ভেক্টর রাশিগুলো মনে রাখার উপায়-
ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে
ভরবেগ বেগ সরণ বল পৃষ্টটান ওজন ত্বরণ মন্দন ভ্রামক সান্দ্রতা প্রাবল্য মহাকর্ষীয় বল
বিদ্যুত পরিবাহী পদার্থের নাম মনে রাখার উপায়
মামা পাপা এস ধাক্ষা
মাটি মানবদেহ পারদ পানি এসিড সবজি ধাতু ক্ষার
আপনারা সবাই কখনো না কখনো মুখে নল লাগিয়ে পানীয় খেয়েছেন, একটির বদলে দুইটি দিয়ে খাওয়া আরো সহজ....আচ্ছা যদি একটি পানীয়ের ভিতরে R একটি গ্লাসের বাইরে থাকে তাহলে? আগে কখনো না করে থাকলে করে দেখতে পারেন.....
আচ্ছা এবার একটি সহজ প্রশ্ন
আমরা জানি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য ।
কিন্তু আমরা এও জানি
g = GM/R^2
এ সূত্রানুসারে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান অসীম (আসলে অসংঙ্গায়িত) যেহেতু পৃথিবীর কেন্দ্রে R = 0 ।
আসলে ঘটনাটি কি? একটু চিন্তা করেন
আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আমিও এটা নিয়ে চিন্তা করছিলাম টিচারকে বলতে সাহস পায়নি।