জাপানি মুদ্রা ইয়েনের রহস্য

প্রকাশিত
জোসস করেছেন
Level 7
২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা

টেকটিউনস কমিউনিটির সদস্যরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে।

আজ আমি আপনাদের সাথে কয়েকটি শিক্ষনীয় বিষয় শেয়ার করব। আপনারা হয়তো জানেন যে জাপানের মুদ্রার নাম ইয়েন। এছাড়াও আর অনেক দেশ আছে যার মুদ্রার নাম ইয়েন। সেটা এখানে আলোচনার বিষয় নয়।

এখানে আলোচনার বা মজার বিষয় হলো 1 ইয়েন কয়েন পানিতে আলত করে রাখলে এটা পানিতে ডুবে না।

ঠিক ছবির  মতো ভাসতে থাকে।

এর কারণ হলো পানির পৃষ্ঠটান ধর্ম ও ১ ইয়েন এর অল্প ওজন। এটা এলুমিনিয়াম এর তৈরি। এছারা ফ্রান্স ও ইতালির মুদ্রা ও পানিতে ভাসে। যেমনটা ভাসতে দেখা যায় পানিতে কিছু পোকামাকড়কে।

টিউন ভালো লাগলে জোসস দিতে ভুলবেন না। কোন মন্তব্য থাকলে টিউমেন্ট এ আমাকে জানাতে ভুলবেন না। এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।

Level 7

আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস