আল-কোরআনে সম্প্রতি আবিষ্কৃত ”দুই সূর্যোদয় ও সূর্যাস্ত ”এবং বিস্ময়কর তথ্য !!

Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • সম্প্রতি বিজ্ঞানীরা মহাকাশে এমন একটি গ্রহ আবষ্কার করেছেন যা দুটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। ফলে সেখানে একই দিনে দুই সূর্যোদয় এবং দুই সূর্যাস্ত একটি গতানুগতিক বিষয়। নাসা জানিয়েছে যে, দূরবীক্ষণ যন্ত্র কেপলারের সহায়তায় পৃথিবী থেকে ২০০ আলোকবর্ষ দূরে 'কেপলার-১৬বি' নামের এরূপ একটি গ্রহ চিহ্নিত করা সম্ভব হয়েছে। খোদ বিজ্ঞানী মহলের কাছে এটি একটি চমকপ্রদ বিষয় বৈকি। শনি গ্রহের মতোই বিশাল শীতল এই গ্যাসীয় গ্রহটির দুটি সূর্য আমাদের সূর্যের চেয়ে ৬৯ ও ২০ মতাঙশ ছোট ও তুলনামূলকভাবে শীতল। তাই 'কেপলার- ১৬বি' এর ভূপৃষ্ঠের তাপমাত্রা -৭৩ এবং -১০১ ডিগ্রি সেলসিয়াস। এটি ২২৯ দিনে একবার দুই সূর্যকে প্রদক্ষিণ করে।

From double sunrise to double sunset the show goes on, always changing.

  • Where the Sun Sets Twice. NASA’s Kepler mission has discovered a world where two suns set over the horizon instead of just one. The planet, called Kepler-16b, is the most “Tatooine-like” planet yet found in our galaxy and is depicted here in this artist’s concept with its two stars. Tatooine is the name of Luke Skywalker’s home world in the science fiction movie Star Wars. In this case, the planet is not thought to be habitable. It is a cold world, with a gaseous surface, but like Tatooine, it circles two stars.

Sometimes the orange sun rises first. Sometimes it is the red one, although they are never far apart in the sky and you can see them moving around each other, casting double shadows across the firmament and periodically crossing right in front of each other.

A planet with two sunsets and two sunrises-

 

Tatooine comes true: An artist's concept of the planet Kepler-16b. — PHOTO: Reuters

  • From double sunrise to double sunset the show goes on, always changing. Sometimes the orange sun rises first. Or the red one, though they are never far apart and you can see them moving around each other, casting double shadows across the firmament and periodically crossing right in front of each other.

Astronomers discover planet orbiting a pair of stars-

  • The sunset on Kepler-16b would look something like the iconic double sunset depicted in Star Wars, only better, says astrophysicist Laurance Doyle of the SETI Institute in Mountain View, Calif. “Nature is always more amazing,” says Doyle, coauthor of a Sept. 16 Science paper that describes Kepler-16b. “There, you’d get a different sunset every day!”
  • আমাদের পৃথিবীটা নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে একটি নক্ষত্র অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। ফলে এটি এমনি একটি স্থান যেখানে আমরা এক সূর্যের উদয় ও অস্তকে অবলোকন করি। সুতরাং এই পৃথিবী ও এর মত সৌরজগতের অন্য গ্রহগুলোকে এক সূর্যোদয় ও এক সূর্যাস্তের স্থান বলাটাই যুক্তিসংগত।

*নিচের আয়াতগুলোর বক্তব্য পৃথিবীর সাথে সম্পর্কিত। তাই এক্ষেত্রে এক সূর্যের উদয় ও অস্তগমনের কথা এক বচনে প্রকাশ করা হয়েছে-

আল-কোরআন-
সূরা বাকরা (মদীনায় অবতীর্ণ)

  • (০২:১১৫) অর্থ- (এক বচন- সূর্য) উদয়ের দিক (পূর্ব) ও (সূর্য) অস্তগমনের দিক (পশ্চিম) আল্লাহরই। অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও, সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।
  • (০২:১৪২) অর্থ- এখন নির্বোধেরা বলবে, কিসে মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ঐ কেবলা থেকে, যার উপর তারা ছিল? আপনি বলুন, (এক বচন- সূর্য) উদয়ের দিক (পূর্ব) ও (এক বচন- সূর্য) অস্তগমনের দিক (পশ্চিম) আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান।
  • (০২:১৭৭) অর্থ- সৎকর্ম শুধু এই নয় যে, (এক বচন- সূর্য) উদয়ের (পূর্ব) দিকে ও (এক বচন- সূর্য) অস্তগমনের (পশ্চিম) দিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার
  • (০২:২৫৮) অর্থ- তুমি কি সে লোককে দেখনি, যে পালনকর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল ইব্রাহীমের সাথে এ কারণে যে, আল্লাহ সে ব্যাক্তিকে রাজ্য দান করেছিলেন? ইব্রাহীম যখন বললেন, আমার পালনকর্তা হলেন তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সে বলল, আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহীম বললেন, নিশ্চয়ই আল্লাহ সুর্যকে নিয়ে আসেন (এক বচন- সূর্য) উদয়ের দিক (পূর্ব) থেকে, এবার তুমি তাকে (এক বচন- সূর্য) অস্তগমনের দিক (পশ্চিম) থেকে ফিরিয়ে আন দেখি। তখন সে অবিশ্বাসী হতভম্ব হয়ে গেল। আর আল্লাহ সীমালংঘণকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না।
  • এই পৃথিবীতে বসে কিছুদিন আগেও দুই সূর্যোদয় ও দুই সূর্যাস্ত সম্পর্কে বাস্তব ধারনা নেয়া কঠিন ছিল। তাই বিশেষ করে আল-কোরআনের (৫৫:১৭) নং আয়াত ও এরূপ অন্যান্য আয়াতের বক্তব্যকে শুধু এই পৃথিবীর সাথে সম্পর্কিত ভেবে বিভিন্ন জনে বিভিন্নভাবে অনুবাদ ও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যেহেতু বিষয়টি অজ্ঞাত ছিল, তাই যে যেভাবেই বলে থাকুক না কেন, সেক্ষেত্রে কেউ ভুল বললেও এক কথায় তাকে দোষ দেবার পক্ষে আমি নই। বরং নিজের জ্ঞান মাফিক চেষ্টা করার জন্য অন্তত তারা প্রশংসা পাবার যোগ্য। তাছাড়া সৃষ্টিজগৎ নিয়ে চিন্তা-ভাবনা করলে আল্লাহতায়ালা বিশ্বাসীদের জন্য যোগ্য পুরষ্কারের ঘোষনা করেছেন।
  • কিন্তু যারা বিশ্বাস তো করেই না, বরং সর্বজ্ঞ আল্লাহতায়ালার বাণীকে অবাস্তব কল্পকাহীনি আখ্যা দিয়ে কটাক্ষ করে- স্রষ্টা তাদেরকে মোক্ষম জবাব দেবার ব্যবস্থা করেছেন। যতই দিন যাবে, তাদের কটাক্ষের কড়া প্রত্যুত্তর বিজ্ঞানের মাধ্যমেই তারা পেয়ে যাবে।

এবার দেখা যাক আল-কোরআনে দুই নক্ষত্র/সূর্য উদয় ও দুই নক্ষত্র/সূর্যাস্ত অস্তগমন সম্পর্কে আদৌ কোন ইংগিত আছে কি?

আল-কোরআন
(Al-Quran) -
সূরা আর রহমান ( মদীনায় অবতীর্ণ )
  • (৫৫:১৭) রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন
  • (৫৫:১৭) অর্থ- তিনি দুই (নক্ষত্র/সূর্য) উদয়ের (স্থানের) পালন-কর্তা এবং তিনি দুই (নক্ষত্র/সূর্য) অস্তগমনেরও (স্থানেরও)পালন-কর্তা।

(55:17) [He is] Lord of the (place of) two/double (Star/Sun) risings and Lord of the (place of) two/double (Star/Sun) settings.

  • (৫৫:১৭) নং আয়াতে 'মাশরিকাইন' ও 'মাগরিবাইন' শব্দ দুটি 'দ্বি-বচন' এবং দ্বৈত ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে। 'মাশরিক' শব্দের অর্থ সাধারনত (এক) সূর্যোদয়ের স্থান/দিক হিসেবেই করা হয়ে থাকে। (০২:২৫৮) নং আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, এখানে 'মাশরিক' শব্দটির অর্থ 'পূর্ব দিক' হিসেবে করা হয়ে থাকে। মূলত 'শার্ক' ও 'গার্ব' এই দুটি শব্দের অর্থ হলো 'পূর্ব' ও 'পশ্চিম'। কাজেই 'শার্কাইন' ও 'গার্বাইন' শব্দ দুটির অর্থ 'দুই পূর্ব' ও 'দুইপশ্চিম'। (০২:২৫৮) নং আয়াতে 'মাশরিক' ও 'মাগরিব' শব্দ দুটির সাথে যেহেতু 'শামসু' অর্থ 'সূর্য' শব্দটি এসেছে এবং 'পূর্ব দিক থেকে সূর্য উদয়' এবং 'পশ্চিম দিক থেকে সূর্যকে আবার ফিরিয়ে আনার' প্রসঙ্গটি এসেছে। তাই অন্যান্য আয়াতেও 'মাশরিক' ও 'মাগরিব' শব্দ দুটিকে 'সুর্যোদয়' ও 'সূর্যাস্ত' হিসেবেই সরাসরি প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু মৌলিক ভাবে 'মাশরিক' ও 'মাগরিব' শব্দ দুটি দ্বারা শুধু সূর্য নয়, বরং যে কোন নক্ষত্রের 'উদয়ের দিক/স্থান' ও 'অস্তগমনের দিক/স্থান' -কে বোঝানো যেতে পারে।

*বিজ্ঞানের চমকপ্রদ আবিষ্কার-

  • দুটি নক্ষত্র/সূর্য-কেন্দ্রিক জগতের মাঝে অবস্থিত 'কেপলার-১৬বি' এমনি একটি গ্রহ যেখানে একই দিনে দুটি নক্ষত্র/সূর্য উদিত হয় ও অস্তগমন করে। তাই এই গ্রহটিকে তো বটেই এবং এরই মত আরও যে সব গ্রহ আবিষ্কৃত হবে সেগুলোকে 'দুই নক্ষত্র/সূর্য উদয়ের ও দুই নক্ষত্র/সূর্য অস্তগমনের স্থান' বলা হলে নিশ্চয় অযৌক্তিক হবে না।

শুধু তাই নয, আল-কোরআনে দুইয়ের অধিক নক্ষত্র/সূর্য উদয় ও দুইয়ের অধিক নক্ষত্র/সূর্য অস্তগমন সম্পর্কেও ইংগিত দেয়া হয়েছে-

আল-কোরআন

(Al-Quran) -
সূরা আস-সাফফাত (মক্কায় অবতীর্ণ)
(৩৭:০৫) অর্থ- তিনি আসমান সমূহ, পৃথিবী/ভূমির ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা বহু (নক্ষত্র/সূর্য) উদয়েরও (স্থানেরও)।
(37:05) Lord of the heavens and the earth and that between them and Lord of the multiple (Star/Sun) risings.

সূরা আল মা’আরিজ (মক্কায় অবতীর্ণ)
(৭০:৪০) আমি শপথ করছি বহু (নক্ষত্র/সূর্য) উদয়ের (স্থানের) এবং বহু (নক্ষত্র/সূর্য) অস্তগমনের (স্থানের) পালন-কর্তার, নিশ্চয়ই আমরা সক্ষম-
(70:40) So, I swear by the Lord of the (place of) multiple (Star/Sun) risings and the (place of) multiple (Star/Sun) settings, that indeed We are able.

  • (৩৭:০৫) ও (৭০:৪০) নং আয়াতে 'আল-মাশারিকি' ও 'আল-মাগারিবি' এর অর্থ শুধুমাত্র আমাদের এই পৃথিবীতে এক সূর্যের উদয় ও অস্তের সাথেই সম্পৃক্ত নয়। বরং মৌলিকভাবে অনুবাদ করলে এর মাধ্যমে বহু-বচন বোঝায় এবং মহাবিশ্বের যে কোন স্থানে 'বহু নক্ষত্র/সূর্যের উদয়'('আল-মাশারিকি') এবং 'বহু নক্ষত্র/সূর্যের অস্তগমনের'('আল-মাগারিবি') ভাবই প্রকাশ পায়। কাজেই শুধুমাত্র পৃথিবীর সাথে সম্পৃক্ত করে অনুবাদ করা হলে, মহান স্রষ্টা এর মাধ্যমে যে ব্যাপক অর্থ প্রকাশ করতে চেয়েছেন তা ব্যহত হতে পারে। যেহেতু (৫৫:১৭) নং আয়াতে বিশেষ ভাবে দুই সূর্যোদয় ও সূর্যাস্তের বক্তব্য এসেছে। সুতরাং (৩৭:০৫) ও (৭০:৪০) নং অয়াতে 'বহু' বলতে ২ এর অধিক অর্থাৎ ৩, ৪, ৫ বা তার অধিক সংখ্যক বুঝতে হবে।বিজ্ঞানীরা ইতিমধ্যে তিন সূর্যকে প্রদক্ষিণরত গ্রহও খুঁজে পেয়েছেন-

Triple Sunset: Planet Discovered in 3-Star System-

  • A newly discovered planet has bountiful sunshine, with not one, not two, but three suns glowing in its sky.
  • The triple-star system, HD 188753, is located 149 light-years away in the constellation Cygnus. The primary star is like our Sun, weighing 1.06 solar masses. The other two stars form a tightly bound pair, which is separated from the primary by approximately the Sun-Saturn distance

>>>First Planet Under Three Suns Is Discovered<<<

  • This artist's animation shows the view from a hypothetical moon in orbit around the first known planet to reside in a tight-knit triple-star system. The gas giant planet, discovered using the Keck I telescope atop Mauna Kea in Hawaii, zips around a single star that is orbited by a nearby pair of pirouetting stars. (Image credit: NASA/JPL-Caltech)
  • In other words, a viewer there would see three bright suns in the sky. In fact, the sun that the planet orbits would be a very large object in the sky indeed, given that the planet's "year" is only three and a half days long. And it would be yellow, because the main star of HD 188753 is very similar to our own sun. The larger of the other two suns would be orange, and the smaller red.

"How that planet formed in such a complicated setting is very puzzling. I believe there is yet much to be learned about how giant planets are formed," Konacki said.

ভবিষ্যতে অধিক সংখ্যক নক্ষত্রকে প্রদক্ষিণরত গ্রহও আবিষ্কৃত হতে পারে ।

 

  • তেমনি তিনটা, চরটা বা কয়েকটি নক্ষত্রের মাঝখানে যদি কোন গ্রহ থাকে এবং তারা যদি মেইন-সিকোয়েন্স নক্ষত্র বা কোন ক্ষুদ্র ব্ল্যাকহোলকে কেন্দ্র করে ভারসাম্যপূর্ণ গতিতে প্রদক্ষিণ করতে থাকে। তাহলে অবস্থানগত কারনে মেইন সিকোয়েন্স নক্ষত্র এবং অন্যান্য নক্ষত্রগুলো দ্বারা সর্বদিকে সব সময়ই আলোকিত হতে থাকায় সেই গ্রহটিতে কখনো রাতের আবির্ভাব ঘটবে না অর্থাৎ এ অবস্থা চলতে থাকলে সেই গ্রহের দিন কিয়ামত পর্যন্ত বিস্তৃত হবে। ঠিক তমনি কোন গ্রহ যদি তার সূর্য/নক্ষত্র কেন্দ্রিক কক্ষপথ থেকে ছুটে গিয়ে কোন ক্ষুদ্র ব্ল্যাকহোলের আকর্ষণের ভারসাম্যপূর্ণ আওতার মধ্যে এসে পড়ায় ব্ল্যাকহোলটিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে থাকে, তাহলে সেই গ্রহে কিয়ামত পর্যন্ত রাত বিস্তৃত হবে অর্থাৎ সখানে কখনোই দিনের উন্মেষ ঘটবে না। যদিও এরূপ কোন ঘটনা বিজ্ঞান এখনো আবিষ্কার করত পারনি, কিন্তু তাই বলে এমটি আদৌ সম্ভব নয় বলে উড়িয়ে দেয়া কি ঠিক হবে? কয়েকটি নক্ষত্রের মাঝে অবস্থানরত কোন গ্রহকে খুঁজে পাওয়া কিংবা ব্ল্যাকহোলকে প্রদক্ষিণরত কোন গ্রহকে খুঁজে পাওয়া যদিও খুবই কঠিন। কিন্তু প্রযুক্তিগত উন্নতি যে গতিতে এগুচ্ছে তাতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে বলে মনে হয় না। তাছাড়া এমনটি যে অসম্ভব নয় তা অনেকে বিজ্ঞানী মনে করেন-

Astronomer Dr. Cathy Imhoff of the Space Telescope Science Institute-

  • That depends on how much matter has been pulled into the black hole. The more matter, the stronger the gravity (just like everything else). It also depends on how something is moving near the hole. A planet could be in orbit around the black hole and not be pulled in. For instance, suppose the sun suddenly became a black hole (couldn't happen, but just suppose). It has the same amount of matter, so it has the same gravity. All the planets would continue to orbit it. It just would get pretty dark!!!

A Race Round a Black Hole-

  • This animation depicts three hot blobs of matter orbiting a black hole. If placed in our Solar System, this black hole would appear like a dark abyss spread out nearly as wide as Mercury's orbit. And the three blobs (each as large as the Sun) would be as far out as Jupiter. They orbit the black hole in a lightning-quick 20,000 miles per second, over a tenth of the speed of light. Click on image to view animation. Click here for a high resolution still from the animation (9.8 MB) Credit: NASA/Dana Berry, SkyWorks Digital
  • They glow in X-ray light, which is thousands of times more energetic that the visible light our eyes can detect.
  • XMM-Newton is a special kind of telescope that can detect X-ray light, but not visible light. The Hubble Space Telescope, on the other hand, detects visible and ultraviolet light, but not X rays.

আল-কোরআন-

সূরা আল কাসাস ( মক্কায় অবতীর্ণ )

  • (২৮:৭১) অর্থ- বলুন, ভেবে দেখ তো, আল্লাহ যদি রাত্রিকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে, যে তোমাদেরকে আলোক দান করতে পারে? তোমরা কি তবুও কর্ণপাত করবে না?
  • (২৮:৭২) অর্থ- বলুন, ভেবে দেখ তো, আল্লাহ যদি দিনকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে, তোমাদেরকে রাত্রি দান করতে পারে, যাতে তোমরা বিশ্রাম করবে ? তোমরা কি তবুও ভেবে দেখবে না?
  • আমরা যারা বিশ্বাস করি, তাদের কোন সমস্যা যেমন আগেও ছিল না, তেমনি এখনও নেই। কারন স্রষ্টা মহান আল্লাহতায়ালা বিশ্বাসীদের জন্য অনেক আগেই এই অকাট্য বৈজ্ঞানিক তথ্যটি তাঁর প্রেরিত মহাগ্রন্থ আল-কোরআনে জানিয়ে দিয়েছেন। যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করল, আমরা কিন্তু তা অনকে আগে থেকেই জানতাম এবং বিশ্বাস করতাম। কারন আমাদের জানবার সোর্সটি তো স্বয়ং স্রষ্টা নিজেই। ওরা আগে বিশ্বাস না করলেও এখন আর না করে তো উপায় নেই।
  • ‘মহান স্রষ্টা যে আছেন’ এ পৃথিবীতে আল-কোরআনই তার নিরন্তর জ্জ্বলন্ত প্রমাণ। এই অকাট্য সত্য তথ্যগুলোকে যে স্বয়ং মহান স্রষ্টাই তাঁর প্রেরিত মহাগ্রন্থে মানুষকে পরীক্ষা করার জন্য আগে থেকেই সংযোজন করে রেখেছেন তা ঈমানদারেরা সহজেই বুঝে নেবে ও একবাক্যে বিশ্বাস করে নেবে। এই ঐশী তথ্যগুলোর অছিলায় অনেক নীরহংকার জ্ঞানী ও বিচক্ষণ ব্যাক্তিবর্গ যে ইমানের আলোয় আলোকিত হবে তা বলার অপেক্ষা রাখেনা। তবে এপরও যারা অহংকার বশত বে-ইমানের পথে পা বাড়াবে তাদের ফায়সালার জন্য তো মহান আল্লাহই যথেষ্ট।
  • সূএ:প্রথম আলো
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”।

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআনহাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

*কোরআন শরীফ-এর ”মূল সূরা”(আল কোরআনেও এর দ্বিতীয় নেই)- কোনটি আপনি কি জানেন ও এর ফজিলত কত বড় দেখুন।

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

subhanallah

pore khub valo laglo many Thanks

    Level 2

    ধন্যবাদ।
    ঠিক বলেছেন।

Level 0

subhanallah
Thanks

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য………

Thanx brothers

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য.

Level 0

subhanallah,
Allaha is Almighty

    Level 2

    ধন্যবাদ।
    ঠিক কথা।

Level 0

Alhamdolillah.
A planet,called Kepler-16b,with two sunsets and two sunrises-matches the words of Holy Quran :”(55:17) [He is] Lord of the (place of) two/double (Star/Sun) risings and Lord of the (place of) two/double (Star/Sun) settings.”

ভাই খুব শান্তি পাইলাম, আপনাকে কাছে পাইলে কোলাকোলি করতাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    Level 2

    ধন্যবাদ।
    দোয়া চাই,তাহলে হবে।

BD969 আপনার কমেন্ট টাতে আপনি কী বুঝাতে চাচ্ছেন ? ভালো না লাগলে সেই টিউন পড়বেন না । কিন্তু পড়ে উল্টা পাল্টা মন্তব্য করবেন না প্লীজ । টিউনার কে ধন্যবাদ । আপনি এগিয়ে যান ।

    Level 2

    ধন্যবাদ।
    সাহস দেওয়ার জন্য……

    @দরদিয়া:
    HTML, PHP, C++ সবকিছুই কোরআন-হাদিসে দেয়া আছে নাকী?
    কম্পিউটারের আবিষ্কার রিলেটেড আয়াত-হাদিস কোনটা??

      Level 2

      @গ্লাইডার: এগুলা শিখাইলে সেটা ধর্মগ্রন্থ থাকত নাকি সবাই একই সাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক হইয়া যাইত?

      @গ্লাইডার: moshkora korben na

সকল প্রশংসা আমার মালিকের। আপনাকে ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ।
    দোয়া চাই,

Level 0

প্রথমে ভেবেছিলাম আরো একটি কুসংস্কারাচ্ছন্ন পোষ্ট। ভুল ভাঙল, ধন্যবাদ।

    Level 2

    Shawon584@
    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য।ভাই আপনের ভাবনাটা সবার জন্য না।

Level 0

খুব ভাল লাগল

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য।

সত্যি কাজের পোস্ট, যা আমার নয় হাজারও মানুষের কাজে লাগবে, নামাজ বিষয় নিয়ে লিখেছেন তাই বেশি খুশি হয়েছি, নামাজ এমন এক ইবাদত যা আল্লাহ কে কাছে পাওয়ার সবচেয়ে মোক্ষম হাতিয়ার।হেদায়েতের মালিক আল্লাহ সুতারাং আমি আর আপনি চেষ্টা করতে পারবো আর কিছু নয়। আল্লাহ সবাইকে বোঝার শক্তিদান করুন।

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য।সুন্দর একটা ক‌্থা বলছেন।

পড়ে খুব ভাল লাগল। আপনার টিউনগুলো সবই ভাল লাগে।ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য।চেষ্টা করি ভালো কিছু করার।

Level 0

Taslima Nasriner likha ekta line mone porlo……….

NASA & America = 95% fake

নতুন কিছু আবিষ্কার হইলেই সেটা কোরানের সাথে মিলে যায় । কোরান ব্যাখ্যা কইরা কয়টা আবিষ্কার হইছে ?
আল্লাহ রাসূলের নামে মনপছন্দ কোন আজগুবি প্রসংশা করলেও আমজনতা সুবহানাল্লাহ , আলহামদুলিল্লাহ কইতে কইতে ক্লান্ত হয়ে পড়ে ।

ধর্মকে ভালোবাসি কিন্তু ধর্মান্ধদের থেকে দুরে থাকি ।

@ bokasoka- Dormo Valobasar jinis noi…Biswas er Jinis…ar ekta kotha….Subahanallah ar Alhamdulillah jara pore,tara ai duita sobdo pore kokono klanto hoi na….Valo takben.Thank u all.

সবসময় সবকিছু আবিষ্কৃত হবার পর কোরআন এ খুঁজে পাওয়া যায়।

😀

ধর্মান্ধতার উদাহরণ হিসেবে একটা কার্টুন শেয়ার করলাম 😀

Level 0

জনাব glaidar সাহেব,, আপনি একটা 2nd বই ar উদাহরণ দেন,যাতে কোনো কিছু আবিস্কার এর পরে সেটা তার মদদে থাকার explain করতে পারে.just a link ??মানুষ ৩ প্রকার:
যুক্তিবাদী
অন্ধবিস্সাসী
উল্টাবাদী….আমি কিন্ত ভাই no ১ এর টাই.আপনি লিঙ্ক দান,আমি like দিব

Level 0

মানুষ ৩ প্রকার:
যুক্তিবাদী
অন্ধবিশ্বাসী
উল্টাবাদী….আমি কিন্ত ভাই প্রথমটা
joss BoSs…. adil1227
আসলে কি জানেন ভাই, গ্লাইডার সাহেবদের মতো উল্টাবিশ্বাসী দের জন্যই পৃথিবীতে শান্তি খোঁজে পাওয়া কঠিন ।
হেদায়েতের মালিক আল্লাহ সুতারাং…. কি বলব…!!!
NirzonAlo ভাই আপনাকে ধন্যবাদ।।

আপনার সবগুলো টিউনই বরাবরের মত অসাধারন হয়, ধন্যবাদ ভাল থাকবেন।

    @আব্দুল মালেক: ধন্যবাদ।
    একটু ব্যস্তো তাই কমেন্ট করতে পারিনি।নতুন আইডি-https://www.techtunes.io/tuner/nirzonalobd/

Level 0

subhanallah…

অবিশ্বাসীদের জন্য পবিত্র কোরআনে এরকম হাজারো নিদর্শন রয়েছে। কোন কিছু নতুন করে প্রমানিত হলে কুরআনের সাথে মিলে যাওয়ার কারণ হলো কুরআন হলো সব সময়ের জন্য মহাগ্রন্থ।

    @আবদুল মতিন: ধন্যবাদ।
    একটু ব্যস্তো তাই কমেন্ট করতে পারিনি।নতুন আইডি-https://www.techtunes.io/tuner/nirzonalobd/

কোর আনের সাথে কোনো জিনিসের মিল পাওয়াগেলে কেন যে নামধারীদের গায়ে এত জালা লাগে???_

কোর আনের সাথে কোনো জিনিসের মিল পাওয়াগেলে কেন যে নামধারীদের গায়ে এত জালা লাগে???_!!!

@বোকাসোকা: কথায় বুঝাযায় ধর্মকে ভালবাসেন,মুসলমান তো?!

Level 0

যেখানে জাই সেখানে religion িনয়া কথা……ভাল লােগ না……িটউনার ভাই ২০১২ েত পৃিথবীেত কী হবে বলেন। অনেক টাইম আছে হিসাব করে বলেন। দেখি আপনি কি বলেন……………
ভাই আমরা সবাই religion ভালোবাশী………Future িক হবে তা ইংগিত দেয়া আছে তার মানে এই নয় যে পুরপুরি সথিকভাবে বলা হইসে।

Level 0

লােভর নামে “ইসলািম ব্যাংক” গিয়া সুদ খান আবার religion নিয়া কথা কন……… আমরা সবাই আগে ভাল হই তারপর হবে অন্য কথা……

Level 0

মনীরুল আমীন @ ভাই এত সন্দেহ করেন কেন ??? আপনি সাসসা মুসল্মান ত নাকি JMB…….

    @bangali: ধন্যবাদ।
    একটু ব্যস্তো তাই কমেন্ট করতে পারিনি।নতুন আইডি-https://www.techtunes.io/tuner/nirzonalobd/

সকল কিছুতে ধর্মকে টানেন কেন??
আমি মুসলমান নই, তাই নিরপেক্ষভাবে আপনার উল্লেখিত বিষয়টি যাচাই করা আমার পক্ষে সহজ। দুইটি সুর্য একই গ্রহে উঠে, এই বিষয়ে আপনার উল্লেখ করা আয়াতের কোন মিল আমি খুজে পেলাম না।

