Microsoft Store এ, যে ১০টি Apps আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়!

Windows 10 Operating system ব্যবহার করে থাকি এমন মানুষের সংখ্যা অসংখ্য। আমি নিজেই একজন ব্যবহারকারী। আমার অনেক ভালো লাগে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে। আর সেই ভালো লাগা টাকে দ্বিগুণ করেছে Microsoft App Store! অসাধারণ কিছু অ্যাপ যা ব্যবহারে আপনার ভালো লাগতে বাধ্য। আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে কথা বলবো যা হয়তো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি বা আমাদের প্রতিনিয়ত ব্যবহারে লাগতে পারে।

১। Messenger

প্রথমেই আলোচনা করা যাক মেসেঞ্জার নিয়ে। বহুল পরিচিত এবং ব্যবহিত একটি অ্যাপ এই মেসেঞ্জার। বাচ্চা থেকে বুড়ো সবায় ব্যবহার করে। এত জনপ্রিয়তা এই অ্যাপটির। তাই নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তবে Windows এ হয়তো অনেকে ব্যবহার করেন, অনেকে করেন না। যায়হোক, মোটামুটি সব ফিচারই আছে। আমরা Android এ যে মেসেঞ্জার ব্যবহার করেছি সে তুলনায়।

ফিচারঃ

  • টেক্সট এন্ড ম্যাসেজিং।
  • অডিও/ভিডিও কলিং।
  • রুম স্ট্রিমিং। নতুন ফিচার।
  • যেকোনো ফাইল সেন্ড করতে পারবেন।

Microsoft store app

Microsoft store app

২। ACG Player

অডিও/ভিডিও অনেক প্লেয়ার হয়তো আমরা ব্যবহার করে থাকি। শখের জন্য হলেও আমি একবার এই প্লেয়ারটি ব্যবহার করার জন্য বলবো। অসাধারণ একটি প্লেয়ার আমি নিজে নিয়মিত ব্যবহার করি।

ফিচারঃ

  • অডিও/ভিডিও
  • দারুন সব থিম
  • অসাধারণ সাবটাইটেল/থিম
  • মোটামুটি সব ধরনের ফরম্যাট এর ভিডিও ওপেন হয়।

Microsoft store app

৩। OneNote for windows 10

আমার খুব পছন্দের একটা APP এটা। যেকোনো ধরনের বই লেখা, স্ক্রিপ্ত লেখা, টু-ডু লিস্ট বানানোর জন্য অসাধারণ একটি APP। আমি নিয়মিত ব্যবহার করে থাকি। যারা এখনো ব্যবহার করেন না তাদের আমি ব্যবহার করে দেখতে বলবো। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা, নিজের লাইফে গুরুত্বপূর্ণ ঘটনা, বা যেকোনো লেখা আপনি সহজেই লিখে ফেলতে পারেন এখানে। আপনার একটি লেখাও হারাবেনা কারন APPটি আপনার লেখার অনলাইন ব্যাকআপ নিয়ে রাখে।

 

ফিচারঃ

  • বই/স্ক্রিপ্ট/ যেকোনো লেখালেখি
  • অনলাইন ব্যাকআপ
  • টু-ডু লিস্ট
  • বাজার লিস্ট
  • প্রিন্ট করে নেয়া যাবে
  • অটো সেভ আরও অনেক কিছু।

ms store app

৪। Foxit phantompdf

Windows App ব্যবহারে মজা হচ্ছে এটি নরমাল Windows Software এর তুলনায় অনেক দ্রুত কাজ করে। আপনি নিজেও তা পরখ করে দেখে নিতে পারেন। এইটা একটা PDF Reader। Foxit Reader Software হয়তো আমরা অনেকে ব্যবহার করে থাকি। কিন্তু যদি কেউ এই App ব্যবহার করে দেখতে চান তো দেখতে পারেন। আমার মনে হয় পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন।

