আমার সব সময় বিজ্ঞান ও প্রযুক্তি সর্ম্পকে জানতে ভাল লাগে,তাই সময় পেলেই কিছু না কিছু জানতে চেষ্টা করি।আর জানতে পারলে তা টেকের বন্ধুদের সাথে শেয়ার করি।এর আগেও আমি এরকম কিছু টিউন আপনাদের সাথে শেয়ার করেছি।
এই টিউনেও আমরা আইবিএম কোম্পানি সর্ম্পকে কিছু জানবো চলুন তাহলে শুরু করা যাক।
* কম্পিউটারে প্রথম ভ্যাকুয়াম টিউবের বদলে ট্রানজিস্টার ব্যবহার করে আইবিএম কোম্পানি তাদের তৈরি আইবিএম-১৪০১।
* আইবিএম কোম্পানি ১৯৮১ সালে তাদের তৈরি মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়ে।
* আইসি চিপ দিয়ে প্রথম ডিজিটাল কম্পিউটার(আইবিএম সিসটেম/৩৬০)তৈরি করে আইবিএম কোম্পানি।
উপরে শুধু console আর keyboard ছবি।
* বাংলাদেশে প্রচলিত প্রথম আইবিএম কোম্পানির কম্পিউটার আইবিএম-১৬২০।
* বর্তমান বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটার(আইবিএম মার্ক-১) তৈরি করে আইবিএম কোম্পানি।
* মার্কিন কোম্পানি আইবিএম এত বড় এবং সফল কোম্পানি যে তাকে বিগ ব্লু বলা হয়।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
পড়ে ভালো লাগলো…