শিরোনাম দেখেই হয়তো অনেকে বুঝে গেছেন প্রথম আলো থেকে কপি-পেস্ট মারলাম। হ্যাঁ ঠিক তাই।
সেই পরিচয় হওয়ার পর থেকেই আমি প্রথম আলোর বুধবারের স্বপ্ননিয়ে এবং শুক্রবারের অন্য আলো এবং প্রজন্ম ডট কম এর ফ্যান। তাই এ সবের কোন খবর নজর কাড়লে মাঝে মাঝে সবার সাথে শেয়ার করি। হয়তো কপি পেস্ট করি, তারপর ও ভালো লাগে শেয়ার করতে। তাই যারা কপি-পেস্টকে ঘৃনা করেন তারা আমাকে ক্ষমা করে দিবেন।
আজকের প্রথম আলোর স্বপ্ননিয়ে পাতায় সুন্দর একটি ফিচার প্রকাশ করছে। এখানে গিয়ে অনলাইন ভার্সন টা দেখে আসতে পারেন। খান একাডেমির কথা এর আগে আমি সহ অন্যান্য অনেক টিউনারই শেয়ার করছে। তাই হয়তো অনেকেই জানেন খান একাডেমির কথা। খান একাডেমিতে বীজ গনিত, পাটিগণিত, জ্যামিতি, ক্যালকুলাস, পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ব্যাঙ্কিং সহ অনেক বিষয়ের কঠিন কঠিন টপিক্স গুলো বাংলাদেশী সালমান খান সমাধান করে ভিডিও আকারে সবার মাঝে ছড়িয়ে দিয়েছে এবং দিচ্ছে। যার সব গুলোই হচ্ছে ইংরেজীতে। যার ফলে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের বুঝতে অসুবিদা হচ্ছিল। এখন আর কোন বাঁধা থাকবে না শিখতে, কেননা এগুলো সব গুলো বাংলারে ট্রান্সলেশন করার ব্যবস্থা করা হয়েছে। আর সে নিয়েই প্রথম আলোর এ ফিচার। নিচে কপি পেস্ট করে দিলামঃ
"মনে আছে সালমানের কথা? বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের কথা? যে সালমান গণিতের নিরস ভাষাকে সরস উপায়ে ইউটিউবে উপস্থাপন করে জয় করেছিলেন বিশ্বের অসংখ্য শিক্ষার্থীর হূদয়। আর এই সাফল্যের জন্য গুগল পুরস্কৃত করে সালমান ও তাঁর খান একাডেমিকে।
সালমানের ভিডিওচিত্রগুলো ছিল ইংরেজিতে। ফলে প্রযুক্তিনির্ভর ও সহজবোধ্য এই শিক্ষাপদ্ধতি থেকে বঞ্চিত ছিল বাংলাদেশের বেশির ভাগ শিক্ষার্থীই। সম্প্রতি এই বাধা দূর হতে চলেছে। সালমানের উদ্ভাবিত ভিডিওগুলো বাংলায় অনুবাদ করার কাজ হাতে নিয়েছে আমাদের দেশের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ’।
ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের প্রকল্প সমন্বয়কারী সাবহানাজ রশীদ জানান, ‘খান একাডেমির গণিতের প্রায় এক হাজার ভিডিও গুগলের আহ্বানে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে, যার মধ্যে বাংলায়ও রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন আগামী এডুকেশন ফাউন্ডেশন, ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের সঙ্গে যোগাযোগ করে জানায়, তারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এই ভিডিওগুলো পৌঁছে দিতে চায়।
আগামী এডুকেশনের প্রয়োজনীয়তা এবং ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের স্বেচ্ছাসেবীদের কাজের জায়গায় একটা মিল তৈরি হওয়ায় এই অনুবাদের কাজ হাতে নেওয়া। ২০১০ সালের শেষদিকে চুক্তিতে সই করা হলেও প্রকল্পের বাস্তবায়ন করতে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত লেগে যায়। এখন পুরোদমে কাজ করছে ৬৫ জন স্বেচ্ছাসেবী। আগস্ট মাসের মধ্যে এক হাজার ভিডিও বাংলায় অনুবাদ করতে হবে। ’
ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ সূত্রে জানা যায়, ভিডিওগুলো যতটা সম্ভব নিখুঁতভাবে অনুবাদ করার জন্য পুরো কাজটি সম্পাদনা করা হয় কয়েকটি নির্দিষ্ট ধাপে। প্রথমেই একজন অনুবাদক ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন এবং এর কথাগুলো ইংরেজি থেকে বাংলায় আক্ষরিক অনুবাদ করেন। প্রথম পর্বের অনুবাদ শেষ হওয়ার পর, ওই একই অনুবাদক অনুবাদটি নিয়ে সরকার-অনুমোদিত পাঠ্যপুস্তক, অভিধান এবং পরিচিত শিক্ষক ও বন্ধুর মতামতের সঙ্গে মিলিয়ে অনুবাদের পাণ্ডুলিপিটি চূড়ান্ত করেন। এরপর এই পাণ্ডুলিপি দেওয়া হয় একজন স্বরশিল্পী বা ভয়েস ট্যালেন্টকে। এরপর ভয়েস ট্যালেন্ট পাণ্ডুলিপিটি পড়ে দেখেন এবং এরপর তিনি চলে যান শব্দধারণ পর্বে। ধারণ করা অডিও ক্লিপটি অডিও-ভিডিও সম্পাদক মূল ভিডিওটির সঙ্গে জুড়ে দেন।
বাংলা অনুবাদ এবং এর মানোন্নয়নে কাজ করছেন ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের স্বেচ্ছাসেবীরা।
ছবি: সাবহানাজ রশীদ
কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সাবহানাজ জানান, ‘কাজ অনেক দূর এগিয়েছে। কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য আরও স্বেচ্ছাসেবী অনুবাদক প্রয়োজন। এ ক্ষেত্রে একজন অনুবাদকের যেসব যোগ্যতা থাকা আবশ্যক: ইংরেজি থেকে বাংলায় সাবলীলভাবে অনুবাদ করার যোগ্যতা থাকতে হবে। বাংলাদেশের পঠিত শিক্ষাক্রমে গণিতে পারদর্শী হতে হবে। নির্ভুল ও বিশুদ্ধভাবে জ্যামিতি, বীজগণিত, ক্যালকুলাস ও পরিসংখ্যান বোঝার এবং অনুবাদ করার ক্ষমতা থাকতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করার মনোভাব থাকতে হবে। অভ্র বা যেকোনো ইউনিকোড সফটওয়্যার টাইপের সক্ষমতা থাকতে হবে। ’
যাঁরা গণিত বিষয়ে আগ্রহী এবং স্বেচ্ছাসেবক হিসেবে এই প্রকল্পে কাজ করতে চান, তাঁরা নাম, ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানাসহ ই-মেইল করুন:
[email protected] অথবা ভিজিট করুন http://www.facebook.com/1difb"
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আর সাথে সবাইকে প্রযুক্তির ব্লগ টেকটুইটস এ স্বাগতম।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
good luck,wish you best.more …