ফিচারঃ

  • PDF পড়া যায়।
  • PDF Edit করতে পারবেন।
  • PDF To DOC করতে পারবেন।
  • মার্ক করতে পারবেন।
  • সিকিউর করে রাখতে পারবেন। আরও অনেক কিছু।

Microsoft Store

৫। Netflix

আমার মনে হয় এই APP টি নিয়ে না কথা বললেও চলতো। কারণ এইটার সাথে পরিচিত আপনি হয়তো ইতিমধ্যে হয়েই আছেন। কিন্তু তারপরও একটা ছোট্ট রিভিও দিয়েই ফেলি। মুভি লাভাররা এই APP টি ভীষণ পছন্দ করবেন। Netflix এর Software, Andriod App, এছাড়াও Windows App আপনি পেয়ে যাবেন। সব গুলো সমানভাবে পরিচিত এবং জনপ্রিয়। এখনকার সময় সব থেকে জনপ্রিয় সিরিয়াল বা সিরিজ যায় বলি না ক্যানন আপনি পেয়ে যাবেন Netflix এ। শুধু তাই নয় মুভি বা যেকোনো সিরিজও আপনি পেয়ে যাবেন এখানে। হয়তো আপনাকে প্রিমিয়াম ইউজার হতে হবে তাহলেই আপনি আপনার সেরা পছন্দের সব মুভি গুলো এখানে দেখতে পারবেন।

ফিচারঃ

  • মুভি/ টিভি সিরিজ
  • অনলাইন স্ট্রিমিং
  • হিউজ মুভি/ টিভি সিরিজ কালেকশন
  • নতুন যত মুভি আর টিভি সিরিজ আছে
  • আরও অনেক কিছু।

Microsoft store app

৬। Lightroom

ছবি তুলে সেটা ইডিট করার বাতিক কম বেশি আমাদের সবারই আছে। আমরা যারা Android ছাড়াও নিয়মিত Windows OS, বা MAC যায় বলুন ব্যবহার করি তারা Lightroom সফটওয়ারটা হয়তো ব্যবহার করেছি। আমার কাছেও বেশ ভালো লেগেছে। অসাধারণ সব ফটো ইফেক্ট দিতে পারে এই সফটওয়ারটি। Windows অ্যাপেও আপনি Lightroom Light ভার্সন পেয়ে যাবেন। মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। ইফেক্ট দেয়া যাচ্ছে বেশ সুন্দরভাবে। আপনারা চাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন। এখন সব কিছু তো সবার কাছে ভালো লাগবে না। তারপরও দেখে নিতে পারেন।

ফিচারঃ

  • ফটো ইডিট
  • ফোটো ইফেক্ট
  • কালার কম্বিনেশন ঠিক করা
  • আরও অনেক কিছু।

Microsoft store app

৭। Ms Sticky note

আমার ছোট খাটো যত কাজ যেটা যা আমি ভুলে যায়। সময় মত করতে পারিনা। তাই এই নোটের মাধ্যমে আমি ডিসপ্লের ওপর লেখে রেখে দেই। বার বার দেখা হয় বলে, আগের থেকে আমার ঐ কাজের একটা ধারাবাহিকতা লক্ষ্য করতে লাগলাম। এই APP টা আসলেও অনেক কাজের যদি কাজে লাগানোর মত মানুষিকতা থাকে। এই Sticky note এর সাথে আমরা পরিচিত কিন্তু এইটা আরও বেশি ফিচারফুল এখন।

ফিচারঃ

  • ইচ্ছে মত নোট লিখে ইচ্ছে মত ডিসপ্লেতে শো করান।
  • অনলাইন ব্যাকআপ নিয়ে রাখে।
  • ইচ্ছে মত কালারের নোট লিখে রাখতে পারেন।
  • ইচ্ছে মত ফন্ট ব্যবহার করতে পারেন।
  • অ্যালার্ম বা নোটিফিকেশন দেই এমন ব্যবস্থাও করা যায়।

