প্রায়ই দেখা যায় গ্রামে গন্জে লোক জন স্বাস্থের জন্য,চাকরির জন্য,ছেলে মেয়েদের পড়া লেখার জন্য,মেয়ের বিয়ের জন্য ভন্ড পীর ,ফকির ও সাধুদের কাছে ভিড় জমায় । পীর,ফকিরদের একটি ক্ষমতা সবাইকে আকৃষ্ট করে কিছুক্ষন ওম হ্রিং জাতীয় মন্র পড়ে ফু দিয়ে আগুন জ্বালায় । আগুনে রোগ বালায় দুর হয় মনের বাসনা পুরন হয় । সত্যি কি তাই হয় যাই হোক এবার আপনিও নিচের পদ্ধতি অনুসরন করে সাধুদের মত আগুন জ্বালতে পারবেন ।
একসপেরিমেন্ট করতে যা লাগবে
কড়াত কলের গুড়া,আধা চামচ মিহি পটসিয়াম মারমাঙ্গানেটর গুড়া ,তরল গ্লিসারিন ।
যেভাবে করবেন
করাত কলের গুড়ো কিছুটা নিয়ে তার উপর মিহি পটসিয়াম পারমাঙ্গানেটের আধা চামচ ছড়িয়ে দিন । ঘি ঢালা হচ্ছে এমন ভাবে তরল গ্লিসারিন পারমাঙ্গানেটের উপর ঢালুন । অল্প কিছুক্ষনের মধ্যেই কাঠের স্থুপে আগুন জ্বলা শুরু করবে ।
আমি champ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জটিল তো