সবাইকে সালাম দিয়ে শুরু করছি।
টেকটিউনের প্রধান আকর্ষন টেকনিকাল আলোচনা, নিউজসহ যাবতীয় টেকনিকাল রিলেটেড পোস্ট।
কিন্তু গত কয়েক দিনের স্টিকি পোস্ট দেখে মানুষের ধারনা আস্তে আস্তে বদলে যাচ্ছে। আজ টেকটিউনের যে র্যন্ক, তা দেশের অন্য ব্লগ থেকে অনেক উপরে। এর মাধ্যমে আমাদের দেশের প্রযুক্তি পিয়াসী মানুষ অনেক কিছু জানতে পারছে তা আমরা বুঝতে পারি।
কিছু দিন ধরে দেখতেছি ব্লগে টেকনিকাল বাদে বিভিন্ন পোস্ট আসতেছে। কোন নায়িকার কি হল, মে দিবস, রবীন্দ্রনাথ সহ বিভিন্ন পোস্ট আসছে। এবং সব থেকে অবাক করা বিষয় হল এই সব পোস্ট নির্বাচিত ও হচ্ছে।
মডারেটরদের বলতে চাই, টেকটিউনে সারা দিন ১৫-২০ টা পোস্ট হয়। বাংলা এমন ব্লগ ও আছে যেখানে সারা দিন ১০০-১৫০ পোস্ট আসে কিনতু তারা টেকটিউন থেকে র্যান্ক এ অনেক কম। এর কারন কি মনে হয় মডারেটর সাহেব? ঐ সব ব্লগ বিশেষ ধরনের কোন ব্লগ না। কাকে কুকুরে কামড়ালো, কার পেটে ব্যাথা হল, একটা কবিতা, জোক্স এই সবই ঐ ধরনের ব্লগ এর প্রধান বিষয়। এই কারনে ঐ সব ব্লগ এর র্যান্ক ও কম।
একজন মহামান বলেছেন "একটি জিনিসের সাফল্য তখনই যখন সে তার স্বকীয়তা ধরে রাখতে পারে" আমরা চাইব না যে আমাদের সবার প্রিয় টেকনিকাল ব্লগ আস্তে আস্তে ঐ সব ব্লগ এর মত হয়ে যাক।
আমি বিদ্রহী কন্ঠ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 173 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১০০% সহমত।
টিউনার বলেছেন, "টেকটিউনের প্রধান আকর্ষন টেকনিকাল আলোচনা, নিউজসহ যাবতীয় টেকনিকাল রিলেটেড পোস্ট। ………………………………………….। কিছু দিন ধরে দেখতেছি ব্লগে টেকনিকাল বাদে বিভিন্ন পোস্ট আসতেছে। কোন নায়িকার কি হল, মে দিবস, রবীন্দ্রনাথ সহ বিভিন্ন পোস্ট আসছে। এবং সব থেকে অবাক করা বিষয় হল এই সব পোস্ট নির্বাচিত ও হচ্ছে।"
মনের কথাটা বলেছেন। এর আগেও আমরা অনেকেই বিভিন্ন মন্তব্যে এই বক্তব্য তুলে ধরতে চেয়েছিলাম। টেকটিউন টেকনোলজির ব্লগ, এখানে টেকনোলজির আলোচনাই কাম্য। ধর্ম, রাজনীতি, শিল্প-সাহিত্য ইত্যাদি বিষয়ে তো বাংলা ব্লগের অভাব নেই! যারা সেসব বিষয়ে আগ্রহী তারাতো ঐসব বিষয়ের ব্লগগুলো ভিজিট করতে পারেন, টেকটিউন থেকেও সেসব বিষয়ের ভাল ভাল লেখা পড়তে পারবেন (কারণ ঐসব ব্লগগুলো সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ)। তাহলে অপ্রাসঙ্গিক বিষয়ে টেকটিউনের পাতা ভারী করে লোডিং টাইম বাড়ানো কেন? দয়া করে টেকটিউনের ভিজিটরদের আর রদ্দি মাল গেলাবেন না। টেকটিউনকে 'টেকনোলজি'র ব্লগ হিসেবে বাঁচতে দিন, আমাদেরকে বাঁচান।
বিদ্রহী কন্ঠ ভাইকে অনেক ধন্যবাদ সবার চোখ খুলে দেওয়ার জন্য ? আমার দুঃখের কথা কই শুনেন
আমি এক্ষান টিউন করছিলাম আমাদের প্রধানমন্ত্রীর নিজের হাতের লেখা নিয়ে ……….?
টেক টিউনের মডারেটর আমাকে যে উত্তর দিয়েছিলেন সেটা নিচে দিলাম
টেকটিউনস এর নীতিমালা অনুযায়ী : টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে।
প্রধানমন্ত্রীর লেখা বলে উনার লেখা এইভাবে ছড়ানোর কোন মানে হয়না। উনার থেকে অনেক ভাল ভাল লেখক আছে যাদের মূল্যায়ন করা হয় না। টেকটিউনস রাজনীতি নিয়ে মাথা ঘামায় না। এসব কথা শুনাতে হলে অন্য কোন সাইটে প্রকাশ করুন। যেখানে রাজনৈতীক আলাপ আলোচনা করা হয়।
আমি কোন মাইন্ড করি নাই কারন আমি মোডারেটরকে বলেই দিছি যদি ভাল না লাগে তাহলে রিমুভ করে দিতে………
কিন্তু আমি সবছেয়ে বেশী অবাক হলাম তখন যখন দেখলাম "আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলছি….আমি কলকাতা টিউনাকে একটি ইন্টারভিউ দিয়েছিলাম সেটা কি আপনি পড়েছেন….আমার স্বকন্ঠে কবিতাপাঠ,ভিডিও ক্লিপও আরও অনেক কিছু আছে.." এই অতীব সুন্দর পোস্টখানি অনেকদিন যাবথ টেকটিউনে স্টিকি করা হইল !!!!!!!!!!!!
এই টিউন টা কি আপনাদের টেকি টিউন????????
তাহলে ভাই আমাকে বলে যান আমি কি এমন দোষ করছিলাম যে আমাকে জাড়ি সহকারে এরকম একটা উত্তর দেওয়া হল ?????????
হা হা হা হা …………. অনিকেত ভাই উনি মনে হয় পরপারে গিয়া রবীন্দ্রনাথের ইন্টারভিউ নিয়ে এসেছেন ….. !! দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার তো অনেকেই নিতে পারেন ……. কিন্তু পরপারে গিয়ে সাক্ষাৎকার নেওয়াটা চাট্টিখানি কথা নয় …… একথা ভেবেই বোধহয় মডারেটর ওটাকে নির্বাচিত করেছেন ….. আর আপনারটাকে ডিলিট করেছেন ………. হা হা হা…. !!! 😆 😆 😆
চিন্তা করতাছি জিয়া আর বঙ্গবন্ধু র একটা সাক্ষাৎকার নিব !!!!!!! দরকার হইলে সাক্ষাৎকার নিতে কবরে যামু ? তারপর আইসা
""""""""""আমি বঙ্গবন্ধু আর জিয়া বলছি , আমি অনিকেত টিউনাকে একটি ইন্টারভিউ দিয়েছিলাম সেটা কি আপনি পড়েছেন….আমার স্বকন্ঠে রাজনৈতিক ভাষণ,ভিডিও ক্লিপও আরও অনেক কিছু আছে.""""""""""""
তাহলে মনে হয় আমার টিউন আজীবনের জন্য স্টীকী করা হবে………… কি বলেন আপনারা ?
আমি মরে গেলেও টেক টিউনের মাধ্যমে চির অমর থেকে থাকব ?
আজীবন স্টিকি হওয়া কি চাট্টিখানি কথা……… আমার কাছে জাফর ইকবাল ফেল !!!!!!!!!!
নন টেকি পোষ্ট গুলো করা যায় তবে তা যেন মেইন ব্লগ লিস্টে না এসে অন্য কোনো ক্যাটাগরীতে গিয়ে সরাসরি পোষ্ট হবে,এই ধরনের সিস্টেম কেন কতৃপক্ষ করছেন না, আমি তো তাইই বুঝলাম না!!!!
আর দুঃখের সাথে বলতে হয় মে দিবস আর কবিগুরুকে নিয়ে পোষ্ট করেছিলেন কলকাতা ভাই, টিটিতে তিনি ভালোই জনপ্রিয়। এ কারণেই তার এই নন টেকি পোষ্টগুলো পাঠকরা পড়ে বাহবা দিয়েছে। কিন্তু এই পোষ্টই যদি নতুন কোনো ব্লগার দিত,তাহলে তাকে অপমান করে একেবারে ধুয়ে ফেলা হত। আমার কথা হল, পোষ্ট যেই করুক না কেন, নন টেকি পোষ্টকে সবসময়ই নিরুতসাহিত করা উচিত, তা না করে এসব পোষ্ট নির্বাচিত করার মাধ্যমে স্বয়ং কতৃপক্ষই এসব পোষ্টকে উতসাহিত করছেন। কতৃপক্ষ নিজেই যদি তার ব্লগের মান নষ্ট করেন,তাহলে তো অবশ্যই দুঃখজনক। তিনি হয়ত বলবেন "কবি রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে এতটুকু সৌজন্য দেখানো উচিত।" তাই যদি হয় তাহলে দেশে বংগবন্ধু,শহীদ জিয়া,মাওলানা ভাসানীর জন্মদিন ও মৃত্যুবার্ষিকী থেকে শুরু করে জনসংখ্যা দিবস,সংহতি দিবস,পানি দিবসসহ আরো বহুত দিবস আছে,এখন প্রতিটা দিবস উপলক্ষে যদি একটা করে এমন নন টেকি সচেতনতা মূলক টিউন হয় আর তা নির্বাচিত হয় তবে বছরের প্রতিটা দিনেরই নির্বাচিত টিউন হবে ননটেকি ব্লগ।
আপনার কথায় একমত না হয়ে পারলাম না।তবে এই ধরনের টিউন অনুৎসাহিত না করে বরং আলাদা কোন বিভাগ(যেটি মুল পাতায় দেখা যাবে না) বা টেকটিউনস ল্যাব এর পাশে নতুন ট্যাব এ ফোরাম জাতীয় কিছু যোগ করার জন্য এডমিন ভাইকে অনুরোধ করছি যাতে নন-টেকী বিষয় গুলো ওখানে শেয়ার করা যায়।আসলে আমাদের অনেকেই টেকটিউনস ছাড়া অন্যান্য বাংলা সাইটে তেমন সার্ফিং করে না।তাই তাদের কথা চিন্তা করে এ ধরনের পদক্ষেপ নেয়া জরুরী।
সহমত।
সেদিন দেখলাম আমার https://www.techtunes.io/reports/tune-id/66984/ এই টিউন টি নির্বাচিত টিউন হিসবে সিলেক্ট করলো। প্রথম পাতায় কিছুক্ষন থাকার পর আবার সরিয়ে দিল 🙁
আমি আপনার সাথে একমত শুধু একটি ব্যবারে মানলাম সুন্দর বনের পোষ্টি ফালতু না কিন্তু বাকিগুলো আমি রবীন্দ্রনাথ বলছি এই ধরনের পোষ্টের জন্য ত সাহিত্য বিষয়ক ফোরাম রয়েছে । টিটি কর্তৃপক্ষ সাইটটি যদি বন্ধ করে দিতে চান তাহলে সরাসরি বন্ধ করে দিলেইত হয় । কেন ফালতু পোষ্টগুলো নির্বাচন করে সবার সময় নষ্ট করছে । এ ব্যবারে টিটি কতৃপক্ষের জবাব চাই ।
Mobile coment:
tune er shate ekmot.oneket prantor bhai er dokko bojte perece.kono rajnoytik bekteborgo ke nea tune hole betorketo hote pare.r hasina ke nea tune korecen.hasina ekon komotai.see tune er jonno tt er kono somossa na hoe tai tune te sorea felece bodhoy.karon er age btcl er pasword hack nea tt bitorkito hoecelo.kento robi takor er tune nerbachito kora ekdom e tik hoeni.hoeto modu ra robi takorke srodha jananor jonnoe eaerop korecen.karon robi je kono betorketo na.amar modu der kace onurod alada ekta forum chalo hok jemon "cha er kape jhor" sekane esob alochona colbe.r onnanoder bolce modu ra to apnar amar moto manus.tara to amadere bhai.tader eae vol ke khomar choke deke.ekbar sodho chinta kore tt amader ja deace,tt ke amra tar kototoko deace.alexa 17te thaka ekta site er ke poriman visitor tader jonno bandwidth r hosting korocher dam ke amra dea.tt Mehidi bhai er kache sontaner moto.keo chaina tar sontan nosto hok.tt r tunerder jonno doua roelo.vol hole maf korben.eta amar ekantoe bektegoto chintavabna
অবশ্যই যেসব ব্লগগুলো নিয়ে লিখা হচ্ছে সেগুলোও গুরুত্মপুর্ণ! কিন্তু টেক্টিউন্সের মুল যে ভাব বা থীম তার সাথে এর কোন সম্পর্ক নাই। একটা টেকনোলোজি বিষয়ক ব্লগের স্টিকী পোস্ট হচ্ছে আমি রবীন্দ্রনাথ বলছি। বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই উনার অবদান আছে জানি। কিন্তু উনি যে বিজ্ঞানিও ছিলেন সেটা গতকাল বুঝলাম। ব্যপক বিনোদন পাচ্ছিলাম ভাই। আপনি ফ্যাসাদ লাগাইলেন। আমিতো ধরেই নিয়েছিলাম যে স্টিকী পোস্ট পড়তে হয় না। 😛 😀
চিন্তা করতাছি জিয়া আর বঙ্গবন্ধু র একটা সাক্ষাৎকার নিব !!!!!!! দরকার হইলে সাক্ষাৎকার নিতে কবরে যামু ? তারপর আইসা
""""""""""আমি বঙ্গবন্ধু আর জিয়া বলছি , আমি অনিকেত টিউনাকে একটি ইন্টারভিউ দিয়েছিলাম সেটা কি আপনি পড়েছেন….আমার স্বকন্ঠে রাজনৈতিক ভাষণ,ভিডিও ক্লিপও আরও অনেক কিছু আছে.""""""""""""
তাহলে মনে হয় আমার টিউন আজীবনের জন্য স্টীকী করা হবে………… কি বলেন আপনারা ?
আমি মরে গেলেও টেক টিউনের মাধ্যমে চির অমর থেকে থাকব ?
আজীবন স্টিকি হওয়া কি চাট্টিখানি কথা……… আমার কাছে জাফর ইকবাল ফেল !!!!!!!!!!
বেপক মজা পাইলাম আপনার কমেন্টে…।
🙂 🙂
চিন্তা করতাছি জিয়া আর বঙ্গবন্ধু র একটা সাক্ষাৎকার নিব !!!!!!! দরকার হইলে সাক্ষাৎকার নিতে কবরে যামু ? তারপর আইসা
""""""""""আমি বঙ্গবন্ধু আর জিয়া বলছি , আমি অনিকেত টিউনাকে একটি ইন্টারভিউ দিয়েছিলাম সেটা কি আপনি পড়েছেন….আমার স্বকন্ঠে রাজনৈতিক ভাষণ,ভিডিও ক্লিপও আরও অনেক কিছু আছে.""""""""""""
তাহলে মনে হয় আমার টিউন আজীবনের জন্য স্টীকী করা হবে………… কি বলেন আপনারা ?
আমি মরে গেলেও টেক টিউনের মাধ্যমে চির অমর থেকে থাকব ?
আজীবন স্টিকি হওয়া কি চাট্টিখানি কথা……… আমার কাছে জাফর ইকবাল ফেল !!!!!!!!!!
"বিদ্রহী" ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত……..টেকিব্লগে টেকনোলজি সম্পর্কিত বিষয়গুলিই সামঞ্জস্যপূর্ণ….বাকি কিছু নয়………..
বিষয়টি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ……..
তবে মজার বিষয় হল-
টেকনোলজি ছাড়াও কিন্তু এ ব্লগে অনেক অপ্রাসঙ্গিক (টেক বহির্ভূত) বিষয় নিয়ে অনেক টিউন এসেছে…তার অধিকাংশই ধর্মীয় বিষয় সম্পর্কিত …..সেটা দেখে অনেকে তাদের বেশ উত্ফুল্লতা প্রকাশ করেছিলেন……….
এটা নিয়ে আমি বারবার বিভিন্ন সময়ে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করেছি, প্রতিবাদ করেছি……তখন কিন্তু আপনার মতো এরকম জনসমর্থন পাইনি………এখন তো আমি রীতিমতো অবাক (ইতিমধ্যেই ১০২ টি মন্তব্য, প্রায় সবই আপনার সমর্থনে)
তাই এখন মাঝে মাঝে ভাবি চটি লেখা শুরু করবো টেকটিউনসে……আশা আছে নির্বাচিতও হয়ে যেতে পারে……..
"বিদ্রহী" ভাইয়ের কাছে একখান প্রশ্ন……এখন টেক বহির্ভূত লেখা দেখে যেমন "ঝাপায়ে" পড়লেন……..সব সময়েই কি এরকমটেক বহির্ভূত লেখা দেখে "ঝাপায়ে" পড়ার ইচ্ছা+মনোভার+জোস থাকবে? নাকি শুধু কিছু "বিশেষ" ক্ষেত্রে………
হক কথা!