গনিত-১ আশা করি ভালো লাগবে

আমি  techtunes এ নতুন। কি নিয়ে লিখব ভেবে পাচ্ছি না।তবে আমার একটা ইচ্ছে আছে সেটা হলো পযায়্র্ক্রমে ৯ম-১০ম,১১-১২দশ এর গণিত নিয়ে আলোচনা করব। বেশিরভাগক্ষেত্রে basic নিয়ে লিখব মাঝে মাঝে কিছু অংকের সমাধান নিয়ে কথা বলব।
আজ মাধ্যমিক এর ত্রিকোণমিতি নিয়ে কিছু কথা বলব।
৯ম-১০ম এর ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে ।
ত্রিভুজের যেহেতু তিনটি বাহু আছে তাই প্রত্যেকটি বাহু দ্বারা প্রত্যেকটি বাহুকে আলাদা আলাদা ভাবে ভাগ করলে মোট ৬টি অনুপাত হয়। এ ৬টি অনুপাতের নাম-Sine,Cosine,Secant,Cosecant,Tangent,Cotangent সংক্ষেপে লিখা হয়- sin,cos,sec,cosec(অনেক দেশে cscলিখা হয়), tan, cot
sinA= লম্ব/অতিভুজ cosA=ভূমি/অতিভুজ tanA=লম্ব/ভূমি
cosecA=অতিভুজ/ লম্ব secA=অতিভুজ/ভূমি cotA=ভূমি/লম্ব
মনে রাখার অনেক উপায় আছে
১)সাগরে লবণ আছে sinA= লম্ব/অতিভুজ মানে হল সাগরে=sinA লবণ=লম্ব আছে=অতিভুজ
কবরে ভূত আছে ।cosA=ভূমি/অতিভুজ
ট্যারা লম্বা ভূত।tanA=লম্ব/ভূমি
২)৩টা একসাথে মনে রাখার জন্য - সকালে লুচি অথবা কলা ভক্ষণ অপেক্ষা টাটকা লিচু ভাল।
আশা করি বুঝতে পেরেছেন
৩)sin , cos tan এর serial মনে রেখে
লালু আয় -ভুলু আয় -লালু ভুলু
৪)উল্টো করেও মনে রাখা যায়
অলস=sinএর স, লম্ব এর ল, অতিভুজ এর অ
অভূক
ভূলট
মনে রাখার আরো উপায় আছে। অন্য একদিন বলব।
ও ভাল কথা অনেকেই লম্ব এবং ভূমি এর সঠিক মানে জানে না তাই অনেক অংক মিলাতে পারে না।
সূক্ষকোণের বিপরীত বাহুকে লম্ব বলে।
সূক্ষকোণের সংলগ্ন বাহুকে ভুমি বলে।
তাহলে প্রকৃত সংজ্গা হল
sinA=(সূক্ষকোণের)বিপরীত বাহু/অতিভুজ
cosA=(সূক্ষকোণের)সংলগ্ন বাহু/অতিভুজ
tanA=(সূক্ষকোণের)বিপরীত বাহু/সংলগ্ন বাহু
তাহলে (৩)অনুসারে মনে রাখা যেতে পারে
ছেলেদের ক্ষেত্রে মেয়েদের নাম হলে বেশি মনে থাকবে।যেমন-
বিথী আয় - সাথী আয় - বিথী সাথী

আয় বিথী -আয় সাথী -সাথী বিথী
মেয়েরা পছন্দ অনুযায়ী ছেলেদের নাম দিয়ে মনে রাখতে পার।
আজ আর না।

পূবে somewhereinblog এ প্রকাশিত

Level 0

আমি তরিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অতি সুন্দর!

