ফুটবলকে কিক করার সময় আমরা কী প্রয়োগ করি?

প্রকাশিত
জোসস করেছেন
Level 3
১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও

আসসালামুয়ালাইকুম টেকটিউনবাসী। আশাকরি, আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বল নিয়ে আলোচনা করব। অনেকেই বলবেন, কোন বল? ফুটবল? না, বাস্কেট বল? নাকি ক্রিকেট বল? আসলে এই বল, সেই বল না। এই বল হলো তরণ সৃষ্টি করার বল। এখন প্রশ্ন হতে পারে ত্বরণ আবার কী? ত্বরণ হচ্ছে একক সময়ে প্রাপ্ত বস্তুর বেগ বৃদ্ধি, বা বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো এই ত্বরণ নিয়ে আমি পরে আলোচনা করব।

আজকের আলোচনা হচ্ছে ফুটবলকে কিক করার সময়, আমরা কী প্রয়োগ করি? বল নাকি শক্তি, কোনটা প্রয়োগ করি? তো চলুন দেরি না করে শুরু করা যাক।

১. বল কী?

বল কী

প্রথমে আসি বল কী, তা নিয়ে। কোনো বস্তুর ভর ও ত্বরণের গুণফলকে বল বলে। অর্থাৎ, আমরা যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধি বা হ্রাস করতে চায়, তবে আমাদেরকে বল অবশ্যই প্রয়োগ করতে হবে। আমরা সকলেই জানি, বিজ্ঞানী নিউটন তার গতিবিষয়ক প্রথম সূত্রেই বলেছেন, কোনো বস্তুতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সরলরেখায় সমদ্রুতিতে চলতে থাকবে।

এই সূত্র হতে এটা তো পরিষ্কার যে, বল প্রয়োগ না করলে, আমরা কখনোই কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারব না। আবার বল প্রয়োগ না করলে গতিশীল বস্তুকে কখনোই স্থির কিংবা তার গতির পরিবর্তন করতে পারব না। সুতরাং আমরা কাজ করার জন্য বল প্রয়োগ করি।

২. শক্তি কী?

কাজ কী

অন্যদিকে শক্তি হলো কাজ করার সামর্থ্য। আমরা যে কাজ করব, সেই কাজের জন্য বল প্রয়োগ করতে হবে। তো এই যে বল প্রয়োগ করছি, এটা কে যোগান দিবে? এই বলটা যোগান দিবে আমাদের শক্তি মহাশয়। এই শক্তি আমরা প্রয়োগ করতে পারি না। কারণ, এটা একটা সামর্থ্য মাত্র।

৩. বল ও শক্তির উদাহরণ-১

বল ও শক্তির উদাহরণ

আপনি যদি অফিসের বস হন। তবে আপনার বস নামটা হবে শক্তি। অর্থাৎ, আপনি যে বস, সেটা আপনার কাজ কিংবা পরিচয় দেওয়ার সামর্থ্য। এটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন? কখনোই না। আপনাকে অফিস টিকিয়ে রাখতে বিভিন্ন নির্দেশনা, হুকুম, নিষেধ দিতে হবে। আপনার হুকুমে কর্মচারীরা কাজ করবে। এই যে হুকুম দিলেন, এটা হচ্ছে বল। এটা প্রয়োগ না করলে আপনার অফিসের কাজ হবে না। আপনার বস নামটা (যেটাকে আমরা শক্তি হিসেবে ধরলাম, সেটা) থাকবে। কিন্তু, হুকুম বা নির্দেশ বা উপদেশ (যেটাকে আমরা বল ধরলাম) না দিলে আপনার অফিসের কোনো উন্নতিই হবে না। তাই আপনার বস নামটা হলেই চলবে না, আপনাকে বল প্রয়োগ তথা হুকুম বা আদেশ দিয়ে লোকজনকে দিয়ে কাজ করাতে হবে।

৪. বল ও শক্তির উদাহরণ-২

বল ও শক্তির উদাহরণ-২

আরেকটা উদাহরণ দিলে ভালো হয়। আপনার অফিসে ধরেন একজন কর্মচারী আছে। সে কম্পিউটারে বিভিন্ন কাজ করতে পারে। এটা তার সামর্থ্য, যেটা শক্তি হিসেবে ধরতে পারি। কিন্তু, তাকে দিয়ে কাজ করাতে চাইলে আপনি তার কী দেখবেন? সামর্থ্য নাকি তার কাজ দেখবেন? অবশ্যই আপনি তার কাজ দেখবেন। সে যদি নিয়মিত আপনার অফিসের কাজ করে, অর্থাৎ, কাজ করার জন্য বল প্রয়োগ করে, তবেই না আপনি তাকে বেতন দিতে চাবেন। কিন্তু সে যদি কাজ না করে, তথা বল প্রয়োগ না করে, তবে তার শক্তি বা সামর্থ্য দেখেই কি আপনি তাকে কাজে রাখবেন? কখনোই না। তার মানে কাজ করার সামর্থ্য হলো শক্তি। আর এই শক্তিকে আপনাকে কাজে রূপান্তর করতে হলে বল প্রয়োগ করতে হবে।

৫. মূল প্রশ্নঃ ফুটবলকে কিক করার সময় কী প্রয়োগ করা হয়?

ফুটবলকে কিক করার সময় কি প্রয়োগ করি?

এবার আসি মূল প্রশ্নের উত্তরে। ফুটবলকে কিক করার সামর্থ্য আপনাদের আছে। তাহলে এটা আপনাদের শক্তি। কিন্তু, যখন আপনারা ফুটবলে কিক করবেন, তখন সেই শক্তিটা কাজে রূপান্তর করবে বল। অর্থাৎ, ফুটবলকে কিক করার সময় শক্তি নয়; বরং, বল প্রয়োগ করতে হয়।

টিউনটি কেমন লাগলো, তা টিউমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে জোস দিন।
আপনাদের কী মতামতঃ
ফুটবল কিক করার সময় আমরা কী প্রয়োগ করি?
কিংবা, ব্যাট দিয়ে বল মারার সময় আমরা কী প্রয়োগ করি?

Level 3

আমি মো মিরাজ ইসলাম। ১ম বর্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

আমি মোঃ মিরাজ ইসলাম। আমি আর্টিকেল লিখতে ও পড়তে ভালোবাসি। এছাড়া ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরিও করি। আমি টেকটিউনসে টিউন লিখে আয় করার জন্য একাউন্ট ক্রিয়েট করেছি। ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস