খুব সহজ পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন আপনারা ? অনেক দিন পর আজ বিজ্ঞান বিষয়ক একটি টিউন করছি। আজ আপনাদের জন্য রয়েছে কিভাবে আমরা নিজের তৈরি যন্ত্রপাতি দিয়ে খুব সহজ পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারি তার বর্ণনা । চলুন দেখি -

প্রয়োজনীয় উপকরন

  • চুন গোলা
  • কাপড় কাঁচার সোডা
  • সিগারেটের প্যাকেটের পাতলা কাগজ বা রাংতা কাগজ
  • প্লাস্টিকের বোতল
  • স্যালাইনের পাইপ
  • হোমিওপ্যাথিক শিশি
  • মোমবাতি
  • দিয়াশলাই

কি করতে হবে

  • প্রথমে একটি প্লাস্টিকের বোতলের ছিপি ছিদ্র করে স্যালাইনের পাইপ ঐ ছিদ্র দিয়ে সামান্য ভিতরে ঢুকাই এবং মোম গলিয়ে পাইপের চারপাশের রাস্তা বন্ধ করে দিই যাতে বায়ু প্রবেশ করতে না পারে।
  • এবার প্লাস্টিকের বোতলে ২০/৩০ মিলি পানি নেই ।
  • সিগারেটের ৩/৪ টি রাংতা কাগজ টুকরা টুকরা করে বোতলের পানিতে রাখি ।
  • এবার বোতলের ভিতর সামান্য চুন গোলা এবং এর সমপরিমান বা তার একটিু বেশি সোডা মিশ্রিত করি ।
  • এখন বোতলের ছিপি আটকে দিয়ে স্যালাইনের পাইপের অপর প্রান্ত একটি পাত্রে রক্ষিত পানিতে ডুবিয়ে রাখি ।
  • মাঝে মাঝে বোতলটিকে ঝাঁকাই । দেখা যাবে পাত্রের পানিতে পাইপের ভিতর দিয়ে বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে ।
  • এখন পানির নিম্নমুখী অপসারন দ্বারা হোমওিপ্যাথিক শিশির মধ্যে হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করি।

প্রথম প্রকাশ আমার শিক্ষার আলো ব্লগে।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যখন ছোট ছিলাম তখন অনেক চেষ্টা করেছি। পারি নি। টিউন পড়ে আপনার উপর খুব রাগ হচ্ছে ! ছোট বেলায় যদি আপনাকে পেতাম! 🙂 খুব ভাল হত।

অনেকদিন পর আপনাকে স্বাগতম!

ভাইজান
কিভাবে পরমানু ভেংএ পারমানবিক বোমা বানান যায় তা নিয়ে একটা টিউন করুন

ভালো লাগলো স্যার 😀

আচ্ছা স্যার আমরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি কইরা কি করাম !!! 😛

ধন্যবাদ স্যার শেয়ার করার জন্য। উপরের লাইনে জাস্ট একটু ফান করলাম আমার কাজে না লাগলেও সাইন্সের ছাত্রদের এটা বেশ কাজে লাগবে। তবে স্যার আমি মরিচা বানাইতে পারি… আগে ছোট কালে অনেক বানাইছি। ওটাতে গন্ধক নামের এক প্রকার মানে আপনাগোঁ সাইন্সের জিনিস আর কি… লাগে। 😀

বরাবরের মতই অসাধারণ, চালিয়ে যান স্যার। 😀

Level 0

পরমানু ভেংএ পারমানবিক বোমা বানান যায় তা নিয়ে একটা টিউন করুন

ধন্যবাদ,সেভ করেছি ৮/৯ক্লাসের ছাত্রদের পড়াবো বলে।বাচ্চাদের কোন বিপদ হবে নাতো?

সুন্দর টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি সময় পানি কালো হয়!!!
কি উপায় পানি পরিষ্কার রাখা সম্ভব??