বিজ্ঞানী রন্টজেনের অমূল্য অবদান নিয়ে কিছু কথা

Level 7
২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা

একদা একসময় বিজ্ঞানী রন্টজেন একটা পরীক্ষা নিয়ে চিন্তিত ছিলেন। তখন সময় কালটা ছিলো ১৯৯৫ সাল। পরীক্ষাটি ছিলো গতিশীল ইলেকট্রন কোন ধাতুতে আঘাত করলে সেখান থেকে এক প্রকার বিকিরণ উৎপন্ন করে। বিকিরণটা ছিলো উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন।

এটা কি ধরনের বিকিরণ তা বিজ্ঞানী রন্টজেন ও অন্যান্য বিজ্ঞানীরা জানতেন না। তাই এর নাম দিয়েছিলেন এক্স-রে। এ আবিষ্কারের জন্য বিজ্ঞানী রন্টজেনকে নোবেল পুরষ্কার দেওয়া হয়। আর এ সময় কালটা ছিলো ১৯০১ সাল। বিজ্ঞানী রন্টজেন এর পুরো নাম উইলহেম কনরাড রন্টজেন।

সাধারণত এক্স-রে দুই ধরনেরঃ

১.কোমল এক্স-রে এবং
২.কঠিন এক্স-রে।

যখন এক্স-রে যন্ত্রে কম বিভব পার্থক্য প্রয়োগ করা হয় তখন যে বিকিরণ পাওয়া যায় তাকে কোমল এক্স-রে বলে।

আর যখন এ যন্ত্রে বেশি বিভব পার্থক্য প্রয়োগ করা হয় তখন যে বিকিরণ পাওয়া যায় তাকে কঠিন এক্স-রে বলে।

বিজ্ঞানী রন্টজেন যখন পরীক্ষাটি সম্পন্ন করেছিলেন তখন সেখানে একটি তড়িৎক্ষরণ নল ব্যবহার করেছিলেন। বিজ্ঞানী রন্টজেন তড়িৎক্ষরণ নলে ১০^-৩ mm পারদস্তম্ভ চাপ দেন এবং লক্ষ্য করেন কিছুটা দূরে থাকা বেরিয়াম প্লাটিনো সায়ানাইড দ্বারা আবৃত পর্দায় প্রতিপ্রভার সৃষ্টি হচ্ছে। এটা নিয়ে ভাবতে ভাবতেই তিনি আবিষ্কার করেন যে এই নল থেকে ক্যাথোড বিকিরণ নলের দেয়ালে পড়লে এ রশ্নি সৃষ্টি হয়। এটারি নাম দেন তিনি এক্স-রে।

এক্স-রে এর ধর্মঃ

এই রশ্নি সবসময় সোজা পথে চলে।
এটি অধিকাংশ পদার্থ ভেদ করতে পারে।
তারিতচৌম্বক তরঙ্গের আওতাভুক্ত হচ্ছে এক্স-রে।
চৌম্বক দ্বারা এটি প্রভাবিত হয় না।
আলোর যেমন প্রতিফলন, প্রতিসরণ, ব্যাতিচার, অপবর্তন ও সমবর্তন হয় ঠিক তেমনি এক্স-রের ও।
এটির উপর কোন আধান প্রভাব ফেলে না।
এটা আয়ন সৃষ্টি কারী বিকিরণ তাই এটা গ্যাসের মধ্যে দিয়ে যাবার সময় গ্যাসকে আয়নিত করে।

এক্স-রের ব্যবহারঃ

এক্স-রের বিভিন্ন ব্যবহার রয়েছে। এ বিকিরণ গোয়েন্দার কাজে, শিল্প কারখানায় ও চিকিৎসাবিজ্ঞানে ব্যবহৃত হয়।

গোয়েন্দার কাজে ব্যবহারঃ

  • চামড়ার থলে বা কাঠের কোন বাক্সে বিস্ফোরক লুকিয়ে রাখলে তা এই বিকিরণ ব্যবহার করে বের করা যায়।
  • চোরাচালনে দ্রবাদি খুঁজে বের করতে ব্যবহার করা হয়।
  • কোন নিষিদ্ধ পণ্য লুকিয়ে রাখলে তা এই রশ্নি দ্বারা বের করা যেতে পারে।

