কোন কিছুর দৈর্ঘ্য সূক্ষভাবে পরিমাপের জন্যে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। এটি মূল স্কেলের পাশে লাগানাে থাকে এবং সামনে পেছনে সরানাে যায়। সাধারণ স্কেলে সাধারণত সর্বোচ্চ মিলিমিটার এককে মাপা যায় কিন্তু ভার্নিয়ার স্কেলে মিলিমিটারের দশমিক ঘরের পরের মানও পাওয়া যায়।
কোনাে দৈর্ঘ্য মাপার সময় মিলিমিটার স্কেলের শেষ দাগ পর্যন্ত মেপে ভার্নিয়ার স্কেলের দিকে তাকাতে হবে। ভার্নিয়ার স্কেলের কোন দাগটি মূল স্কেলের মিলিমিটার দাগের সঙ্গে হুবহু মিলে গিয়েছে সেটি বের করে সেই সংখ্যাকে ০.১ দিয়ে গুণ করতে হবে। মূল স্কেলের পাওয়া মাপের সাথে সেটি যােগ করে দিলে অর্থাৎ দশমিক দিয়ে বসিয়ে দিলেই প্রকৃত দৈর্ঘ্য পাওয়া যাবে।
ছবির ভার্নিয়ার স্কেলে মূল স্কেলে মাপ ৯ সেমি আর ভার্নিয়ার স্কেলের ৭ নাম্বার দাগের সাথে স্কেলের একটি দাগ পুরাপুরি সমান। হয়ে মিলে যায়। তাহলে ভার্নিয়ার স্কেলের মান ০.১গুণ ৭= ০.৭ মি.মি।
তাহলে বস্তুর দৈর্ঘ্য = ৯ + ০.৭ = ৯.৭ মি.মি।
আমি তানভীরুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।
মূল্যহীন মানুষেরাই পানাহারের জন্যে বেঁচে থাকে; আর যারা মূল্যবান তারা পানাহার করে বেঁচে থাকার জন্যে।