জিমেইল এর নতুন ওয়েব ফিচার, দেখুন কি কি থাকছে

প্রকাশিত
জোসস করেছেন
Level 2
মাস্টার ইলেকট্রিশিয়ান, হোভার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম

সুপ্রিয় পাঠকবৃন্দ,
আসসালামু আলাইকুম, আশাকরি আপনারা সবাই ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি।

বর্তমান সময়ে আধুনিক বিশ্বে ইলেকট্রিক মেইল বা ই-মেইল যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। যেকোনো অফিশিয়াল অথবা প্রফেশনাল কাজের জন্য আমরা সাধারণত ইলেকট্রিক মেইল ব্যবহার করে থাকি।

জিমেইল কি?
জিমেইল হল "গুগল মেইল" এটি ইলেকট্রিক মেইল বা ই-মেইল আদান প্রদানের অন্যতম এবং জনপ্রিয় মাধ্যম।

জিমেইল কবে তৈরি হয়?
জিমেইলে তৈরীর আইডিয়া শুরুতে আসে গুগলের সাথে ইন্টারভিউর সময় রাজন শেথের মাথায়। পরবর্তীতে জিমেইল ডেভলপ করেন পাল বোছিট এবং এর অনেক বছর পর এটি সবার সামনে ঘোষণা করা হয়। শুরুর দিকে জিমেইল শুধুমাত্র গুগলের কর্মীদের ব্যবহারের জন্য ছিলো। পরবর্তীতে গুগল ২০০৪ সালের ১ এপ্রিল সবার মাঝে জিমেইল চালুর ঘোষণা দেয়।

সময়ের সাথে সাথে জিমেইল এর মধ্যে অনেক পরিবর্তন এসেছে এবারও তার ব্যতিক্রম নয়। জিমেইল নতুন ওয়েব ফিচার সামনে এনেছে। মুলত জিমেইল ওয়েব ইউজারদের জন্যই নতুন এই ফিচার সামনে এনেছে Google। এর মাধ্যেমে ই-মেল সেন্ড এবং রিসিভ করার ক্ষেত্রে বেশ কিছু উন্নত মানের সুবিধা অ্যাড করা হয়েছে।

জিমেইল এর ইউজাররা মেল পাঠানোর সময় অন্যদের অ্যাড করার ক্ষেত্রেও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। নতুন ফিচারের মাধ্যমে মেল পাঠানোর সময় অন্যকে অ্যাড করার সময় ইউজাররা দেখতে পাবেন যে, যাঁকে অ্যাড করা হচ্ছে, সেই ব্যক্তি সংস্থার বাইরের লোক কিনা।

আসুন এক নজরে দেখে নিই, এই নতুন ফিচার ফলে ইউজাররা কী কী সুবিধা পাবেন।

১. Gmail-এ কোনও মেল কম্পোজ করার সময় যাকে সেটি পাঠানো হবে, তার নাম এবং ই-মেল অ্যাড্রেস নিয়ে ইউজাররা অনেক সময়ই বিভ্রান্তির সম্মুখীন হন। ইউজারদের এই ধরনের সমস্যা দূর করতে নিয়ে আসা হয়েছে নতুন অবতার চিপস (New avatar chips)। এর মাধ্যমে ইউজাররা মেল পাঠানোর সময় যাঁকে মেল পাঠাবেন, তার অ্যাকাউন্টটি ভালো করে জেনে নিতে পারবেন ইউজাররা। নতুন এই ফিচার গ্রুপ এবং একসঙ্গে অনেককে মেল পাঠানোর সময় এরর (Error) সমস্যা দূর করতে সহায়তা করবে।

২. নতুন এই ফিচারের ফলে Gmail-এর মাধ্যমে মেল পাঠানো আরও বেশি সহজ এবং সুরক্ষিত হবে। মেল করার সময় অন্য কারও কাছে যেন সেই মেল না-চলে যায়, আর জন্য Gmail-এর তরফে সেই অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করা হবে। এক্ষেত্রে আইডেন্টিফাই করতে বিশেষ হলুদ রঙের ব্যবহার করা হবে।

৩. নতুন এই ফিচারের মাধ্যমে Gmail-এর ইউজারদের সুরক্ষিত করার জন্য ডুপ্লিকেট মেল গ্রহীতাকে আইডেন্টিফাই করে তাকে নিজে থেকেই ডিলিট করে দেওয়া হবে। এর ফলে ইউজারদের নিজেদের থেকে আর সেই সব অ্যাকাউন্ট খুঁজে বার করতে হবে না। এর ফলে পরবর্তী কালে আর সেই সব ডুপ্লিকেট মেল গ্রহীতার কাছে মেল যাবে না।

এই মুহূর্তে কেবলমাত্র ওয়েব ভার্সনে এই ফিচার চালু হলেও পরবর্তী কালে এটি অধিকতর উন্নত করা হবে।

আজকের মতো এই পর্যন্তই। আশাকরি আপনাদের ভাল লেগেছে, ভাল লাগলে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন। পরবর্তী টিউন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।

Level 2

আমি মোঃ মোজাহেদুল ইসলাম মিয়া। মাস্টার ইলেকট্রিশিয়ান, হোভার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি স্পষ্টভাবে নিখুঁত নই, তবে সীমিত সংস্করন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস