সা‌লোকসং‌শ্লেষণ ও এর গুরুত্ব

প্রকাশিত
জোসস করেছেন

হ‌্যা‌লো বন্ধুরা! সবাই কেমন আ‌ছো? আজ আ‌মি তোমা‌দের জন‌্য গুরত্বপূর্ণ তথ‌্য নি‌য়ে হা‌জির হ‌য়ে‌ছি। যা সবার জন‌্য জানা জরূ‌রী।

আমর আমা‌দের জীবন নানা ভা‌‌বে উপ‌‌ভোগ কর‌ছি। বে‌চে থাকার জন‌্য কত কি কর‌ছি। ভা‌লো ভা‌লো খাবার খা‌চ্ছি। পূ‌ষ্টিকর খাবার খে‌য়ে জীবন যাপন কর‌ছি। খাবার না খে‌লে জীবন যাপন অসম্ভব হ‌য়ে পড়‌ছে। কারও কোন অসুখ বিসুখ হ‌লেই আ‌‌পেল, বেদানা, ডালিম নি‌য়ে হা‌জির হই। ভা‌লো ভা‌লো খাবার খে‌য়ে দ্রুত সুস্থ হই। এক বেলা খাবার না খে‌লে যেন ম‌রেই যায়। কিন্তু এ খাবার আমরা ‌‌কোথা থে‌কে পাই হিসাব ক‌রে দে‌‌খে‌ছি কি? একবার কি ভে‌বে দে‌‌খে‌ছি ‌এর পিছ‌নে কারণ?

চলুন জে‌নে আ‌সি খাদ‌্য খিভা‌বে তৈ‌রি হয়। আর সেই খাদ‌্য খে‌য়ে কিভা‌বে বে‌চে থা‌কি। আমরা হয়‌তো সা‌লোকসং‌‌শ্লেষণ কি এবং কিভা‌বে হয় অ‌নে‌কে জা‌নি। আবার হয়‌তো অ‌নে‌কেই জা‌নিনা। সা‌লোকসং‌শে্লষণ না হ‌লে আমরা বে‌চেই থাক‌তে পারতামনা।

সা‌‌লোকসং‌শ্লেষণ প্রক্রিয়া এক‌‌টি জ‌টিল প্র‌ক্রিয়। এ প্রকিৃয়া সংঘ‌ঠিত হয় সূর্যে আ‌‌লোক শ‌ক্তি কে ব‌্যবহার ক‌রে। সবুজ উদ্ভিদ সূ‌‌র্যের আ‌লো ব‌্যবহার ক‌রে কার্বন ডাইঅক্সাইড ও পা‌‌নি থে‌কে কা‌র্বোহাই‌ড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাদ‌্য প্রস্তুত ক‌রে। যে প্র‌ক্রিয়ায় সবুজ উ‌দ্ভিদ কা‌র্বোহাই‌ড্রেট বা শর্করা জাতীয় খাদ‌্য প্রস্তুত ক‌রে সেই প্রক্রিয়া‌কে সা‌লোকসং‌শ্লেষণ প্রক্রিয়া ব‌লে। এই প্রক্রিয়ার মাধ‌্যমে আ‌লোক শ‌ক্তি রাসায়‌নিক শ‌ক্তি‌তে রুপান্ত‌রিত হয়। এভা‌বে উ‌দ্ভিদ প্রস্তুত খাদ‌্য নি‌জে বে‌চে থাকার জন‌্য প্রয়োজনীয় বিপ‌কিীয় প্র‌ক্রিয়া সম্পাদন ক‌র‌তে ব‌্যবহার ক‌রে। নি‌জের চা‌হিদা পূর‌‌ণের পর অব‌শিষ্ট খাদ‌্য ফল, শূল, কাণ্ড অথবা পাতায় স‌‌‌‌‌ঞ্চিত ক‌রে। আর এই স‌ঞ্চিত খাদ‌্য নানা ভা‌বে প্রাণীকুল খে‌য়ে বে‌চে থা‌কে।

সা‌লোকসং‌শ্লেষণ হওয়ার জন‌্য ‌‌কিছু প্রয়োজনীয় উপকরণ দরকার। আর এগু‌লো হ‌লো: ক্লো‌রো‌ফিল, আ‌লো, পা‌নি এবং কার্বন ডাইঅক্সাইড। সা‌লোকসং‌শ্লেষণ হ‌লো জৈব রাসায়‌নিক বি‌ক্রিয়া। জীবজগ‌তে সা‌লোক সং‌শ্লেষ‌ণেল গুরুত্ব অ‌‌নেক। এটা‌কে বি‌শ্বে সব‌চে‌য়ে বড় ‌‌জৈব রাসায়‌নিক বি‌ক্রিয়া বলা হয়। এ প্রক্রিয়া বি‌ক্রিয়অর মাধ‌্যমেই সূর্য‌লোক ও জীব‌নের ম‌ধ্যে সেতুবন্ধন সৃ‌ষ্টি ক‌রে‌ছে। এ প্রক্রিয়া না থাক‌লে প্রাণীসম্প্রদায় খাবার খে‌তে ‌পেতনা। ফ‌লে প্রাণী জগৎ টি‌কে থাক অসম্ভব হত।

এছাড়া এ প্রক্রিয়ার মাধ‌্যমে বায়ুমন্ড‌লে অ‌ক্সি‌জেনও কার্বন ডাইঅক্সাই‌ডের সমীকরন স্বাভা‌বিক পর্যা‌য়ে থা‌কে। কারন সা‌লোকসং‌শ্লেস‌ণের মাধ‌্যমে গাছপালা অ‌ক্সি‌জেন ত‌্যাগ ক‌রে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ক‌রে। নাহ‌লে প্রণী যে অ‌ক্সি‌জেন গ্রহন ক‌রে তা পেতনা তখন প‌রি‌বে‌সের ভার্সাম‌্য নষ্ট হ‌য়ে যেত।

তাই আমরা বি‌বেচনা কর‌লে যা দেখ‌তে পাই তাহ‌লো আমরা যে খাদ‌্য পাই তা একমাত্র সবুজ উ‌দ্ভিদ থে‌কেই পাই। এখা‌নে প্রশ্ন হ‌তে পা‌রে যে আমরা‌তে অ‌নেক সময় মাছ, মাংস, দুধ, ডিম ইত‌্যা‌দি খে‌য়েও বে‌চে থাক‌তে পা‌রি। এর উত্তর হ‌লো, সবুজ উ‌দ্ভিদই খাদ‌্য থে‌রি ক‌রে আর সেই খাদ‌্য ‌কোন কোন পা্রণী খে‌য়ে বে‌চে থা‌কে। আবার সেই সকল প্রাণী ঐসব প্রাণী‌দের খে‌য়ে বে‌ঁচে থা‌‌কে।
অন‌্য দি‌কে গাছ অ‌ক্সি‌জেন ত‌্যাগ ক‌রে। যা মানুষ বা প্রাণীকুল গ্রহণ ক‌রে। এই অ‌ক্সি‌জেন আমরা গ্রহণ কর‌তে না পার‌লে বে‌চে থাকা অসম্ভব হ‌য়ে দাড়া‌বে। অপর দি‌কে প্রা‌ণীকুল কার্বন ডাই অক্সাইড ত‌্যাগ ক‌রে। এই গ‌্যাস গাছ পালা গ্রহণ ক‌রে। এভা‌বে বায়ুমন্ড‌লের গ‌্যাস আদান প্রদানের মাধ‌্যমে ভার্সাম‌্য রক্ষা ক‌রে চ‌লে। ফ‌লে প‌রি‌বেশ ধ্বং‌সের কবল থে‌কে রক্ষা পায়।

সা‌লোকসং‌শ্লেষণ প্রক্রিয়া না থাক‌লে কি হত

আমরা যে খাবার খাই তা থে‌কে বিপুল প‌রিমা‌ণে শ‌ক্তি পাই। সেই শ‌ক্তি ব‌্যবহার ক‌রে ক‌তো কি ক‌রি। হাটা-চলা, উঠা-বসা, খেলা-ধুলা, যে‌কোন কাজ করা ইত‌্যা‌দি সব কাজ করার জন‌্য প্রতি‌দিন পেট পু‌রে খাবার খাই। কিন্তু সেই খাবা কোথাই পাই? সবুজ উ‌দ্ভিদ হ‌তে। গাছপালা আবার সা‌লোকসং‌শ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আ‌লো ব‌্যবহার ক‌রে খাদ‌্য উৎপাদন ক‌রে।
অতএব, সা‌লোকসং‌শ্লেষণ না থাক‌লে উ‌দ্ভিদ সূ‌র্যের আ‌লো ব‌্যবহার কর‌তে পার‌তোনা। এ ক‌ার‌ণে যা হতো মা হ‌লো উ‌দ্ভিদ খাদ‌্যও তৈ‌রি কর‌তে পর‌তোনা। অন‌্যদি‌নে কোন প্রাণী খাদ‌্য খে‌তে পেতনা।
সুতরাং খাদ‌্য খে‌তে না প‌রে‌লে কি হ‌তো সবার জানা।
লেখক: ইসকান্দার আলী।

