মানব ইতিহাসে মোবাইল ফোন এক যুগান্তকারি প্রযুক্তি। যা দিন শুরু থেকে ঘুমানর আগ পর্যন্ত মোবাইল ফোন এক অপরিহার্য বিষয় বা অংশ। মোবাইল দুত যোগাযোগের এক অন্যতম মাধ্যম এটা এখুন মানুষের মৌলিক চাহিদায় রূপান্তর হয়েছে। কিন্তু এই মোবাইল নিয়েই অনেক সময় বিরাম্বনায় পরতে হয়। অনেক সন্ত্রাসী বিভিন্ন ভাবে ফোন ভয় ভিতি দেখায়। এছারাও প্রতারক চক্র মোবাইল দিয়ে সহজ সরল মানুষ দের ধোঁকা দিয়ে থাকে। হাতিয়ে নেয় বিপুল পরিমান অর্থ সম্পদ। এই সব চক্র থেকে কল করে গুগল ”ভেরিফাইড কলস” থেকে জানিয়ে দিবে কে আপনাকে ফোন করেছে। তার তথ্য আপনি আগেই জানতে পারবেন।
Android ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনল Google। যা টক্কর দেবে এ সময়ের সবচে জনপ্রিয় Truecaller অ্যাপটিকে।
বর্তমানে সন্ত্রাসী ও প্রতারক চক্রের এতটা বিস্তার ঘটেছে যা মানব জিবনে বৈরি প্রভাব ফেলেছে এই কারণ, সম্প্রতি গুগল সার্চ ইঞ্জিন ‘’ Verified Calls ‘’ নামে নতুন অ্যাপ এনেছে। এই ফিচার এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে ফোন করেছে কে? ফোনের আরালে কে রয়েছেন।
ঠিক কী কাজ করবে এই ফিচার?
গুগল সাপোর্ট থেকে জানা গিয়েছে, ‘ভেরিফাইড কলস’ মাধ্যমে ব্যবহারকারীরা Phone received করার আগেই জেনে যাবেন যে, কে কল করছেন? কী কারণেই Phone করা হচ্ছে। ফলে গোটা বিশ্বে ভুয়া ফোনের সাহায্যে যে সমস্ত অপরাধমূলক কাজ গঠিত হয়ে থাকে, তা প্রতিরোধ করা সম্ভব হবে বলেই মনে করে গুগল। তবে এই বিশেষ সুবিধা পেতে হলে গুগল ভেরিফায়েড কলস অ্যাপটি গুগল পিক্সেল ও অ্যান্ড্রয়েড ফোনে Download করে install করতে হবে Google Play Store থেকে। বর্তমানে এটা beta Version আছে।
শীঘ্রই এই App টিতে নতুন একটি আপডেট আসবে, যেখানে ‘’ভেরিফাইড কলস‘’ ফিচার অন্তর্ভুক্ত করা হবে। এই অ্যাপ টি শুধু ভারতে পরীক্ষামুলক চালু করা হয়েছে, পর্যায়ক্রমে বাংলাদেশ, পাকিস্থান, স্পেন, ব্রাজিল, মেক্সিকো, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন।
টিউন টি ভাল ভাল লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।
আমি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। Head Of Operation, Apon Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রিমিয়াম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং আপন একাডেমীর সহ প্রতিষ্ঠাতা। আমি আইটি বিষয়ে পড়া শোনা করেছি (MSc in IT ) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে । আমার আইটি বিষয়ে লেখা লেখি করতে ভাল লাগে, তাই টেকটিউনে এর পাশাপাশি AponAcademy.Com তে নিয়মিত আইটি ও সম-সাময়িক বিষয় নিয়ে লিখে থাকি। ধন্যবাদ...
valo laglo ..tnx.