গত ১০০ বছরের দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণ যারা মিস করেছেন তাদের জন্যে এক্সক্লুসিভ ভিডিও ও ছবি এবং কিছু তথ্য… – ডিজে আরিফ

আসসালামুয়ালাইকুম,

গতরাতে সারা পৃথিবীর মানুষ [সরাসরি বা টিভিতে অথবা নেটে] গভীর বিস্ময়ে দেখলো ১০০ বছরের সবচেয়ে দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণ। যদিও পৃথিবীর সব অংশ থেকে সমানভাবে এবং একইভাবে দেখা যায়নি বিস্ময়কর এই দীর্ঘ চন্দ্রগ্রহণ। পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ভিন্ন ভিন্নভাবে এটি পরিদর্শিত হয়েছে, আপনি কিভাবে দেখেছেন সেটা আপনার লোকেশনের উপর নির্ভর করে। কিছু স্থান থেকে একদম পারফেক্ট ভিউ পাওয়া গেলেও কিছু স্থানে মেঘাচ্ছন্ন আকাশ বা দিনের আলোর কারণে চন্দ্রগ্রহণ ভালোভাবে দেখা সম্ভব হয়নি। তো যারা দেখতে ব্যর্থ হয়েছেন বা ভালো ভাবে দেখতে পারেন নি, কেউ হয়তোবা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, অথবা ব্যস্ততার করণে দেখা সম্ভব হয়নি। তাই এই টিউনে আমি মোটামুটি এই চন্দ্রগ্রহণ সম্পর্কে সামান্য কিছু ধারণা আর কিছু ছবি ও ভিডিও শেয়ার করবো...

গতকাল স্লোহ নামক এই ওয়েবসাইটে লাইভ বাড়তি ইনফোরমেশন সহ ফিড পাবলিশ করা হয়েছিল, এটি পরিচালনা করেছিলেন কয়েকজন অ্যাস্ট্রোনোমার। যদিও এখনো কিছু ইনফোরমেশন সাইটটিতে রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখন সেখানে কোন রেকর্ড করা ভিডিও ফুটেজ নেই। স্লোহ এর ওয়েবসাইট দেখতে এখানে ক্লিক করুন।

দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণের মত এতো বড় ঘটনা ঘটে যাবে, অথচ জায়ান্ট তথা বিগ জি কোন পদক্ষেপ নিবে না এমনটি হতেই পারে না... বিগ জি এর অন্যতম সেরা সার্ভিস ইউটিউবেও ছিল জাকজমকপূর্ন লাইভ টেলিকাস্ট। পুরো চন্দ্রগ্রহণটাই লাইভ টেলিকাস্ট করেছে বিগ জি এর ইউটিউব। কিন্তু দুঃখের বিষয় অসাধারণ সেই লাইভ টেলিকাস্টের কোন ভিডিও রেকর্ড করে গুগল ইউটিউবে রাখেনি। যদিও ইউটিউবে শয়ে শয়ে ভিডিও রয়েছে চন্দ্রগ্রহণের, যদিও কোনটাই ইউটিউবের অফিশিয়ালভাবে রেকর্ড করা না...

যারা দেখতে পারেননি তাদের জন্য গত ১০০ বছরের দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণের একটি প্রোফেশনাল ভিডিও [১৫ মিনিট] দেয়া হলঃ

http://www.youtube.com/watch?v=vuHpvcgyqes

কেউ যদি উপরের পনের মিনিটের ভিডিওটি দেখতে না চান [ব্যান্ডউইথ লিমিটেড থাকার কারণে] তবে উপরের ভিডিও যে ইউজার আপলোড করেছে সেই ইউজারেরই তৈরী উক্ত ভিডিওর ২৪ সেকেন্ডের একটি ছোট ভার্সন নিচে দেয়া হলঃ

এরকম আরো অনেক ভিডিও পেতে পারেন এই লিঙ্কে গিয়ে...

১৫জুন ও ১৬ই জুন এর মাঝামাঝি সময়ের এই চন্দ্রগ্রহণের কিছু ছবিঃ

Lunar Eclipse. Maputo, Mozambique

Lunar Eclipse. Maputo, Mozambique

Lunar Eclipse 15 June 2011

এরকম আরো অনেক ছবি আপনি গুগলে অথবা ফ্লিকারে খুজলেই পেয়ে যাবেন। ফ্লিকারে এই চন্দ্রগ্রহণের ছবিগুলো পেতে এখানে ক্লিক করুন

তো আজকে এখানেই শেষ করছি আমার টিউন। কেমন লাগলো জানাতে নিশ্চই ভুলবেন না... আমার টিউন গুলো দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক অজানা বিষয়গুলো জানা হলো । আপনাকে ধন্য বাদ অসাধারন একটি টিউন করার জন্য্।

    আপনাকেও অনেক ধন্যবাদ অসাধারণ একটি টিউন পড়ার জন্যে 😉

Level New

চন্দ্র গ্রহ্ন এ প্রথম সরাসরি দেখেছি। খুব ভাল লেগেছে। শেষ মুহূর্তে চন্দ্রগ্রহুণ টা ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্যে…

Level 0

ধন্যবাদ অসাধারণ একটি টিউন করার জন্য্।very nice

Level 0

গতানুগতিক বিষয়ের বাইরে টিউন করছো দেখে অনেক ভালো লেগেছে আরিফ। ভালো থেকো। চালিয়ে যাত্ত। 🙂

    আপনিও ভালো থাকবেন মাহবুব ভাই… আপনার টিউন পাচ্ছি না বেশ অনেক দিন… আশা করি শীঘ্রই আবার আপনাকে দেখতে পাবো…

    Level 0

    🙁 কবি এখানেই নীরব 🙁 যেতে নাহি চাই………তবু চলে যেতে হয়………..

কেয়া বলু মেরা ত বহুত আচ্ছা লাগা……….

    আরে কেয়া ইয়ে সাচ হ্যা? আসাল মে মুঝে ভি আপকা কমেন্ট পাকে বহতি বাড়িয়া লাগা, মাগার ইয়ে বাংলা ব্লগ হ্যা, ইস লিয়ে আগলি বার সে কই হিন্দি কমেন্ট নেহি চালেগা… 😆

    আরে ইয়ার মেরা তো গলতি হোগেয়া ঠিক হে আগলি বার নেহি করেগা

Level 0

আপকো বাহুত ধন্যবাদ।

দেখতে পারি নাই, মনে ছিল না।ভিডিওটা দেখে দুধের স্বাদ ঘোলে মিটালাম।ধন্যবাদ শেয়ারের জন্য।

আমি দেখি নি, খুব খারাপ লাগছে।

    দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিন, কি আর করা…

Level 0

দিলেন তো দুঃখ টা বাড়িয়ে।কারন মেঘের কারনে দেখতে পারলাম না।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য…