Level 2

আমি ইসকান্দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নির্দেশনা [০১]

প্রিয় টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

আপনার টিউনটি, লিস্ট বেইসড টিউনে ফরমেটিং করা হয়নি। ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ অনুযায়ী এধরনের প্রকাশিত টিউন, লিস্ট বেইসড টিউন বা ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) ফরমেটিং করতে হয়।

লিস্ট বেইসড টিউনকে কন্টেন্ট রাইটিং এর ভাষায় ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) বলা হয়। লিস্ট বেইসড, ‘Listicle’ (লিস্টিক্যাল) বা List Post (লিস্ট Post) ফরমেটিং এর টিউন এর উদাহরণ হিসেবে টিউন ১টিউন ২ লক্ষ করুন।

লিস্ট বেইসড টিউনে লিস্টের

  1. প্রতিটি আইটেমের হেডিং H2 হতে হয়।
  2. প্রতিটি আইটেমের ক্রমিক নম্বর থাকতে হয় এবং প্রতিটি আইটেমের ক্রমিক নম্বর টেকটিউনস গাইডলাইন ফরমেট অনুযায়ী হতে হয়।
  3. প্রতিটি আইটেমের হেডিং এর অধীনে, আইটেমের সাথে প্রাসঙ্গিক, আইটেমকে রিপ্রেজেন্ট করে এমন ও ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুসরণ করে ছবি/স্ক্রিনসট/ইমেইজ থাকতে হয়।
  4. প্রতিটি আইটেমকে রিপ্রেজেন্ট করা ছবি/স্ক্রিনসট/ইমেইজ গুলো H2 হেডিং এর ঠিক নিচে থাকতে হয়। অর্থাৎ H2 হেডিং এর ঠিক পরেই প্রতিটি আইটেমকে রিপ্রেজেন্ট করা ছবি/স্ক্রিনসট/ইমেইজ থাকতে হয়।
খেয়াল রাখুন

১. টিউনে H2, H3 বা H4 সহ যে কোন হেডিং কখনও বোল্ড করা যায় না ও লিংক করা যায় না।

২. লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর থাকতে হয়।

লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর বাংলা নিচের ফরমেটে থাকতে হয়।

১. আইটেম ১
২. আইটেম ২

এখানে প্রথমে বাংলা ক্রমিক নম্বর, তারপর একটি ডট, ডটের পর স্পেস তারপর আইটেমের নাম।

লিস্ট বেইসড টিউনে লিস্টের প্রতি আইটেমে হুবহু এই ফরমেটে ক্রমিক নম্বর থাকতে হয়।

উদারহরণ সরূপ টিউন ১,টিউন ২, টিউন ৩ লক্ষ করুন।

এখানে লিস্ট বেইড টিউনে লিস্টের

  1. প্রতিটি আইটেমের হেডিং H2 রয়েছে।
  2. প্রতিটি আইটেমের ক্রমিক নম্বরের ফরমেট টেকটিউনস গাইডলাইন অনুসরণ করে রয়েছে।
  3. প্রতিটি আইটেমের হেডিং এর অধীনে, আইটেমের সাথে প্রাসঙ্গিক, আইটেমকে রিপ্রেজেন্ট করে এমন ও ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুসরণ করে ছবি/স্ক্রিনসট/ইমেইজ রয়েছে।
  4. প্রতিটি আইটেমকে রিপ্রেজেন্ট করা ছবি/স্ক্রিনসট/ইমেইজ গুলো H2 হেডিং এর ঠিক নিচে অর্থাৎ H2 হেডিং এর ঠিক পরেই প্রতিটি আইটেমকে রিপ্রেজেন্ট করা ছবি/স্ক্রিনসট/ইমেইজ রয়েছে।

করণীয়:

আপনার টিউনটি লিস্ট বেইসড টিউন ফরমেটিং এ ফরমেট করুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।