একাউন্টিং সফটওয়্যার (Accounting Software) বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তির যুগে সবচেয়ে নির্ভরযোগ্য হিসাব রক্ষক। আপনার ব্যবসার হিসাব নিকাশ সঠিকভাবে সংরক্ষন করা একটি জটিল বিষয় এবং সময় সাপেক্ষ ব্যপার। তাই ব্যবসার হিসাব নিকাশকে সহজ ও নমনীয় করার চেষ্ঠা সকল ব্যবসায়ীরা করে থাকেন। আর বর্তমানে সবাই জানেন ব্যবসার হিসাব নিকাশের সহজ ও স্মার্ট সমাধান হচ্ছে একাউন্টিং সফটওয়্যার। আর এই আলোচনাটি হচ্ছে ব্যবসার হিসাবের জন্য ফ্রি একাউন্টিং সফটওয়্যার নিয়ে
অনলাইনে অনেক ধরনের একাউন্টিং সফটওয়্যার আছে। সেগুলো সফটওয়্যার গুলো বেশির ভাগেই টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। আবার যে সফটওয়্যার গুলো ফ্রিতে পাওয়া যায় সেগুলোতে অনেক প্রয়োজনীয় ব্যবসার হিসাব গুলো ভালো ভাবে করা যায় না এবং ব্যবহার করা খুব কঠিন হয়ে যায়। ব্যবসার হিসাব নিকাশের তথ্য নিরপদ থাকে না। হিসাব হারিয়ে যাওয়ার ভয় থাকে অনেক বেশি। কোন কারনে অ্যাপটি ডিলিট বা আন-ইনস্টল হয়ে গেলে আপনার ব্যবসার হিসাব নিকাশ গুলো সম্পূর্ণ ডিলিট হয়ে যায়। পুনরুদ্ধার করা বেশির ভাগ সময়েই সম্ভব হয় না।
আজ আমি এমন একটি ব্যবসার জন্য ফ্রি একাউন্টিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যেটা সম্পূর্ণ ফ্রি, অনলাইন ভিত্তিক। সহজ ও নিরাপদ। এবং আপনার ব্যবসার প্রয়োজনীয় সকল অপশন বিদ্যমান। কয়েক ক্লিকে ব্যবসার বিক্রয় হিসাব, ক্রয় হিসাব, স্টক হিসাব, আয়-ব্যয়, লাভ-ক্ষতি, দেনা ও পাওনাদার হিসাব দেখা যায় এবং প্রিন্ট করা যায়। সফটকপি নিজের নিয়ন্ত্রনে সংরক্ষন করা যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই একাউন্টিং সফটওয়্যারটি আধুনিক বিজ্ঞানসম্মত দু-তরফা দাখিলা পদ্ধতির ফ্রি একাউন্টিং সফটওয়্যার। সফটওয়্যারটি সকল প্রকার ব্যবসার জন্য একটি আদর্শ ফ্রি হিসাব নিকাশ সফটওয্যার।
সফটওয়্যারটি কম্পিউটার, মোবাইল এবং ট্যাব থেকে ব্যবহার করা যায়। সফটওয়্যাটি ব্যবহার জানার জন্য সুন্দরভাবে টিউটোরিয়াল দেওয়া আছে। খুব সহজেই টিউটোরিয়াল দেখে সফটওয়্যারটি ব্যবহার করা যায়। সকল ধরনের ব্যবহারকারীর জন্য একটি সহজ ফ্রি একাউন্টিং সফটওয়্যার ।
অভয় লেনদেন ফ্রি একাউন্টিং সফটওয়্যার
আধুনিক, বিজ্ঞানসম্মত দুতরফা দাখিলা একাউন্টিং সফটওয়্যার (Free Accounting Software) ও এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং সফটওয়্যার (ERP)
ছোট ও মাঝারি সকল ধরনের ব্যবসায় এই সফটওয়্যারটি ব্যবহার করা যায়। সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। ডেস্কটপ, ল্যাপটপ থেকে ব্যবহার করা যায় এবং অ্যাপ এর মাধ্যমে মোবfইল এবং ট্যাব থেকে সহজেই ব্যবহার করা যায় এবং যে কোন সময়, যে কোনখানে ব্যবসার হিসাব নিকাশ সম্পর্কে জানা যায়। বাংলা ও ইংরেজি দুই ভাষাতে এই একাউন্টিং সফটওয়্যারটি ব্যবহার করা যায়
অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারটি সর্বজন সীকৃত নীতিমালা অনুযায়ী ব্যবসার রিপোর্টগুলো প্রদান করে। অ্যাটোমেটিক ভাবে ডেবিট-ক্রেডিট নির্বাচিত হয় বলে ডেবিট ক্রেডিট নির্বাচনের ঝামেলা নেই
একজন ব্যবহারকারী একটি মাত্র ব্যবসার অথবা ব্যক্তিগত হিসাবের জন্য আজীবন ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
একাধিক ব্যবসার হিসাব রাখার জন্য এবং একাধিক ব্যবহারকারী দ্বারা ব্যবসা পরিচালনার জন্য আপনাকে আবশ্যই বিজনেজ প্যাকেজ ব্যবহার করতে হবে। বিজনেস প্যাকেজ মাসিক ৩০০/- টাকা মাত্র।
এক ক্লিকে ব্যবসার রিপোর্ট
এক ক্লিকে ব্যবসার দৈনিক ক্রয়-বিক্রয় হিসাব, আয়-ব্যয় হিসাব, লাভ-ক্ষতি হিসাব এছাড়া সম্পদ, দায়ভার হিসাব দেখতে পারবেন। তারিখ পরিবর্তন করে পূর্বের যে কোন সময়ের হিসাব নিকাশ দেখতে পারবেন
প্রিন্ট ও এক্সপোর্ট
আপনার সকল হিসাব-নিকাশ প্রিন্ট করতে পারবেন এবং এক্সপোর্ট করে ডিজিটাল কপি সংরক্ষন করতে পারবেন।
এছাড়াও আরো অনেক ফিচারের কারনে অভয় লেনদেন একাউন্টিং সফটওয়্যারটি সবার কাছে অনেক জনপ্রিয়
বিস্তারিত দেখুন
অভয় লেনদেন -https://www.avoylenden.com/signup.php?aff_id=2
আশাকরি আমার পোস্টটি আপনাদের উপকারে আসবে
আমি Sofol Ray। , Rangpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।