Android Code এর বিস্তারিত ব্যবহার

প্রকাশিত
জোসস করেছেন
Level 7
২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা

টেকটিউনস কমিউনিটির সদস্যরা, কেমন আছেন সবাই?

আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে।

আজ আমি আপনাদেরকে Android  মোবাইল এর কয়েকটা গুরুত্বপূর্ণ কোড নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক।

গুরুত্বপূর্ণ Android কোড

আমরা অনেক সময় কোন গুরুত্বপূর্ণ কাজ বা মীটিং এ থাকি। সেখানে আমরা কোন ফোন কল আশাকরি না। আমরা যদি incoming call বন্ধ করতে চাই তবে Dial pad এ গিয়ে dial করব *21# অথবা * 61#.আবার এই সার্ভিস বন্ধ করতে dial করব যথাক্রমে #21# ও #61#।

আবার যখন আমাদের ফোন কাউকে কিছুক্ষন এর জন্য দেই তখন আমরা কেউ কেউ চাইনা কেউ আমাদের ফোন কারো সাথে কথা বলার জন্য কব্যহার করুক। তখন আমরা outgoing call বন্ধ করব। এজন্য dial করতে হবে *31# এবং এই সার্ভিস বন্ধ করতে dial করতে হবে #31#।

আবার আমরা যখন অন্য কারো সাথে কথা বলি তখন অন্য অনেকেই ফোন দেয় কিন্তু আমরা বুঝতে পারি না কে ফোন দিলো। এই সমস্যা দূর করতে dial pad এ dial করতে হবে * 43#.কোডটি dial করলে কথা বলা অবস্থায় অন্য ব্যক্তির কল ঢুকবে এবং আপনি চাইলে রিসিভ করতে পারবেন। সার্ভিস টি বন্ধ করতে dial #43#.

আপনার ব্যবহার কৃত ফোনের IMEI (International Mobile Equipment Identity) নাম্বার বের করতে চাইলে dial *#06#.

আপনার ফোনের সম্পুর্ণ তথ্য জানতে dial *#*#4636#*#*.যেমন; uses status, battary life etc.

*#*#7780#*#* এই কোডটি ফোন এর factory data reset এর জন্য। যারা বোঝেন তাড়াই factory data reset দেবার সময় dial করবেন।

ফোন বন্ধ করার সময় power button এ চাপ দিলে অনেক গুলো অপশন আসে। অনেক সময় এটা আমাদের বিরক্তি লাগে। power button দিয়ে ফোন সরাসরি বন্ধ করতে চাইলে dial *#*#7594#*#*.

টিউন টি কাজে আসলে জোসস দিতে ভুলবেন না। মন্তব্য থাকলে টিউমেন্ট এ আমাকে জানাতে ভুলবেন না।

Level 7

আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি তে ভুল রয়েছে।

কারণ:

টিউন থাম্বনেইলে Rectangle এলিমেন্ট এর কালার ও টিউন থাম্বনেইলের ইমেইজের ব্যাকগ্রাউন্ড কালার হুবহু এক করা হয়েছে।

টিউন থাম্বনেইলে Rectangle এলিমেন্ট এর কালার ও টিউন থাম্বনেইলের ইমেইজের ব্যাকগ্রাউন্ড কালার হুবহু এক করা যায় না। টিউন থাম্বনেইলে Rectangle এলিমেন্ট এর কালার ও টিউন থাম্বনেইলের ইমেইজের ব্যাকগ্রাউন্ড কালার ভিন্ন হতে হয়।

করণীয়:

টিউন থাম্বনেইলে Rectangle এলিমেন্ট এর কালার ও টিউন থাম্বনেইলের ইমেইজের ব্যাকগ্রাউন্ড কালার হুবহু এক না করে টিউন থাম্বনেইলে Rectangle এলিমেন্ট এর কালার ও টিউন থাম্বনেইলের ইমেইজের ব্যাকগ্রাউন্ড এর ভিন্ন কালার ব্যবহার করে টিউন থাম্বনেইল তৈরি করে টিউনের টিউন থাম্বনেইল সেট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।