আপনার উদ্যোগটি ভাল লাগল।

Level 0

ভাই গণিত বাদ দেন । পারলে টেকনোলজি নিয়ে কিছু লিখেন ।এখানে গণিত শিখাইয়া কারো কোন লাভ হবে বলে মনে হয় না ।

    আমার মনে হয় লাভ হবে। মুখস্ত করা শুরু করব। ধন্যবাদ।

    গণিত নিয়ে Tune হওয়া দরকার…

    Level 0

    শুনেন আমি একটা কথা বলি, আপনি দেখেছেন কিনা জানি না । কয়েকটি টিউন হয়েছে টেকটিউনস আর ধারা নিয়ে । মানে হল টেকটিউনস তার নিজস্ব ধারা থেকে সরে যাচ্ছে । আসলেই যাচ্ছে । ইদানীং দেখছি টেকনোলজি নিয়ে টিউন হচ্ছে কম । কিন্তু এর বাইরের অনেক বিষয় নিয়ে টিউন হচ্ছে অনেক । আপনার মত যারা এখানে নতুন তারা কিছু না বুঝেই যা মনে হয় তাই নিয়েই টিউন করছে । কেও একজন এখানে রান্না শিখাচ্ছে । আপনি গণিত নিয়ে লিখছেন । কেও কবিতা নিয়ে , কেওবা জোকস নিয়ে টিউন লিখছে । অনেকেই তাদের উৎসাহিত করছে । উৎসাহ পেয়ে তারা একই বিষয়ই নিয়ে আরও লিখছে । তাদের দেখে নতুন রাও ইচ্ছা মত যা ইচ্ছা টিউন করতেছে । আপনি বলেন এইসব লেখা জন্য কি আরও অনেক ব্লগ আছে না ? আপনি বললেন আপনি টেকনোলজি বিষয়ে তেমন কিছু জানেন না , আপনি শিখেন অন্নের টা দেখে । এখানে টিউন করা নিশ্চয়ই বাধ্যতামূলক না । আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন । তাহলে টেকনোলজি নিয়ে লেখার মত অনেক কিছু পাবেন । আমি আবারও বলছি এখানে টিউন করা বাধ্যতামূলক না । তাই ব্লগের স্বকীয়তা রক্ষা আমাদেরই করতে হবে ।আপনি সময় নিয়ে শিখে তারপর লিখেন,দেখবেন সবারই কাজে লাগছে , সবাই আপনাকে উৎসাহিত ও করছে । আশা করি ভেবে দেখবেন ।

    @Repon13: গনিত বাদ দিয়ে টেকনোলজি বাচতে পারে না। আগে গনিত পরে টেকনোলাজি। টেকনোলজি হল গনিতের একটি অধ্যয়….

Level 0

Repon bhaia tech somporke kom jani….. khub likte iccha korlo tai math nea liklam… sorry bhaia apnake kosto daoar jonno

খুবই সুন্দর ! আরও গনিতের টিউন চাই 😀

Level 0

ভাই অনেক সুন্দর টিউন। চালিয়ে যান। সাথে আমার একটি সাইট শেয়ার করছি। সাইটটি নিজেতো দেখবেননই এবং অপরকে দেখতে উৎসাহিত করবেন। এখান থেকে মাধ্যমিক পর্যায়ের ৯ম, ১০ম এস. এস সি এবং এবং এইচ. এস .সি শিক্ষার্থীরা তাদের স্কুল সিলেবাস অনুযায়ী নৈর্ব্যক্তিক পরীক্ষা দিতে পারে।www.mcqexambd.com

    Level 0

    এখন থেকে সাইটটা শেয়ার করার চেষ্টা করব

চালিয়ে যান সাথেই আছি ।
খুব ভাল লেগেছে ।
ধন্যবাদ ।

    Level 0

    thank u Mostafa sir…………….

Level 2

Khub valo hoyeche Tarikh vai. Chalia jan. Gonit bisoyok aro Tune chai. Amon mojar & kajer..

    Level 0

    onek thanx Zahid bhai 4 comments……. insaallah future a likbo

Level 0

গনিত-১ আশা করি ভালো লাগবে কথা টিক হল না বরং কথাটি হল সততি ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আপনাকেও অনেক ধন্যবাদ…. কষ্ট করে পড়ার জন্য

Level 0

গণিতের পাশাপাশি রসয়ান এবং পদার্থ নিয়ে লিখলেও আরোও সুন্দর হবে

    Level 0

    ok…. asa kori taratari suru korbo

Level 0

tarik bhai onek sundor hoise…… ami 2 apnar lekhai mukdo hoe gelam…….. chalea jan