এই করোনাই আমাদের বুঝিয়ে দিয়েছে ই-কমার্স এর ভবিষ্যৎ, সামনের সময় গুলো যে অনলাইন কেনাকাটার মান দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এতে কোন সন্দেহ নেই। অনেকে এই প্রতিযোগিতার হিসাব বুঝতে পেরে এতে সামিল হয়েছে অনেক আগে। আর অনেকে ফেসবুকেই তৈরী করেছে তাদের অনলাইন ব্যবসার ঘাটি। এই সব অনলাইন ব্যবসা প্রেমীক ভাই বোনদের জন্য সুখবর। আজকে সকল ই-কমার্স এ আগ্রহী জনগনের জন্য একটা আসাধারণ ওভেবসাইটের সন্ধান নিয়ে চলে এসেছি। যেটার সাহায্যে আপনি ফ্রি তে আপনার ওয়েভবসাইট তৈরী করতে পারবেন।
চলুন ইনট্রো গল্প বাদ দিয়ে সরাসরি মূল গল্পে চলে যাই।
আজকে আমরা মূলত idokan নিয়ে কথা বলব। এটি এমন একটি প্লার্টফর্ম যেখানে যে কেউ ফ্রিতে তার জন্য ইকমার্স সাইট তৈরী করে নিতে পারবেন। এবং খুব সহজে ইকমার্স এর সকল প্রকার সুবিধা উপভোগ করতে পারবনে।
website : https://idokan.xyz
রেজিস্টেশন করার পর আপনাকে আরেকটি পেইজে নিয়ে যাওয়া হবে সেইখানে আপনার দোকানটি সফল ভাবে রেজিস্টেশন করা হয়েছে এই রকম একটি পত্র থাকবে।
সাইট ওফেন হওয়ার পর আপনাকে একটা ডেসবোর্ড প্রধান করা হবে যেখানে আপনি আপনার সাইটের সকল কিছু কাস্টমাইজ করতে পারবেন খুব সহজেই।
" কিভাবে idokan সাইট এর কাস্টমাইজ করতে হয় এই নিয়ে যদি ব্লগ চান তাহলে টিউমেন্ট এ জানান, আমি নিশ্চয় আমার পরের কোন ব্লগ এটা নিয়ে আলোচনা করব। "
আমি টেক ইনফো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।