শিল্পে ব্যবহারঃ

  • ঢালাইয়ে দোষ ত্রুটি থাকলে বা ধাতব পাতে গর্ত থাকলে তা নির্ণয় করা যায়।
  • কেলাস গঠন পরীক্ষায় এটি ব্যাবহৃত হয় এবং মনিকারেরা এর সাহায্যে নকল গহনা চিনে ন্যায়।
  • টফি বা লজেন্সে ক্ষতিকর কোনো কিছু মিশ্রিত হয়েছে কি না তা জানা যায়।

চিকিৎসা বিজ্ঞানে ব্যবহারঃ

  • প্রানীর হাড়ের কোন ত্রুটি হলো কি না তা জানা যায়।
  • ক্যান্সারের চিকিৎসায় ও সংক্রমণ বৃদ্ধির চিকিৎসায় ব্যাবহৃত হয়।
  • আলসার এবং দাঁতের আলসার নির্ণের কাজে ব্যবহার হয়।

বিজ্ঞানী রন্টজেন এই সামান্য সাফলতার গল্প যদি আপনার ভালো লাগে তাহলে একটা জোসস দিতে দ্বিধা করবেন না। মন্তব্য থাকলে টিউমেন্ট এ অবশ্যই জানাবেন। টিউনটিতে সময় দেয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

Level 7

আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনের শিরোনাম, টিউন থাম্বনেইল এ বানান ভুল করা হয়েছে।

অমুল্য => অমূল্য

করণীয়:

টিউনের শিরোনাম, টিউন থাম্বনেইল এ ভুল বানান ঠিক করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটির টিউন টপিক Up to the Mark কোয়ালিটির হয়নি।

কারণ:

আপনার টিউনটির টিউন টপিক Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং, টেকটিউনসে এর আগে টিউন করা হয়নি এমন, টিউন টপিক নিয়ে টিউন করা হয়নি।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনাকে Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং এবং টেকটিউনসে এর আগে টপিক নিয়ে টিউন হয়নি এমন, টিউন টপিক নিয়ে টিউন করতে হয়।

করণীয়:

আপনি আরও বেশি নতুন নতুন এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, এর আগে টেকটিউনসে টিউন করা হয়নি এমন টপিক নিয়ে স্টার্ডি ও রিসার্চ করুন এবং আপনার পরবর্তি টিউনের টপিক হিসেবে এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, এর আগে টেকটিউনসে টিউন করা হয়নি এমন টপিক এর উপর টিউন করুন।

এই টিউনটির জন্য ‘টেকটিউনস ক্যাশ’ প্রসেস হলেও আপনার পরবর্তি টিউনের টিউন টপিক Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং টেকটিউনসে এর আগে টিউন করা হয়নি এমন, টিউন টপিক নিয়ে টিউন করা না হলে, সে টিউনের জন্য টেকটিউনস ক্যাশ প্রসেস হবে না এবং আপনার পরবর্তি টিউনের টিউন টপিক বারংবার Up to the Mark না হলে আপনার ট্রাসটেড টিউনারশীপ অপসারিত হবে।

আপনার পরবর্তী টিউন, নির্দেশিত এই গাইডলাইন মেনে টিউন করুন।

    আপনার টিউনটির টিউন টপিক Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং, টেকটিউনসে এর আগে টিউন করা হয়নি এমন, টিউনের উদাহরণ দেন দেখি প্লিজ।

      টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন এ বিষয় খুবই স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে।

      এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং, টেকটিউনসে এর আগে টিউন হয়নি এমন টিউন প্রকাশ করতে হয়

      1. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে Earn করতে আপনাকে সর্বদা নতুন এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং, টেকটিউনসে এর আগে টিউন হয়নি এমন টিউন প্রকাশ করতে হবে। খুবই গতানুগতিক, সাধারণ, বেসিক, ইউজার এনগেজিং নয় এমন কোন টিউন টেকটিউনস ট্রাসটেড টিউন হিসেবে গণ্য করা হয় না।
      2. আপনার টিউনের মান যদি Upto the Mark না হয় তবে সে টিউন টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ মান সম্মত নয় এমন টিউন ও টিউন গুলোর জন্য কোন ‘টেকটিউনস ক্যাশ’ আপনার একাউন্টে জমা হবে না।
      3. কোন টিউন পেমেন্ট এর জন্য গণ্য হবে আর কোন টিউন পেমেন্টের জন্য গণ্য হবে না, তা, ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ এর সিদ্ধান্তই চূরান্ত হিসেবে বিবেচিত হয়।