২০২০ সালে বৈশ্বিক মহামারির কারনে শিক্ষার এক নতুন রূপের সাথে পরিচিত হয়েছে বাংলাদেশ। একদম নতুন না হলেও সিংহভাগ মানুষের কাছে এই ব্যাপারটি নতুন। যদিও অনেক দিন আগে থেকেই অনেক দেশে এই পদ্ধতিতে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু বাংলাদেশে এই পদ্ধতিটি একদম অপরিচিতই বলা চলে।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা বলছি শিক্ষার এক নতুন দিগন্ত ই-লার্নিং বা অনলাইন শিক্ষা নিয়ে। ই-লার্নিং কি সেটা নিয়ে আর নতুন করে নাই বা বলি। ইতিমধ্যে আমরা এই টপিকের সাথে পরিচিত।
আমি আজকে এই আর্টিকেলে আপনাদের পরিচিয় করিয়ে দিবো ৫টি সেরা অনলাইন লার্নিং প্লাটফর্মের সাথে। যেখান থেকে আপনারা সেরা শিক্ষকদের সাথে প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক বিষয়ে শিক্ষা লাভ করতে পারবেন। আর্টিকেলের একদম শেষে আপনাদের জন্য এই ৫টি সাইট ছাড়াও আরো অনেক গুলো স্পেশালিজড প্লাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিবো।
ইন্টারনেট আমদের অনেক সুবিধা দিয়েছে, তার মধ্যে শিক্ষা একটি। আপনার বয়স ৫ কিংবা ৯৫, আপনি শুয়ে আছেন না বসে আছেন, আপনি রিডিং রুমে নাকে বাথরুমে এগুলো কোন ব্যাপার না এখানে। আপনার হাতে ইন্টারনেট সংযোগ সম্বলিত ডিভাইস থাকলেই আপনি এখানে এক্সেস করতে পারবেন।
তাহলে চলুন আর দেরি না করে জেনে নেই সেরা ৫টি অনলাইন লার্নিং প্লাটফর্ম এর কথাঃ
কোর্সেরা বর্তমান সময়ের সবচেয়ে পরিচিত এবং প্রসিদ্ধ অনলাইন লার্ণিং প্লাটফর্ম। কোর্সেরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মিলে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করছে।
কোর্সেরা ২০০ এর বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মিলে ৩৯০০ এর বেশি কোর্স পরিচালনা করছে। এছাড়া রয়েছে ২০ এর অধিক ডিগ্রী এবং ১৩টির বেশি প্রফেশনাল সার্টিফিকেট এর ব্যাবস্থা। ২৪০০ এর বেশি ব্যবসায় প্রতিষ্ঠান কোর্সেরার সাথে যুক্ত রয়েছে।
ভালো কিছু কখনো ফ্রী তে পাবার আশা করতে হয় না। তাই কোর্সেরাও পুরোপুরি ফ্রী নয়। কোর্সেরা তে প্রায় সকল কোর্সের জন্যই মূল্য পদান করতে হয়। তবে অনেক গুলো কোর্স আছে যেগুলো আপনি ফ্রিতেও করতে পারবেন।
আমি মিঠুন কুমার দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউন/টিউন গুলো নেগেটিভ র্যাংকিং পাচ্ছে।
কারণ:
করণীয়:
টেকটিউনস টিউন গাইডলাইন মেনে নিচে দেওয়া তথ্য মোতাবেক টিউন করুন।
টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।
আপনার টিউন নেগেটিভ র্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র্যাংকিং পায়। নেগেটিভ র্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার ও জোসস বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।