গুগল অ্যাসিস্ট্যান্ট কি? কিভাবে মোবাইলে সেটিং করবেন?

বিশ্ব আজ তুমুল গতিতে এগিয়ে চলেছে। এর কারণ হচ্ছে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন। প্রযুক্তির আশীর্বাদে মানুষের জীবন যাত্রাও অনেক সহজ হয়ে গিয়েছে। বিশ্বায়নের এই যুগে প্রযুক্তির সফলতা ও অগ্রযাত্রা যেনো থামছেই না। আর উন্নত প্রযুক্তি ধারী বিভিন্ন দেশের মধ্যে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের মাধ্যমে বিশ্বব্যাপী প্রযুক্তি নিরব বিপ্লব সাধিত হচ্ছে। এমনই একটি বিশ্ববিখ্যাত কোম্পানি বা প্রতিষ্ঠান হচ্ছে গুগল।

গুগল শুধু একটি সার্চ ইঞ্জিনই নয় বরং এটি একটি বহুমূখী সস্থা। মানুষের জীবনযাত্রার মানকে বহুলাংশে সহজ করে দিয়েছে গুগল। তারা প্রতিনিয়ত মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার করে যাচ্ছে। এমনই একটি আবিষ্কার হচ্ছে গুগল এসিস্ট্যান্ট। আজ আমরা এটি সম্পর্কে জানবো।

গুগল অ্যাসিস্ট্যান্ট বলতে কি বোঝায়

গুগল এসিস্ট্যান্ট কি, তা আমাদের ভালোভাবে বুঝতে হবে। গুগল এসিস্ট্যান্ট হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভয়েস কন্ট্রোলড এসিস্ট্যান্ট। কৃত্রিম বুদ্ধিমতা মানুষের স্বাভাবিক স্বভাব বা আচার আচরণকে ঘিরে কাজ করে অর্থাৎ একটি অটোমেটিক রোবটিক সিস্টেম।

বর্তমানে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে ল্যাপটপেও গুগল এসিস্ট্যান্ট ফিচার রয়েছে। তাই আপনি গুগল এসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। ভয়েস কমান্ডের মাধ্যমে কথা বলা বা নির্দেশ দেওয়া গুগল এসিস্ট্যান্ট-এর একটি যুগান্তকারী প্রযুক্তি।

গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কি কাজ করা যায়

গুগল এসিস্ট্যান্ট এর রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার বা সুবিধা। যার মাধ্যমে আপনি আপনার সময় ও শ্রম উভয়ই বাচাতে পারবেন। চলুন জেনে নেই এর কাজ।

  • গুগল এসিস্ট্যান্ট কে কোনো প্রশ্ন করলে এটি উত্তর দিয়ে দেয় ঝটপট। তাই আপনাকে কষ্ট করে প্রশ্ন লিখতে হবেনা এবং সময়ও বাচানো যাবে।
  • ভয়েস ও টেক্সট উভয় নির্দেশনায় গুগল এসিস্ট্যান্ট কাজ করে। এটি একটি অনন্য বৈশিষ্ট্য।
  • গুগলের সাথে কথা বলেই কোনো কিছু সার্চ করতে বা খুজতে পারবেন। ফলে কষ্ট করে টাইপ করার দিন শেষ!
  • মিউজিক কন্ট্রোল করতে গুগল এসিস্ট্যান্ট ব্যবহার করা যায়। যেমনঃ ফোনে কোনো ভিডিও দেখতে চাইলে বা গান শুনতে চাইলে আপনাকে আর টাচ করতে হবেনা। এর বিকল্প হিসেবে গুগল এসিস্ট্যান্ট আপনার কাজ করে দিবে।
  • গুগল এসিস্ট্যান্ট ব্যবহার করে যেকোনো অ্যাপ চালু বা বন্ধ করা যায়।
  • আপনার ফোনে যদি অনেক মেসেজ বা নোটিফিকেশন থাকে, যা আপনি পড়তে পারছেন না।  তখন গুগল এসিস্ট্যান্ট ব্যবহার করে নোটিফিকেশন বা মেসেজ গুলো চেক করে নিতে পারেন।
  • এলার্ম কিংবা সময় সেট করতে গুগল এসিস্ট্যান্ট ব্যবহার করা যায়।
  • গুগল এসিস্ট্যান্ট ব্যবহার করে আপনি আবহাওয়ার পূর্বাভাস জানতে পারেন।
  • টাইপ করা অত্যন্ত বিরক্তির কাজ। তাই কষ্ট করে টাইপিং না করে গুগল এসিস্ট্যান্ট এর সাহায্যে মেসেজ লিখতে পারেন।
  • এছাড়া কাউকে ফোন করতে চাইলে গুগল এসিস্ট্যান্ট ব্যবহার করে ভয়েস কমান্ডের মাধ্যমে কল করতে পারেন।

গুগল এসিস্ট্যান্ট ফিচারটি সম্পর্কে নিজেই আরও ভালোভাবে জানতে পারবেন, যখন আপনি এটি ব্যবহার করা শুরু করবেন।

মোবাইলে যেভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিং করতে পারেন

মোবাইল ফোনে গুগল এসিস্ট্যান্ট এর সুবিধা থাকায় এটি ব্যবহার করতে আপনাকে তেমন কষ্ট করতে হবেনা। প্রথমে এটি ব্যবহার করতে আপনাকে সেটিং করে নিতে হবে। চলুন জেনে নেই কিভাবে সেটিং করবেন।

  • প্রথমে আপনি আপনার ফোন থেকে গুগল অ্যাপটি ওপেন করুন। (ক্রোম ব্রাউজার নয়)।
  • তারপর আপনার হাতের ডানপাশের অপশনে More লেখে আছে। এই অপশনে ক্লিক করুন।
  • More অপশনে ক্লিক করে সেটিংস অপশনে গিয়ে পুনরায় More অপশনে ক্লিক করুন।
  • এবার খুঁজে দেখুন গুগল এসিস্ট্যান্ট অপশন আছে কিনা। তারপর সেখানে চলে যান।
  • এখন আপনার এসিস্ট্যান্ট ট্যাবে চলে যান।
  • এসিস্ট্যান্ট ট্যাবে আসার পরে আপনি একেবারে নিচের দিকে চলে যান। সেখানে এসিস্ট্যান্ট ডিভাইসের নিচে থাকা Phone অপশনটিতে ক্লিক করুন।
  • Phone অপশনে ক্লিক করার পরে যখন নতুন পেজে যাবেন, দেখতে পাবেন গুগল এসিস্ট্যান্ট অপশন আছে। এবার এই অপশনটিকে অন বা ইনেবল করে দিন।
  • সবশেষে আপিনাকে আরও একটি সিম্পল কাজ করতে হবে, তা হচ্ছে, ভয়েস ম্যাচ এর নিচে Hey Google বলে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করে অন করে দিন। ব্যাস, আপনার কাজ শেষ।

এভাবেই আপনার ফোনে গুগল এসিস্ট্যান্ট অপশন চালু হয়ে যাবে এবং আপনাকে আর বেশি কষ্ট করতে হবেনা। আজকে এই পর্যন্তই। আশাকরি লেখাটি আপনাদের উপকারে লেগেছে। ধন্যবাদ।

Level 0

আমি মেহেদী হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস