছেন আপনার কাছ থেকে আরও ভাল কিছু আসা করি

    Level New

    ধন্যবাদ জায়েদ ভাই। আমি ও আশা করছি আপনদেরকে ভালো কিছু দেওয়ার। দোয়া করবেন যেন কিছু দিতে পারি।

আরো নতুন নতুন বিষয় গুলো আশা করব, ভাল হয়েছে চালিয়ে যান…

    Level New

    @0dataentry.com: যতক্ষণ বেছে আছি উজাড় করে দেওয়ার চেষ্টা করবো। শুধু চাই আপনাদের অনুপ্রেরনা। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Level 0

vai odex e seo er kaj korte kamon somoy lage.

    Level New

    @tksaha: ভাই আমার মনে হচ্ছে আপনি SEO জানেন না।আচ্ছা আপনি আমাদের গ্রপে এসে আপনার সমস্যার কথা জানান https://www.facebook.com/groups/bangladeshoutsourcing/. ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

Level 0

Hello dear all of the tech tuner how are you at first thank you for an nice posting about search engine optimization.Napa Wine Tour Limo

I am new freelancer i got huge knowledge following their posting.may allah help your.dear please tell me how can i get nice tuch about web page design.

    @pothvola48: ভাই এখানে ত এর এই বিষয়ে আলচনা সম্ভব না।আপ্নি দয়া করে আমাদের ফেসবুক গ্রুপে আসুন। অখানে এই বিষয়ে কথা হবে। ধন্যবাদ।