এক্সক্লুসিভ ডেস্ক :
১. নিজের কনুই এ জিভ ঠেকানো অসম্ভব
২. কুমির কোন দিন তার জিভ বাইরে বের করতে পারেনা
৩. চিংড়ি মাছের মাথাতে হৃদপিণ্ড অবস্থিত
৪. মানুষ যখন হাঁচি দেয় মানুষের হৃত্স্পন্দন এক মিলি-সেকেন্ডের জন্য থেমে যায়।
৫. ২ লক্ষ উট পাখির উপর পরিক্ষা করা হয়েছিল প্রায় ৮০ বছর ধরে এর ভিতরে কেউ রিপোর্ট করেনি যে উঠ পাখি তার মাথা বালু তে ঢুকাই
৬. শুকর কোনদিন আকাশের দিকে তাকাতে পারেনা। এটি তাদের শারীরিক ভাবে অসম্বভ কাজ
৭. পৃথিবীর ৫০% মানুষ কোনদিন কাউকে ফোন করেনি অথবা ফোন ধরেনি।
৮. ইদুর এবং ঘোড়া কোন দিন বমি করেনা।
৯. আপনে যদি খুব জরে হাচি দেন তাহলে আপনার পাঁজরে ফাটল ধরতে পারে।
১০. যদি আপনি হাঁচি দমন করার চেষ্টা করেন তাহলে আপনি আপনার মাথা অথবা ঘারের রক্ত নালী ছিরে যেতে পারে যাতে আপনার মৃত্যু হতে পারে।
১১. আপনে যখন জোর করে চোখের পাতা খোলা রাখেন আর সে সময়ে যদি আপনার হাঁচি হয় তখন আপনার চক্ষুমনি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
১২. ইদুরের বংশ বিস্তার করার গতি সব থেকে বেশি। দুটি ইদুর ১৮ মাসের ভিতর এক মিলিয়ন বংশ বিস্তার করতে পারে।
১৩. হেড ফোন কানে লাগালে মাত্র ১ ঘণ্টার ভিতর কানের ভিতরের ব্যাকটেরিয়া ৭০০ গুন বেড়ে যায়।
১৪. সিগারেট ধরানোর লাইটার ম্যাচের আগে আবিষ্কৃত হয়।
১৫. যারা ডেটিং এর জন্য অ্যাড দেয় তাদের ভিতর ৩৫% মানুষ বিবাহিত।
১৬. হাঁসের ডাকে কোন প্রতিধ্বনি হয় না। কেও জানেনা এর কারন কি।
১৭. মানুষ তার সম্পরন্ন জীবনে ঘুমের ভিতরে গড়ে ৭০ টি ছোট কিট এবং ১০ টি মাকড়শা খেয়ে ফেলে।
১৮. বেশি ভাগ লিপিস্টিক মাছ দিয়ে তৈরি হয়।
১৯ প্রতিটা মানুষের হাতের রেখা যেমন আলাদা তেমন প্রতিটি মানুষের জিভার রেখাও আলাদা।
২০. ৭৫% মানুষ নিজ নিজ কনই চাটার চেষ্টা করেছে।
২১. টেলিফোন এর আবিস্করতা আলেক্সজেন্ডার গ্রাহাম বেল কোনদিন তার মা এবং স্ত্রী কে কল দেন নি কারন তারা দুইজনি ছিল বইরা।
২২. আমেরিকা ব্যতিত আইয়ারল্যান্ড পৃথিবীর সর্ব বৃহৎ সফটওয়্যার উৎপাদনশীল দেশ।
২৩. প্রতিটি মানুষ জীবনে গড়ে আধা ঘন্টা করে এক কষি ভাবে কাটিয়েছে।
২৪. গরম পানি ঠাণ্ডা পানির চেয়ে ভারি হয়।
২৫. শব্দ বায়ু মাধ্যমের তুলনায় ইস্পাতের মাধ্যমে 15 গুণ দ্রুত ভ্রমণ করতে সক্ষম।
২৬. টনসিল রাবার বলের থেকে দিগুণ লাফাতে সক্ষম। কিন্তু তা শুধু বের করার ২ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়।
২৭. গিনিপিগ কোন দিন ঘামেনা।
২৮. হরিন খড় খেতে পারেনা।
২৯. মানুষের জন্মনিয়ন্ত্রণ বড়ি গরিলার দেহতেও কাজ করে।
৩০. গরিলা প্রতিদিন গড়ে ১৪ ঘণ্টা ঘুমায়।
৩১. সিংঘি ৯০ শতাংশ শিকার করে থাকে।
৩২. ঘোড়ার দাঁত দেখেও লিঙ্গ সনাক্ত করা যায় কারন পুরুষ ঘোড়ার থাকে ৪০টি এবং স্ত্রী ঘোড়ার থাকে ৩৬ টি দাঁত।
৩৩. মানুষ কোনদিন নিজের দম বন্ধ রেখে আত্মহত্যা করতে পারবেনা।
৩৪. আইসল্যান্ডে পোষা জন্তু রাখা দণ্ডনীয় অপরাধ।
৩৫. হাতি একমাত্র প্রাণী যারা লাফ দিতে পারে না।
৩৬. মানুষের প্রতিদিন গড়ে ১ লক্ষবার হৃত্স্পন্দন হয়ে থাকে।
৩৭. এডলফ হিটলার নিরামিষি ছিলেন। তার শুধু একটি অণ্ড কোষ ছিল।
৩৮. প্রতি বছর সব থেকে বেশি মানুষ প্রান হারাই সাপের কামড় খেয়ে।
৩৯. পৃথিবীর সব থেকে সিকিউর জিনিষ হল কোকাকোলার রেসেপি।
৪০. মানুষ জন্মায় ৩০০ হাড় নিয়ে কিন্তু যখন এডাল্ট হয় তাদের থাকে ২০৬ টা হাড়।
৪১. হাঙ্গর মায়ের পেটে থাকতেই তার ভাই বোন দের খেয়ে ফেলে।
৪২. ক্রিমি যখন কিছু খাওয়ার কিছু পায়না তখন নিজেরা নিজেরদের খেয়ে ফেলে।
৪৩. ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
৪৪. সব থেকে পুরনো চুইংগামের বয়স ৯ হাজার বছর।
৪৫. স্লাগ দের ৪ টি নাক থাকে।
৪৬. পেঁচা একমাত্র পাখি যারা নীল রঙ চোখে দেখতে পারে।
৪৭. উটপাখির চোখের আয়েতন মস্তিষ্কের থেকে বড় হয়।
৪৮. তেলাপোকা ৭দিন মাথা ছাড়া বেচে থাকতে পারে। এবং ৭ দিন পরে তারা ক্ষুধার জন্য মরে যায়।
আরও জানতে ক্লিক করুন: https://bit.ly/2ZTeQOt
আমি মাশরুর তাহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।