চিত্রকররা তাদের কাজকে একটা জ্যামিতিক অনুপাতের এর মধ্যে রাখতে চায়। হয়তো ভাবছেন, কী সেই অনুপাত? হ্যাঁ, আমি Golden Ratio এর কথা বলছি। এই Golden Ratio তাদের কাছে ডিভাইন অনুপাত নামে পরিচিত। নিজের অজান্তে বা জেনেই তারা এটা ব্যবহার করে আসছেন। যদি Golden Ratio অনুসরণ করা হয় তবে তা বানাবে খুব দৃষ্টিনন্দন আর্ট। লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনালিসা, ডাচ চিত্রকর মন্দ্রিয়ান এর আবস্ট্রাক্ট আর্ট এবং সালভাদর দালির লাস্ট সাপার এখানে উল্লেখ করার মতো। অবশ্য অনেক বিজ্ঞজনেরা এইসবকে কাকতালিয় বলে উড়িয়ে দিয়েছেন। যাকে নিয়ে এতো কথা সেই Golden Ratio টা আসলে কী? এটা আসলে আর কিছুই নয়, একটা গাণিতিক অনুপাত, ১:১.৬।
মজার ব্যাপার হলো এই Golden Ratio কে আমাদের ব্রেন সবচেয়ে উপভোগ্য হিসাবে নিতে পারে। এই Golden Ratio এর গবেষণার অগ্রদূত হিসাবে নর্থ ক্যারোলিনার ডিউক বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক আড্রিয়ান বেজান এর নাম উল্লেখ করার মতো। তার মতে, মানুষের চোখ অন্য ইমেজের চেয়ে, যেসব ইমেজ Golden Ratio কে অনুসরণ করে তাকে খুব সহজে নিতে পারে। আর যেসব ইমেজকে চোখ সহজে নিতে পারে আমরা সেগুলোকে বলি, আহা কি সৌন্দর্য! এই Ratio দ্বারা সবকিছুকে ব্যাখ্যা করা যায় না। তবে অনেক ক্ষেত্রে একটি সাদৃশ্যকে দাড় করানো গেছে।
বিজ্ঞনীরা সবচেয়ে সুন্দর মুখের আকৃতির উপর গবেষণা করছেন। তাদের মতে সৌন্দর্য লুকিয়ে আছে চোখ, মুখ ও কানের মাঝামাঝি অংশের ডায়মেনশন এর মধ্যে। তারা মাপজোক করেছেন। তাদের হিসাব অনুযায়ী শানিয়া টোয়েইন এর মুখাবয়ব পেয়েছে সবচেয়ে আকর্ষনীয় ফিচার, যা কিনা জার্নাল ভিশন রিসার্চ এ প্রকাশিতও হয়েছিল। কেউ যদি তার মুখাবয়বকে আরো দৃষ্টিনন্দন করতে চান, ফটোশপ তাকে সাহায্য করতে পারে। এর সাহায্যে চোখ, মুখ ও কানের মধ্যকার দূরত্বকে adjust করা যায়…এরপর প্লাস্টিক সার্জারী. গবেষনায় দেখা যায়, এঞ্জেলিনা জোলি এর মুখের ফিচার Golden Ratio তে ফিট হয় না, যেমন হয় শানিয়া টোয়েইন এর ক্ষেত্রে। তবে তাদের এ গবেষণা কেবল সাদা মহিলাদের জন্য প্রযোজ্য। ভাবছি, বাংগালীদের জন্য এটা কতটুকু জটিল হতে পারে!
ডঃ স্টিফেন মারকোয়ার্ড বানিয়েছেন একটি জ্যামিতিক মাস্ক যা কিনা একটি আনুপাতিক মুখাবয়বকে তুলে ধরে। এই মাস্কটি Golden Ratio কে অনুসরণ করে। এটা মুখাবয়বকে ভেংগে একটি মাপজোকের মধ্যে নিয়ে আসে। কেউ যতই এই Golden Ratio কাছাকাছি আসবেন ততই তার সৌন্দর্য! আর কেউ যদি এই অনুপাত থেকে দূরেও থাকে, চিন্তামাত, প্লাস্টিক সার্জারী তো আছেই!
সূত্রঃ
[1]http://www.bbc.co.uk/radio4/science/allinthemind_golden.shtml
[2]http://en.wikipedia.org/wiki/Golden_ratio
[3] [4]BBC
[5]BBC
[6] The Sun
আমি শামস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন টিউন, যারা গ্রাফিক্স বা ছবি আকতে ভালোবাসে তাদের জন্য দারুন কাজে আসবে (যেমন আমার) !
ধন্যবাদ !