    @রাজিব: ধন্যবাদ।
    একটু ব্যস্তো তাই কমেন্ট করতে পারিনি।নতুন আইডি-https://www.techtunes.io/tuner/nirzonalobd/

আল্লাহ মহান, তিনি ক্ষমাশীল।

    @রাসকিন: ধন্যবাদ।
    একটু ব্যস্তো তাই কমেন্ট করতে পারিনি।নতুন আইডি-https://www.techtunes.io/tuner/nirzonalobd/

খুব ভাল লাগল টিউনটি,
আসলে কেয়ামত পর্যন্ত যতই পবিত্র ক্বোরানকে পর্যালোচনা করবে ততই নতুন নতুন আবিস্কার বের হবে ইনশাল্লাহ।
আর যারা ক্বোরানের পক্ষেনাই তারা ভাইয়েরা দয়া করে কটুক্তি মুলক কমেন্ট করবান্না যার যার বিশ্বাস তার তার কাছে।
যথা সম্ভব সবাই বিতর্ক এড়িয়ে যাবেন,
আর সবার জন্য দোয়া আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন।
ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    @আতাউর রহমান: ধন্যবাদ।
    একটু ব্যস্তো তাই কমেন্ট করতে পারিনি।নতুন আইডি-https://www.techtunes.io/tuner/nirzonalobd/

টিউনটি খুব ভাল লাগল

    @রোমেল বগুড়া: ধন্যবাদ।
    একটু ব্যস্তো তাই কমেন্ট করতে পারিনি।নতুন আইডি-https://www.techtunes.io/tuner/nirzonalobd/

Level 0

jokhon e biggani ra notun kisu bahir kore, tokhoni dekha jai koran ar omuk aayat a oitar kotha bola ase. bujruki ar r jaiga pai na .
sara world ar birat akta disease holo cancer and aids. manus ak din na ak din thik e ar medicine abiskar korbe and tokhon ai sreni ra bolbe koran ar omuk chipay to aita chilo. vai re world arbi vasi manus ar sonkha 50 kuti. jader matri vasha holo arbi. ai sob pondit ra keno akhon koran ar kono chipay cancer and aids ar nirmul korar upay pai na???

@sohel 100 ভাইজান আপনার এইড্স এর ঔষধ দরকার নাকি কেন্সার এর ঔষধ?আপনি কোনটায় আক্রান্ত?নইলে এর ঔষধ এর জন্য এত মাথা গরম কেন?বেটা ফাজিল কোথাকার বিজ্ঞানিরা কোনো জিনিশ আবিষ্কারের ফরমুলা কি তোর দাদার লেখা কোনো বই থেকে নেয়?আল্লাহর সাথে গাদ্দারি করস?মরার পর বুজবি মজা

রাজিব ভাই আপনি এক জন আজিব মানুষ এখানে মিল খুজে না পাওয়ার কি হল?এত স্পষ্ট জিনিষ না বুঝা খুবই দুখঃ এর বেপার

@মনিরুল আমিন;;;অবিশ্বাসীদের জন্য পবিত্র কোরআনে এরকম হাজারো নিদর্শন রয়েছে। কোন কিছু নতুন করে প্রমানিত হলে কুরআনের সাথে মিলে যাওয়ার কারণ হলো কুরআন হলো সব সময়ের জন্য মহাগ্রন্থ।
this comment is 100% hacha kotha

@গ্লাইডার; আপনি নাস্তিক না আস্তিক?নিজের সফলতার জন্য ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহন করুন;আমি আমার লাভের জন্য না বরং আপনার লাভের জন্য বলছি কারন আমি চাইনা মরার পর আপনি ডান্ডার বারি খান

@বোকাসোকা; আপনি ধর্মের বেপারে আসলেই বোকা,কারন আপনি খোঁজ নিয়ে দেখেন বেশির ভাগ আবিষ্কারই বিজ্ঞানিরা মহা গ্রন্থ আল কোরান রিসার্চ করার মাধ্যমে করে থাকে

@NirzonAlo;আপনাকে ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য এই ধরনের আর ও টিউন চাই

    @nomansharif: ধন্যবাদ।
    একটু ব্যস্তোতাই কমেন্ট করতে পারিনি।নতুন আইডি–https://www.techtunes.io/tuner/nirzonalobd/

:).Alhamdulillah