ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখি (১০ম পর্ব)

আসসালামু আলাইকুম, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি ম্যাজিক । অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না । তবে যারা জানেন না তারা জানুন আর যারা জানেন তাদের জন্য হয়তো নতুন হিসেবে থাকবে ম্যাজিকটির ব্যাখ্যা অর্থাৎ কিভাবে ঘটে তার ব্যাখ্যা । তাহলে চলুন দেখা যাক -

ছাত্র জীবনে টিউশনি করেননি এমন কাউকে খুঁজে পাওয়া মনে হয় একটু কষ্টের ব্যাপার। ধরুন আপনি একজন ৬ষ্ঠ বা ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে পড়ান কিন্তু আপনার শিক্ষার্থী খুব দুষ্ট এবং পড়ায় তার মন বসেনা । তো আপনার অবস্থা খুব কঠিন । তারা দেখুন আমার আজকের টিপসটি কাজে লাগে কিনা । পড়াতে গিয়ে আপনার শিক্ষার্থীকে বলুন কাল রাতে আমার কাছে এক ছোট্ট পরী এসেছিল । সে বলেছে তার বন্ধু দরকার । আপনার শিক্ষার্থীকে বলুন সে কি পরীর সাথে বন্ধুত্ব করবে কিনা । যদি করতে চায় তবে পরী নিজে এসে তোমাকে চিঠি লিখে জানাবে । একথা শুনে নিশ্চয়ই রাজি হবে । তারপর আপনি যা করবেন -

কি কি লাগবে

  • লেবু
  • চিকন তুলি
  • কাগজ
  • হেয়ার ড্রাইয়ার/ইস্ত্রি/তাপ দেয়ার যেকোন কিছু

কি করতে হবে

  • প্রথমে আপনি লেবুর রস একটা বাটিতে নিন ।
  • চার/পাঁচ টি কাগজ নিয়ে যেকোন একটিতে তুলির সাহায্যে লেবুর রস দিয়ে লিখুন - আমি নীল পরী । তোমার সাথে বন্ধুত্ব করব কিন্তু তুমি ঠিকমত পড়াশোনা করনা । যদি তুমি ভালমত পড়াশুনা কর তবে বন্ধুত্ব করব ।
  • তারপর কাগজটি ভালমত শুকিয়ে নিন । দেখবেন আপনার লেখা অদৃশ্য হয়ে গেছে ।
  • কাগজগুলো নিয়ে আপনার শিক্ষার্থীর বাসায় যান এবং বলূন আজ পরী তোমাকে চিঠি লিখবে ।
  • তারপর কাগজগুলো টেবিলের উপর রেখে ঘরের সব আলো নিভিয়ে দিয়ে অন্ধকার করুন এবং বলবেন পরী এসে কাগজের মধ্যে চিঠি লিখে রেখে যাবে ।
  • অন্ধকার ঘরে ৫/১০ মিনিট চুপ করে বসে থাকতে বলূন ।
  • তারপর একটি ইস্ত্রি বা হেয়ার ড্রাইয়ার দিয়ে কাগজগুলো হিট দিন ।
  • দেখা যাবে যে কাগজটিতে আপনি লিখেছিলেন তার লেখা কালো হয়ে স্পষ্ট হয়ে উঠবে ।
  • লেখাগুলো আপনার শিক্ষার্থীকে পড়তে দিন ।
  • পড়ার পর নিশ্চয়ই সে অবাক হবে এবং এতে তার পড়ার প্রতি আগ্রহ বাড়তেও পারে ।

কিভাবে ঘটে

লেবুর রস দিয়ে কাগজে লেখার পর শুকালে লেবুর রস শুকিয়ে অদৃশ্য হয়ে যায় কিন্তু তা কাগজের মধ্যেই থাকে । প্রত্যেকটি জীবন্তু বস্তু বা প্রানীর মধ্যে কার্বন থাকে । লেবুর রসে এক ধরনের এসিড থাকে । যখন লেবুর রস দিয়ে লেখা কাগজে হিট দেয়া হয় তখন লেবুর রসের এসিডে যে কার্বন থাকে তা তাপে পুড়তে থাকে। ফলে তা কাল হয়ে লেখা স্পষ্ট হয়ে যায় ।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks

Level 0

জানা ছিল,শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাল হয়েছে। চালিয়ে যান। জিনিষ্টা প্রথম জানতে পেরেছি বোমকেশ সমগ্র থেকে। তাড়াতাড়ি আরেকটা টিউন নিয়ে হাজির হবেন এই আশা করছি।

ম্যাজিকটা জানা ছিল কিন্তু ব্যাখ্যা জানা ছিল না । শেয়ার করার জন্য ধন্যবাদ ।

পুনরায় জানলাম……….ধন্যবাদ…………….শেয়ার করার জন্য

মাশাআল্লাহ ভালো হয়েছে… 😛

জিনিসটা গোয়েন্দাগিরিতে কাজে লাগে। বিশেষ করে গোপন তথ্য প্রদানে।

আসলেই জানা ছিল না। অসাধারন হয়েছে। আহ, এরকম টিউন যদি প্রতিদিন পেতাম! পরের টিউন এর আশায় রইলাম।

Level 0

ঝাক্কাস ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 0

এরকম টিউন যদি প্রতিদিন পেতাম ……..

Level 0

আপনি অনেক দিন থেকে মিসিং ছিলেন।ব্যস্ত ছিলেন নাকি?আমি আপনার সম্মন্ধ্যে আমি বেশি কিছু জানিনা।আপনি পেশায় কি করেন?

আপনার লেখা বরাবরের মতই হিট।আমি লেবু দিয়ে এমন করা যায় সেতা জানতাম না।কিন্তু ছোট বেলায় এক ধরনের পানি কিনে আনতাম যা দিয়ে লিখলে কিছু থাকেনা কিন্তু হিট দিলে লেখা ভেসে উঠে।ওইটা লেবুর রস ছিলো কিনা কে জানে।

    Level 0

    চোক্ষাস।

    আমিতো বেশিদিন মিসিং ছিলাম না । আমার আগের টিউনগুলো দেখলেই বুঝতে পারবেন । হয়তো আপনার চোখে পড়েনি । তবে এখন আর আগের মত সময় দিতে পারিনা । আমার পেশা কি তা প্রথম পেজেই দেয়া আছে । আমার সম্পর্কে জানার আগ্রহ থাকলে ফেসবুকে আসতে পারেন । উপরে আমার ফেসবুক ঠিকানা দেয়া আছে । আর অনেক ধন্যবাদ আপনাকে ।

চমৎকার একটা জিনিস …………শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

Level 0

jak ami kintu ekta notun jinis, abishkar korlam,
premikake chithi likhle dhora khouyar chance kom.
@tobe bad luck, amar kono premika nai.@

Level 0

ছোটো কালে school এর স্মানে একজন লোক বোতল এর ভিতর এই সব নিয়ে বসে থাক্ত এবং লিখে লিখে দেখাত। তখন অনেক আগ্রহর সাথে দেক্তাম এবং মজা পাইতাম। 😀

I Know That, Then Many Many Thanks For Share With us… Stay Close

Level 0

সাবানের পানি দিয়ে করলেও হয়।