হ্যালো বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি শিক্ষনীয় টিউন শেয়ার করব।
আমি যদি আপনাকে প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে বড় অট্টালিকার নাম কি?
আপনি সহজেই বলবেন বুর্জ খলিফা।
এটার একটা গান ও ভাইরাল হয়েছে।
এটার একটা অনেক সুন্দর মজার রহস্য আছে।
সেটা হচ্ছে আপনি দুবার সূর্য্য অস্ত দেখতে পারবেন বুর্জ খলিফার পাশে থেকে।
একবার দেখবেন ভূপৃষ্ঠ থেকে আর একবার elevator নিয়ে বুর্জ খলিফার ছাঁদে উঠলে।
এই টিউন টি ভালো লাগলে জোসস দিতে ভুলবেন না।
বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উব্যয়। কারিগরী বিবরণে তলার সংখ্যা১৬৩। ভবনটি ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি "দুবাই টাওয়ার" নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে "বুর্জ খলিফা" রাখা হয়।
বুর্জ খলিফার ব্যয় $১.৫বিলিয়ন (মার্কিন ডলার) বা ৳১২হাজার, ৪শত, ৬৯কোটি, ৯৫লক্ষ টাকা (BDT)। উচ্চতা ৮২৮ মিটার।
এরকম টিউন পেতে টিউমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।