আসসালামু আলাইকুম, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি ম্যাজিক । অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না । তবে যারা জানেন না তারা জানুন আর যারা জানেন তাদের জন্য হয়তো নতুন হিসেবে থাকবে ম্যাজিকটির ব্যাখ্যা অর্থাৎ কিভাবে ঘটে তার ব্যাখ্যা । তাহলে চলুন দেখা যাক -
ছাত্র জীবনে টিউশনি করেননি এমন কাউকে খুঁজে পাওয়া মনে হয় একটু কষ্টের ব্যাপার। ধরুন আপনি একজন ৬ষ্ঠ বা ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে পড়ান কিন্তু আপনার শিক্ষার্থী খুব দুষ্ট এবং পড়ায় তার মন বসেনা । তো আপনার অবস্থা খুব কঠিন । তারা দেখুন আমার আজকের টিপসটি কাজে লাগে কিনা । পড়াতে গিয়ে আপনার শিক্ষার্থীকে বলুন কাল রাতে আমার কাছে এক ছোট্ট পরী এসেছিল । সে বলেছে তার বন্ধু দরকার । আপনার শিক্ষার্থীকে বলুন সে কি পরীর সাথে বন্ধুত্ব করবে কিনা । যদি করতে চায় তবে পরী নিজে এসে তোমাকে চিঠি লিখে জানাবে । একথা শুনে নিশ্চয়ই রাজি হবে । তারপর আপনি যা করবেন -
আমি নীল পরী । তোমার সাথে বন্ধুত্ব করব কিন্তু তুমি ঠিকমত পড়াশোনা করনা । যদি তুমি ভালমত পড়াশুনা কর তবে বন্ধুত্ব করব ।
লেবুর রস দিয়ে কাগজে লেখার পর শুকালে লেবুর রস শুকিয়ে অদৃশ্য হয়ে যায় কিন্তু তা কাগজের মধ্যেই থাকে । প্রত্যেকটি জীবন্তু বস্তু বা প্রানীর মধ্যে কার্বন থাকে । লেবুর রসে এক ধরনের এসিড থাকে । যখন লেবুর রস দিয়ে লেখা কাগজে হিট দেয়া হয় তখন লেবুর রসের এসিডে যে কার্বন থাকে তা তাপে পুড়তে থাকে। ফলে তা কাল হয়ে লেখা স্পষ্ট হয়ে যায় ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
Thanks