Microsoft store app

৮। Team viewer

ধরুন আপনি আপনার কম্পিউটারে অন্য একজনের কম্পিউটারে কাজ করতে চান তাহলে আপনাকে এই App ব্যবহার করতে হবে। সফ্টওয়্যার হয়তো অনেকে ব্যবহার করেছি। Windows App টাও ব্যবহার করে দেখতে পারেন অনেক কাজের একটি App. আপনি অনলাইনের মাধ্যমেই খুব সহজে অন্য একজনের ল্যাপটপে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কানেক্ট করে কাজ করতে পারেন। এজন্য আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, App ব্যবহারে বুঝে যাবেন।

ফিচারঃ

  • এক পিসি থেকে আরেক পিসিতে এক্সেস নেয়া যায়।
  • অনলাইনের মাধ্যমে যত দুরেই থাকুক নিজের পিসি থেকে অন্য পিসির এক্সেস পাবেন।
  • ফাইল ট্রান্সফার অনেক দ্রুত।
  • যেকোনো পরিবর্তন বা যেকোনো এক্সেস আপনি পাবেন।
  • কানেক্ট করাও তুলনামূলক ভাবে সহজ।

Microsoft store app

৯। Spotify Music

মিউজিকের দুনিয়ায় ভেসে যেতে চাইলে আপনাকে এই App টি ব্যবহার করে দেখতে হবে। মোটামুটি আপনার ভালো লাগার সব কালেকশন পেয়ে যাবেন এখানে। অসাধারণ সব মিউজিক আর দারুন একটা অভিজ্ঞতা হবে এই App ব্যবহারে।

ফিচারঃ

  • নতুন/ পুরনো সব পছন্দের গান পাবেন।
  • যেকোনো ধরনের যেকোনো মুডের গান পাবেন।
  • ভয়েস সার্চ, ম্যানুয়াল সার্চ পাচ্ছেন এখানে।
  • দারুন প্লেয়ার।
  • গানের সাথে লিরিক পেয়ে যাবেন।
  • আরও অনেক কিছু।

Microsoft store app

 

১০। Zoom App

অনলাইনে বেশ জনপ্রিয় App এই জুম। Windows ms store ও আপনাকে দিচ্ছে এই App টির স্বাদ নেয়ার জন্য। একটা ভার্চুয়াল ক্লাসরুম এই App। দারুন একটা অভিজ্ঞতা। পরাশুনা, আলাপ-আলোচনা, মিটিং ইন্টার্ভিউ সহ আরও অনেক কিছু খুব সহজে করা যায় এই App দিয়ে। আর তাইতো করনার এই মহামারীর সময় এই অ্যাপটির জনপ্রিয়তা তুঙ্গে। ঘরে বসে হাতের নাগালে যেন সব।

ফিচারঃ

  • অনলাইন ক্লাসরুম।
  • ক্লাস করতে করতে ফাইল দেয়া নেয়া করা যায়।
  • যত খুশি তত জনকে নিয়ে ক্লস করা যায়।
  • অনলাইন ইন্টার্ভিউ নেয়া যায়।
  • সিডিউল করে ক্লাস বা মিটিং করা যায়।
  • ক্লসের রেকর্ড করা যায়।

Microsoft store app

 

 

মাইক্রোসফট স্টোরের এই অ্যাপ গুলো আসলেও অনেক চমকপ্রদ আর কাজের। চাইলে ব্যবহার করে দেখতে পারেন। হয়তো নিত্যদিনের এক দারুন সঙ্গী হয়ে যাবে। আর আপনার কাজে আনবে দারুন গতি। তাই দেরি না করে অ্যাপ গুলো আপলোড করে কাজে লেগে পড়ুন। আর কাজের ফাকে আমার টিউনে জোস দিয়ে ফেলুন। ভালো লাগলে একটা টিউমেন্ট তো করাই যায়। আর নিয়মিত এমন কাজের টিউন পেতে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি ফরহাদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন সকালের স্বপ্ন দেখি। এক টুকরো তথ্য হয়তো এনে দিতে পারে নতুন সকাল কারো জীবনে। তাই ছুটে চলা তথ্যের খোঁজে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস