হ্যালো টেকটিউনস কমিউনিটির সদস্যরা, কেমন আছেন সবাই? আশাকরি সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালোই রেখেছে। আজ আপনাদের মাঝে টিউনের মাধ্যমে বিতরণ করতে চলেছি অধমের সংগ্রহ করা কিছু জ্ঞানী ব্যক্তির অবদানের কথা। যা আপনাদের ভালো লাগার কারণ হতে পারে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউন।
মানুষকে সুখ সাচ্ছন্দ দান করেছে বিজ্ঞান। বিজ্ঞান অর্থ বিষেশ জ্ঞান যা মানুষের প্রতিটি অসুবিধার সমাধান নিয়ে আসে। আর বয়ে নিয়ে আসে মানুষের জন্য বিলাসী জীবন। আর এই বিজ্ঞানের রয়েছে নানা শাখা। আর প্রতিটি শাখায় কিছু উল্লেখযোগ্য বিজ্ঞানী অবাদান রেখেছে। জীববিজ্ঞান ও এর ব্যাতিক্রম নয়।
জীব বিজ্ঞানে অবদান রেখেছে এমন কয়েজন বিজ্ঞানীর সামান্য পরিচিতি ও অবদান নিয়েই আজকের টিউন।
একজন গ্রীক বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর নাম অ্যারিস্টটল। যিনি একজন দার্শনিক ও ছিলেন বটে। প্রানীবিজ্ঞানের জনক হিসেবে স্মরনীয়। যার জন্ম খ্রীস্টপূর্ব ৩৮৪ এর ৭ই মার্চ। ইনি প্রাচীন দর্শন যুগের পশ্চিমা দর্শনের লোক। যিনি এরিস্টটলবাদ এর জন্ম দেন। তার মৃত্যু খ্রীস্টপূর্ব ৩২২ অব্দে।
জীববিজ্ঞানের গবেষণায় যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছেন এমন একজন বিজ্ঞানী হলেন বিজ্ঞানী অ্যানড্রেস ভেসেলিয়াস। তিনি বেলজিয়ামের একজন বিজ্ঞানী। অর্থাৎ প্রাচীন ব্রাসেলস, হাবসবার্গ, নেদারল্যান্ডস (আধুনিক বেলজিয়াম) এ ১৫১৪ সালে জন্ম গ্রহন কারী এক বিজ্ঞানী। তিনি বিখ্যাত হয়েছেন একটি গ্রন্থ লিখে। তার মৃত্যু ১৫৬৪ সালে হয়। ইনি একজন চিকিৎসক ও ছিলেন।
জীবনবিজ্ঞান এ অবদান রেখেছে এমন আরেকজন বিজ্ঞানীর নাম মার্সেলো মালপিজি। ইনি একজন ইতালীয় বিজ্ঞানে এবং সেই সাথে একজন চিকিৎসক। ইনি ১৬২৮ সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান ১৬৯৪ সালে। তিনি ভ্রুন তত্ত্বের জনক হিসেবে স্মরনীয়।
জীববিজ্ঞানের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন আরেকজন বিজ্ঞানীর অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ইনি একজন ওলন্দাজ বিজ্ঞানী। তার জন্ম ১৬৩২ সালের ২৪ শে অক্টোবর। তিনি সাধারণত অনুজীববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত লাভ করেন। তার মৃত্যু ১৭২৩ সালের ৩০ শে আগস্ট।
জীববিজ্ঞানের সমৃদ্ধিতে বহু বিজ্ঞানীর অবদান থাকলেও তার মধ্যে রবার্ট হুক ও উল্লেখযোগ্য। তিনি একজন ইংরেজি দার্শনিক, স্থপতি ও বহুশাস্ত্রবিদ বলে পরিচিত। ইনার জন্ম ১৬৩৫ সালের জুলাই মাসের ২৮ তারিখে। এই বিজ্ঞানীর বিশেষ অবদান Cell শব্দের প্রবর্তক। এই বিজ্ঞানী ১৭০৩ সালের মার্চ মাসের ৩ তারিখে।
জীববিজ্ঞানকে সমৃদ্ধ করতে উইলিয়াম হার্ভের অবদান ও কম নয়। ইনি ছিলেন মুলত এক ইংরেজ চিকিৎসক। যিনি শরীরবিদ্যার জনক হিসেবে খ্যাতি লাভ করেন। ইনি ১৫৭৮ সালের ১লা এপ্রিল লন্ডনের ফোকস্টন শহরে জন্মগ্রহন করেন। তিনি ৩রা জুন ১৬৫৭ সালে মৃত্যুবরণ করেন।
বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জীববিজ্ঞানে শ্রেনিবদ্ধবিদ্যার জনক হিসেবে পরিচিত লাভ করেন। ইনি একজন সুইডিশ বিজ্ঞানী ও চিকিৎসক। তার জন্ম ১৩ ই মে ১৭০৭ সালে। ইনি একজন প্রানিবিজ্ঞানীও বটে। তার মৃত্যু ১৭৭৮ সালের ১০ ই জানুয়ারি।
তো বন্ধুরা কেমন লাগলো আজকের টিউন তা আমকে টিউমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই জোসস দিবেন। আজকের টিউন এখানেই শেষ। আমি শীঘ্রই এই টিউনের দ্বীতিয় পর্ব নিয়ে আসব। দেখা হচ্ছে পরবর্তী টিউনে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লহ হাফেজ।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।