অ্যাড ফ্রি ইউটিউব - জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহার করেন না এমন মানুষ খুবি কম। সম্প্রতি Google তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বিশ্বে ইউটিউবের মোট দর্শকের সংখ্যা ২০০ কোটিরও বেশী এবং প্রতিদিন ১০০+ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয় ইউটিউবে।
YouTube দেখা যায় দুইটি মাধমে - এক YouTube Web এবং YouTube Apps এর মাধমে।
YouTube বিশেষ করে বিনোদন ও শিক্ষার অন্যতম উপকরণ। সেই সঙ্গে অর্থ উপার্জনের অন্যতম প্ল্যাটফর্ম। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার ডলার উপার্জন করছে। আর ইউটিউবের আয়ের প্রধান উৎস হচ্ছে অ্যাড।
এই অ্যাড দেখানোর ফলে যে অর্থ আয় হয় তার ৭৫% Content Creator গন পেয়ে থাকে।
আমরা সাধারণ ব্যবহারকারী যখুন ইউটিউবে গুরুত্বপুণ্য ভিডিও দেখি তখুন অনেক মাত্রায় অ্যাড দেখায়, যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই অ্যাড ফ্রি ইউটিউব ভিডিও কিভাবে দেখা যায় সেই বিষয় নিয়ে আজকের আয়োজন। তো চলুন দেখে নেই।
প্রথম প্রদ্ধতিঃ
ধরুন, আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় http://www.youtube.com/bangladesh, তাহলে সেক্ষেত্রে http://www.youtube.com./bangladesh এই ভাবে URL ব্যবহার করুন। এবার দেখুন ভিডিওতে আর কোনো বিজ্ঞাপণ দেখাবেনা।
এখানে মূলত URL এর মধ্যে একটি ডট ব্যবহার করলে YouTube মুলত HostName Normalize করে না। এক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার কারণে পেজটি একাধিক ভাগে ভিজিটরের কাছে পৌঁছে যায়। এর ফলে কোনো বিজ্ঞাপণ দেখায় না।
YouTube Premium Membership নিলে এড ফ্রি ভিডিও দেখতে পাবেন ১৫০ টাকা Monthly Package.
মোবাইল থেকে অ্যাড ফ্রি ভিডিও দেখতে হলে Google Chrome Brower App ইন্সটল করুন এবং YouTube ওপেন করে লগইন করে নিন। এবার আপনার পছদের ভিডিও Search করে ইচ্ছে মতো অ্যাড ফ্রি ভিডিও দেখুন।
প্রথম প্রদ্ধতি অনুযায়ী মোবাইল থেকে অ্যাড ফ্রি ভিডিও দেখতে চাইলে
ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে ‘ Request Desktop Site ’ অপশন সিলেক্ট করতে হবে।
আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন। কিছু জানার থাকলে টিউমেন্ট করুন। এই করোনা কালীন সময়ে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আল্লাহ্ হাফেজ
আমি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। Head Of Operation, Apon Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রিমিয়াম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং আপন একাডেমীর সহ প্রতিষ্ঠাতা। আমি আইটি বিষয়ে পড়া শোনা করেছি (MSc in IT ) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে । আমার আইটি বিষয়ে লেখা লেখি করতে ভাল লাগে, তাই টেকটিউনে এর পাশাপাশি AponAcademy.Com তে নিয়মিত আইটি ও সম-সাময়িক বিষয় নিয়ে লিখে থাকি। ধন্যবাদ...