ঢাকার আকাশে আজ মধ্য রাতের পর দেখা যাবে আকর্ষণীয় উল্কাবৃষ্টি। উত্তর, উত্ত-পূর্ব আকাশে ক্যাসিওপিয়া তারা মণ্ডলের কিছুটা বামে ইতাপার্সি তারার পাশের অঞ্চল থেকে শুরু হবে এই পার্সিড উল্কাবৃষ্টি। এ সময় একটি ধুমকেতু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে।
মহাজগতিক দুর্লভ এই মুহূর্তে দেখা যাবে উজ্জ্বল এই উল্কার ছাপ। বিজ্ঞান সংগঠকের মহাকাশ বিভাগ এই উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর খান। তিনি জানান, উল্কাবৃষ্টির নেতিবাচক কোনো প্রভাব নেই। উল্কা যখন বায়ুমণ্ডলের ভেতরে আসে তার ঘর্ষণের ফলে এই আলো জ্বলে ওঠে। আজ রাতে উত্তর-পূর্ব দিকে তাকালেই এই আলোর বৃষ্টি দেখা যাব।
উপরের খবরটি আমাদের সময় থেকে নেওয়া।উল্কা সর্ম্পকে আরো জানতে এই টিউনটি পড়ুন।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
আচ্ছা