অমরা হয়তো প্রাচীন সভ্যার কথা অনেকেই জানি যে, তারা তাদের জীবনে কতো পরিশ্রম করেছিলছ। আজ হয়তো আমরা প্রযুক্তির কারনে তাদের কথা ভুলে গেছি। তারা কিভাবে তাদের কায়িক শ্রম দিয়ে জীবন যাপন করতো। ধরুন মিশরীয় সভ্যতার কথা তারা সভ্যতার দিক দিয়ে অনেক এগিয়ে ছিল। তারাও কিন্তু নীল নদের পানিকে ধরে রাখার ব্যবস্থা করে তাদের ফসল ফলাতো। এটা তারা ভরা মৌসুমের পানিকে শুকনো মৌসুমের জন্য আটকিয়ে রাখতো ফলে পরবর্তিতে তারা প্রয়োজন মিটাতো। তারাও কিন্তু পানির ব্যবহার যথাযথ ভাবে করেছিল। আমরা হয়তো মরভুরি বুকে অনেকেই পা রেখেছি। ভেবে দেখেছেন কি সেখানে কোন গাছ পাল কেন জন্মেনা? কারন সখোনে কোন পানি থাকেনা। আর সেখনে কি কোন কিট পতঙ্গ দেখতে পাওয়া যায়? না। আবার আমাদের ঢাকা শহরে কথায় বলি সেখানেও সহযে পানি মিলেনা। অর যখন আমরা কোন গাছ লাগায় তখোন ঘন ঘন পানি দিতে হয়। নইলে গাছ বাচেনা বিদেশে তেলের চেয়ে পানির দাম অনেক বেশি।
পবিত্রকোরানে আছে যে, অামি জীবন সৃষ্টি করেছি পানি থেকে। তাই যেখানে পানির কোন ছোয়া নেই খোনে কোন জীবন নেয়।
আমাদের নিকটতম উপগ্রহ চাদের কথাই বলি সেখাওে কিনতু পানির সন্ধান মিলেনি। সেখানেও তো কোন জীবন নেয়।
সব কিছু পর্যালোচনা করলেও আমরা জারতে পারি যে, পানি ছাড়া জীবন অসম্ভব। প্রতিটি জীব দেহে কমবেশি পানি আছেই।
এছাড়া ভেবে দেখেছ কি যখন আমরা ডায়রায় অক্রান্ত হই তখন কিভাবে মৃত্যুর মুখে ঢলে পরি। ফলে যখন স্যালাইনের মাধ্যমে পানি ঢুকাকো হয় তখন আমরা আবার মনে হয় জীবন ফিরে পাই।
একারনেই বলা হয় পানির অপর নাম জীবন।
আমি কাওসার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।