(১) যার জ্গান যত কম তার টাকা তত বেশি-
আমরা যারা Science এর student তারা সবাই একটা equation জানি সেটা হল-
Power=Work/Time ...................(1)
আবার আমরা জানি Knowledge is power & Time is money
(1)নং সমীকরণ দাড়ায়
Knowledge=Work/Money
or Money=Work/Knowledge ...........(2)
(2)নং সমীকরণ হতে দেখা যাচ্ছে যে,
কারো কাজকে constant ধরলে ব্যাপারটা দাড়ায় এরকম-যার জ্গান যত কম তার টাকা তত বেশি আবার যার জ্গান যত বেশি তার টাকা তত কম
আবার কারো জ্গানের পরিমাণ যদি শূন্য হয় তাহলে তার টাকার পরিমাণ হবে অসীম (যদিও কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে তাত্ত্বিকভাবে অসংজ্গয়িত হয়, অসীম নয়...)
(২) আচ্ছা পিতার বোন যদি পিসি হয় মাতার বোন কি হবে? এটা আমরা গণিত দিয়ে প্রমান করব
পিতার বোন = পিসি
১ এর বোন = পিসি/পিতা
মাতার বোন =মাতা*পিসি/পিতা
=মাসি(পি r পি কাটা ও তা r তা কাটাকটি)
যদিও ২ নং টা আমার পছন্দ না ...........
(চলবে)
আচ্ছা এবার একটি সহজ প্রশ্ন
-x কি positive না negative number
আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+ – দুটোই হতে পারে।