আবারও এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক মেসেঞ্জারে অ্যাভাটার বা অবতার তৈরি করা যায় অনেক আগে থেকে। কিন্তু এবার হোয়াটসঅ্যাপেও একই কাজ করা যাবে। জানা গেছে, অ্যাভাটার বিভাগের জন্য কাজ শুরু করেছে জনপ্রিয় এ কোম্পানি। অ্যান্ড্রয়েড ফোনে বেটা ভার্সনে আপাতত অ্যাভাটার বা অবতার ফিচার এসেছে হোয়াটসঅ্যাপএ। কবে সব গ্রাহকের ফোনে এই ফিচার পৌঁছাবে সেই বিষয়েও কোনো নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।
এ ছাড়া ভিডিও কলের সময় নিজেকে মুখোশের পেছনে নেয়ার জন্য বিশেষ এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ভবিষ্যতে আপডেটের মাধ্যমে এই ফিচার মেসেজিং প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে বলে জানা গেছে। যদিও মার্কিন সংস্থাটি অ্যাভাটার বিভাগ এ প্রসঙ্গে এখনো মুখ খোলেনি।
তবে জানা গেছে, এখনও ডেভেলপমেন্টের কাজ চলছে ফিচারটি। একটি ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শিগগিরই আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ভেতরে আলাদা অ্যাভাটার বিভাগ যুক্ত হবে। বেটা আপডেটের মাধ্যমে ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে নির্বাচিত গ্রাহকদের কাছে এই নতুন ফিচার পাঠাতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার ব্যবহার করে ভার্চুয়াল অবতার তৈরি করা যাবে, এবং যা স্টিকার হিসেবে শেয়ার করা যাবে।
ওই ওয়েবসাইটে অ্যাভাটার বিভাগের একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছে। স্ক্রিনশটে কয়েকটি অ্যাভাটেরের নিচে নিজের পৃথক অ্যাভাটার তৈরির অপশন দেখা গেছে ওই ওয়েবসাইটে।
এ ছাড়া সাম্প্রতিক রিপোর্টে জানা যায়, মেসেজের পর স্ট্যাটাসেও রিঅ্যাকশন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যেই বেটা ভার্সনে এই ফিচার সবের কাছে পৌঁছেছে। একই সঙ্গে উইন্ডোজ অ্যাপের জন্য গ্যালারি ভিউ আপডেট করেছে মেসেজিং অ্যাপটি।
এদিকে সম্প্রতি হোয়াটসঅ্যাপ নিয়ে গ্রাহকদের সতর্ক করেছেন সংস্থাটির সিইও উইল ক্যাথকার্ট। একটি টুইটে তিনি বলেন, বর্তমানে হোয়াটসঅ্যাপের মতোই দেখতে নকল কয়েকটি হোয়াটসঅ্যাপ বাজারে এসেছে। সেগুলো যেন কোনোভাবেই কেউ তার মোবাইল না ইনস্টল করেন। ভুয়া অ্যাপ ইনস্টলের ফলে বড়সড় সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ ভাইরাল সংবাদ শিরোনাম, বিজ্ঞান ও প্রযুক্তি, টেক নিউজ, প্রতিবেদন, স্বাস্থ্য এবং সৌন্দর্য টিপস, খেলা, বিনোদন, চাকরি, খবর পেতে এখানে ক্লিক করুন
আমি তারিফ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।