সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-০১] :: ফোরাম পোস্টিং-০১

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র

আসসালামালাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমি আমার জীবনে এই প্রথম টিউন করসি। জানিনা কেমন লাগবে আপনাদের। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং জানাবেন। যাই হোক আপনাদের কাছে আমি নতুন একটা পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফোরাম পোস্টিং করতে হই।

প্রথমে আপনি যে কোন একটি ফরম এ যাবেন। ধরুন আমরা একটা ফোরাম http://www.adsenseforums.net/এই টাইতে গেলাম। এখানে আপনি প্রথমে একটা নতুন অ্যাকাউন্ট করুন। ইমেইল কনফার্ম করুন।এরপর লগইন করুন । নিচের পেজটার মত আসবে

এখানে আপনি অনেক গুলা টপিকস দেখতে পারবেন। এর মধ্যে “Introduction”  টপিকসটা খুজুন এবং ক্লিক করুন।

“Start New Topic” এ ক্লিক করুন ।

আপনি যেহেতু নতুন এই ফোরাম এ তাই এখানে কিছু লেখেন।

সাবমিট করুন ফোরামপোস্টিং হয়ে গেল। এইভাবে স্টার্ট করুন। এরপর বিভিন্ন টপিকস এর সম্পর্কে জানার বা বলার ইচ্ছা থাকলে পোস্ট করুন। এখন হচ্ছে আমাদের আসল কাজ। এই করে কি ভাবে আপনার ব্লগ বা ওয়েব সাইট প্রচার হবে। হ্যাঁ সেইটা এবার বলছি। আপনি এবার প্রোফাইল থেকে সেটিং এ যান।

এখান থেকে “Signature” বাটন এ ক্লিক করুন।

নিচের পেজটি আসবেঃ

এই বক্সে আপনার ব্লগ বা ওয়েব সাইট এর টাইটেল টি লিখুন।ধরুন টাইটেল"Entertainment World"। এখন এটা সম্পূর্ণ ব্লক করুন অথবা Ctrl+a চাপুন। নিচের ছবিটার মত দেখাবে।

এখানে উপরের টুলবার থেকে লিঙ্ক নামক একটা টুলবার পাবেন, ব্লক অবস্থাই লিঙ্ক নামক টুলবার এ ক্লিক করুন। তাহলে নিচের ছবিটার মত দেখাবেঃ

এখানে আপনার ব্লগ বা ওয়েব সাইট এর ঠিকানা দিন। এবং ওকে বাটন এ ক্লিক করুন। এবার নিচে সেভ বাটন এ ক্লিক করুন। হয়ে গেল আপনার ব্লগ বা ওয়েব সাইট এর প্রচার। এখন দেখেন আপনি যখন কোন পোস্ট করবেন তখনি আপনার পোস্ট এর নিচে লিঙ্কটা শো করবে । নিচের ছবিটার মত দেখাবেঃ

হয়ে গেল আমাদের ফোরাম পোস্টিং ।

ফোরাম পোস্টিং সম্পর্কে আলোচনা কেমন লাগল জানাতে কিন্তু ভুলেন না। যদি কোন প্রকার সমস্যাই পড়েন তাহলে আমদের ফেসবুক গ্রুপে এসে বলবেন।গ্রুপে আসার পূর্বে অবশ্যই গ্রুপের নীতিমালাটা পড়ে নিবেন। কারন আমাদের গ্রুপে খুব কড়াকড়ি ভাবে নিয়ম মেনে চলা হই। নীতিমালা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী ব্যান করা হয়।

গ্রুপ এর ঠিকানাঃআউটসোর্সিং অফ বাংলাদেশ

***আউটসোর্সিং এর সব মারাত্মক খবর জানতে এই পেজটা লাইক মারেন।***

  আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুক এ আমি তাফসির

Level New

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vaiya ami to apni ja site ar tikana diya sen si tikanai giya account kor ta parsina .vaiya Registration Question ar shane ki likbo vaiya bolben ki?

    Level New

    কউসার ভাই আপনাকে প্রশ্ন করা হয়েছে “Are You Spammer?” যদি না হয়া থাকেন তা হলে Ans দিন No ।
    আর যদি হয়ে থাকেন তা হলে Ans দিন Yes। ব্যাচ হয়ে গেল। আর কোন টেনশন আছে? ধন্যবাদ কমেন্ট করার জন্য।

আপনি প্রথম তাই সব ভুল বানানের কথা বলব না, কিন্তু দয়া করে টাইটেল এর বানানের দিকে লক্ষ্য রাখবেন । আপনার ফোরাম লিখাটি ‘ফরম’ দেখাচ্ছে (দুটি সম্পুর্ন ভিন্ন বিষয়।
seo এর সবচেয়ে বেসিক এটি!!
আশা করি নতুনদের ভালো লাগবে আপনার পোস্ট!!

    Level New

    ভুল ধরাই দেওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর আমি এটা ঠিক করে দিছি। সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Short and good post. Please take care of your spelling skill.

    Level New

    ধন্যবাদ মাসুদ ভাই পোষ্টটি ভালো লাগার জন্য। আমি আমার লেখার প্রতি খুবই যত্নবান। তারপর ও ভুল হবে এটা স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল। আপনারা ধরাই দিবেন, অনুরধ রইল।

Carry on,Success will be come.

    Level New

    দোয়া করবেন আমার জন্য । সুন্দর কমেন্ট করার জন্য কবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

odesk -এর SEO tituorial এর শঠিক উত্তর গুলো pdf file এ upload করবেন কি?

Level New

আরিফ ভাই আপনি কি ওডেস্কের SEO পরিক্ষার কথা বলছেন?

Level 0

ভাই… ছবি গুলো তো দেখা যাছে না… একটু সাহায্য করুন…

    Level New

    ভাই আপনার সমস্যা সমাধান করা হয়েছে। করার জন্য ধন্যবাদ ।

      Level New

      সরি কমেন্ট করার জন্য ধন্যবাদ ।

thnkxxx

    Level New

    সুন্দর কমেন্ট করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

আমি Account খুলেছি এবং Signature সম্পর্কে জানলাম। ভাল লাগল। ধন্যবাদ ।
আবার লিখবেন ……………

    Level New

    ভাই আপনাকে ও ধন্যবাদ। @Online Hunter:

এখানে কিছু জানতে চাইলে অথবা কিছু লিখতে চাইলে কোথায় লিখতে হবে ?

Level New

ভাই আপনি বলতে চাচ্ছেন যে Adsense forum গিয়ে কিভাবে জানতে চাইলে অথবা কিছু লিখতে চাইলে কোথায় লিখতে হবে? উত্তরটা আসলে আমি পর্ব–৩ তে দিতাম। কিন্তু এখন প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। পর্ব–০৩ তে আপনি আপনার উত্তর পাইয়া যাবেন।

পড়লাম। সিরিয়ালি পড়া শেষে কমেন্ট দিব।

Level 0

ভাল লাগলো

ভাই তাফসির আহমেদ,
আপনার এই লেখাটি পড়ে খুবই উপকৃত হলাম। আমি আউটসোর্সিংএ একেবারে নতুন। ফোরাম পোষ্টিংএর কাজ ভালোভাবে শিখতে চাই। তাই আপনার নিকট ছোট একটা প্রশ্ন : ফোরাম পোষ্টিং এর জন্য কি স্টার্ট নিউ টপিক এবং সিগনেচার এ দুটি অপশনই পুরন করতে হবে ? আবার সব ক্ষেত্রেই কি এ্যাঙ্কর টেক্স্ট জরুরী? প্লিজ একটু জানাবেন। ধন্যবাদ।

Level 0

ভাইয়ারা,
I need Some SEO, marketing, online marketing, internet marketing, video marketing, social media or social media marketing etc.
related directories site list.

GOOGLE হতে কিভাবে আমি তা খুজে পেতে পারি।
Please help me.

    @shohel86: রিলেটেড কি- ওয়ার্ড দ্বারা সার্চ দিন। আপনি আপনার সমাধান পেয়ে যাবেন।

Thanx bro….

Level 0

Nice post And very helpful.

Level 0

ভাই ফ্রিলান্স সাইট গুলোতে অনেক ফোরাম পোস্টিং-এর কাজ পাওয়া যায় কিন্তু এর একেকটা এক এক ক্যাটাগরির ।আমি আপনার কাছে জানতে চাই কয়টা ক্যাটাগরির ফোরামে রেজিষ্টেশন করলে ফ্রিলান্স সাইট গুলোতে পাওয়া ফোরাম পোস্টিং-এর সকল কাজ গুলো করা যাবে। আর ক্যাটাগরি ভিত্তিক ফোরাম লিষ্ট থাকলে প্লীজ আমাকে দেন. আমার মেইল হল [email protected]

    @Mozammel76: ভাই এই জন্য আপনাকে সার্চ টার্ম শিখতে হবে। তারপর সেই সব কাজ গুলা কমপ্লিট করতে পারবেন। আপনি আমার লেখা গুলা পরতে থাকেন আশা করি সমাধান আকদিন আমার পোস্টের ভিতরেই পেয়ে যাবেন।

helpful.your post

hm valoi laglo……… 🙂

Level 0

অসাধারণ…………………… (Y)

Level 0

vi amr signature page ta astese na error dekasse pls help……….

    @abdur-rob: দেখেন ইউআরএল এ কোথাও প্রব্লেম আছে। একটু ভাল করে দেখুন । আশা করি পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আমাদের গ্রুপে এসে স্ক্রিন শর্ট দিয়েন। সমাধান করে দিব।

vai amer to apner tunes valo lagsa thoya koren jano apner shonga sove somey theky

i like your tunes thanks………………………..

এতদিন পর্যন্ত সাইন আপ ই HOTE parlamna…Registration Question *(একানে কি লিকব) হেল্প করবেন….. plzzz

    @tamim ruhul: ক্লিয়ার ভাবে বলেন। আপনার কথা আমি বুঝতে পারি নি?

      @তাফসির আহমেদ: Registration Question * এ কি লিকব। SIGN UP হতে পারিনা তো। REQURE INFORMATION লেকা আশে।

        @tamim ruhul: ooo…এটা শলভ হয়াচে। কিন্তু Sorry, you don’t have permission for that! দেখাচ্ছে সেটিং এ গেলে।

          @tamim ruhul: আমি প্রথমে বলছি পুরা সব কিছু কমপ্লিট করুন। তারপর লিঙ্ক দেন। আপনি হয়তো কোন পোস্ট বা ইনফরমেশন না দিয়ে লিঙ্ক দিতে গেছেন এই জন্য বলছে।

আমার প্রোফাইল থেকে সেটিং এ গেলে Sorry, you don’t have permission for that! দেখাচ্ছে। এখন কি করব?

    @Rafiqul Islam: আমি প্রথমে বলছি পুরা সব কিছু কমপ্লিট করুন। তারপর লিঙ্ক দেন। আপনি হয়তো কোন পোস্ট বা ইনফরমেশন না দিয়ে লিঙ্ক দিতে গেছেন এই জন্য বলছে।

Awesome likhsen vai. Chalie jan. We need more post.

    @Md. Shahriar Alam (Shawon): তাই না কি ? শুনে খুশি হলাম। এই যদি অসাম বলেন যখন এডভান্স লেভেলের এস ইও শেখাব তখন কি বলবেন ? কিছু রেখে তকনের জন্য। হা হা হা হা হা হা হা

valo tune

টেকটিউনের সম্মানিত ভাইয়েরা, আমি প্রত্যান্ত গ্রামাঞ্চলে থাকি। আমার কম্পিউটার নেই এবং আশেপাশেও বিদ্যুত নেই। আমার আত্মবিশ্বাস, একটু সুযোগ পেলে ফ্রিল্যান্সার হতে পারবো। দয়া করে কেউ হেল্প করুন যিনি প্রকৃত অর্থে একজন ফ্রিল্যান্সার, এবং যিনি নিজের কম্পিউটার দিয়ে আমাকে কাজ শেখাবেন এবং আমাকে দিয়ে কাজ করাবেন। আমার কোন পিছুটান নেই। দয়া করে আমার একটি মাত্র লক্ষ্য পূরনে কোন ভাই এগিয়ে আসুন। বছরের পর বছর আমি কাজ শিখতে এবং আপনার অধীনে করতে রাজি।
Please, contact with me (without prayer time) this number-01750146031