মার্ক হিলারি ঢাকায় প্রথম বারের মত আয়োজন করতে যাচ্ছে ব্লগারদের নিয়ে একটি সমাবেশ বা গেদারিং (gathering)


মার্ক হিলারি, ব্রিটিশ ব্লগার, তার মালিকানাধীন তথ্য প্রযুক্তি গবেষণা কোম্পানি (IT Decisions) ছেঁড়ে ঢাকা আসবেন একটি ছোট সফর এর জন্য।তিনি আসবেন ১৫১৮২ কিলো মিটার পারি দিয়ে ব্রাজিল এর সাও পাওলো থেকে যেখানে তিনি তার তথ্য প্রযুক্তি গবেষণা কোম্পানি পরিচালনা করেন।

মার্ক এপর্যন্ত তথ্য প্রযুক্তি, আউটসোর্সিং এবং বিশ্বায়নের উপর মোট সাতটি বই লিখেছেন। এছাড়া তিনি রয়টার্স এবং হাফিংটন পোস্ট এর প্রখ্যাত ব্লগার হিসেবে পরিচিত।

লন্ডন এ তিনি “the ealing tweetup” নামক একটি ইভেন্ট তৈরি করেন এবং এটি এখন জনপ্রিয় একটি ইভেন্ট হয়ে দারিয়েসে লন্ডনে, যেটি এখন সারা বিশ্বেও প্রচলিত হয়ে আসছে।

“tweetup” এর মূল উদ্দেশ্য টুইটার এ যারা নিয়মিত যোগাযোগ করে আসছেন অথচ সামনা সামনি কখনো দেখা হয়নি তাদের কে নিয়ে একটি gathering বা সমাবেশ।

বিভিন্ন দেশের tweetup ইভেন্ট এর কিছু ছবি:

মার্ক ঢাকায় ২৯ শে নভেম্বর সেই জনপ্রিয় টুইটার বাবহারকারির সমাবেশ “tweetup” আয়োজন করবেন এবং এটি ঢাকাতে প্রথম বারের মত হতে যাচ্ছে। এই ইভেন্ট এ মার্ক তার ব্লটিং নিয়ে কিছু আলোচনা করবেন এবং শুধু তাই নয় আপনি সরাসরি মার্ক এর সাথে কথাও বলতে পারবেন!

আমাদের দেশে যেহেতু টুইটার এ ব্যবহারকারী খুবি কম তাই এই ইভেন্ট এর মূল উদ্দেশ্য সারা বাংলাদেশ থেকে ব্লগারদেরকে একত্রিত করে এক জাগায় আনা এবং ব্লগাররা একে অপর এর সাথে তাদের মত বিনিময় করা, সমস্যার কথা বলা, নতুন ধারনার কথা বলা এবং আমাদের দেশের তথ্য প্রযুক্তি ইস্যু নিয়ে আলোচনা করা। BASIS দের সদস্যদের সাথে ব্লগার দের পরিচয় করে দেওয়াটাও এই ইভেন্ট এর আরেক মূল উদ্দেশ্য।

TWEETUP এর ভেনুঃ Bangladesh Association of Software and Information Services (BASIS) BDBL Bhaban (5th Floor - West), 12 Kawran Bazar, Dhaka -1215 Phone: +880 2 8151196; 8144708-09
DRESS CODE: No dress code... or blogger-friendly...!

দেরি না করে ফেসবুক ইভেন্ট পেজ এ যোগ দিন, https://www.facebook.com/events/183287695095005/

Level 0

আমি ণাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কিভাবে রেজিস্ট্রেসন করব?? বললে অনেক উপকৃত হব।।