১০ টি সেরা Google Chrome Browser Extensions! ব্রাউজিং হবে সুপার ইজি!

প্রকাশিত
জোসস করেছেন

১০ টি সেরা Google Chrome Browser Extensions!

List of Content

  1. AHA Music - Song Finder for Browser
  2. Awesome Screenshot & Screen Recorder
  3. Url Shortener
  4. Adblock plus
  5. Grammarly
  6. google dictionary
  7. office editor for docs, sheet, excel
  8. click&clean
  9. the great suspender
  10. Evernote web clipper

 

দৈনন্দিন জীবনে Browser আমাদের কত কাজেই না লাগে। সারাদিনের ইন্টারনেট ব্যবহার Browser ছাড়া যেন অসম্পূর্ণ। অনেকে অনেক রকম Browser ব্যবহার করে থাকি। কেউ Chrome Browser, কেউ Mozilla Firefox, Opera বা অন্যান্য। আমরা যারা এমন Browser ব্যবহার করেছি তারা অনেকেই হয়তো Extensions কথাটির সাথে পরিচিত। যারা জানেন না তাদের জন্য।

Extensions:

Extensions হচ্ছে Browser এর সেই অতিরিক্ত অংশ বা সফটওয়্যার যা ব্রাউজারের ফাংশনালিটি বৃদ্ধি করে। এইটা এমন একটা Tool বা সফটওয়্যার যা একেকটি, একেক ধরনের কাজ করতে পারদর্শী। যেমন ধরুন আপনি অনলাইনে কোন মুভি দেখছেন। যেখানে আপনি কোনো ডাউনলোড করার অপশন পাচ্ছেন না। সেটা আপনার ডাউনলোড করে নিতে ইচ্ছে হয়েছে। IDM সফটওয়্যারটির Extensions থাকলে অটোমেটিক আপনার সেই মুভি ডাউনলোড করার জন্য অপশন চলে আসবে।

IDM সফটওয়্যারটির Full Version এবং Recent Update ডাউনলোড করতে এবং সেটার Extensions সেট করে নেয়ার ব্যপারে আমার কোন টিউন করা উচিৎ কিনা সে ব্যপারে জনসমর্থন লাগবে। টিউমেন্টে Yes লিখুন। তাহলে আমি একটি পুরো টিউন IDM সফটওয়্যারটির উপর করবো।

চলুন তাহলে কথা না বাড়িয়ে এমন ১০ টি Extensions এর ব্যপারে আপনাদের জানিয়ে দেই।

. AHA Music - Song Finder for Browser:

ধরুন আপনি ফেসবুক ব্রাউজ করছেন, কিংবা কোন পেজ ভিজিট করছেন। হঠাৎ আপনি কোন গানের সামান্য অংশ শুনলেন কিংবা কয়েকটা লাইন শুনলেন। যা শুনে আপনি ঠিক আচ করতে পারছেন না গানটা আসলে কোন গানটা হবে। অনেক সময় ইংলিশ গান শুনেও আমরা লিরিক্স ধরতে পারি না যে গানাটার নাম কি। গানটা হয়তো আপনার আরেকবার শুনতে ইচ্ছে হয়েছে বা ডাউনলোড করে রাখতে চাইছেন কিন্তু পাচ্ছেন না; শুধু গানটার নাম জানেন না বলে। ঠিক এই সময়ে আপনাকে সাহায্য করবে AHA Music - Song Finder for Browser। যখন গানটি বাজবে তখন আপনি Extensions আইকনের ওপর ক্লিক করে ওপেন করে রাখুন। তারপর দেখুন মজা। এই Extensions অটোমেটিক আপনার সেই গানের নাম বলে দিচ্ছে।

Download: AHA Music - Song Finder for Browser

AHA Music - Song Finder for Browser
২. Awesome Screenshot & Screen Recorder:

ব্রাউজারের কোনো লেখা বা ছবি Protected যা আপনি কপি করতে পারছেন না। তখন হয়তো Screenshot নেয়া ছাড়া উপায় থাকছে না। কিংবা অনেক পেজের পুরোটা বা আংশিক বা কোনো একটি অংশের আপনি Screenshot নিয়ে নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে Awesome Screenshot & Screen Recorder। এইটা শুধু আপনাকে Screenshot দিয়েই সাহায্য করবে না, বরং আপনি ব্রাউজারের যেকোনো কিছু রেকর্ড করেও নিতে পারবেন।

Download: Awesome Screenshot & Screen Recorder

Awesome Screenshot & Screen RecorderAwesome Screenshot & Screen Recorder

 

. Url Shortener:

ব্রাউজারের যেকোনো পেজের লিংক কপি করতে গিয়ে দেখলেন ইয়া মস্ত বড়, বড় লিংক হয়ে যাচ্ছে। এত বড় লিংক শেয়ার করাটা ভীষণ বিরক্তের কারন হয়ে দাড়ায়। ছোট্ট লিংক হলে ভালো হয়। এই মস্ত লিংক গুলাকে কেটে ছোট্ট লিংক বানানোর কাজটি করে দিবে Url Shortener। যেকোনো পেজে গিয়ে লিংকটি কপি করতে চাইলে মাউসের রাইট ক্লিক করতে হবে এইবার যে মেনু আসবে সেখানেই পেয়ে যাবেন Url Shortener। ক্লিক করলেই আপনার লিংক ছোট হয়ে ক্লিপ বোর্ডে কপি হয়ে থাকবে যা আপনি যেকোনো যায়গায় পেস্ট করে দিতে পারবেন।

Download: Url Shortener

Url Shortener

. Adblock plus:

ব্রাউজারে ঢুকে এটা ওটা দেখা আমাদের প্রতিদিনের কাজ হয়ে গেছে। কেউ আর্টিকেল পড়তে ভালোবাসেন। কেউ ইউটিউবে ভিডিও দেখতে। ঠিক সেই সময় হুট করেই আপনাকে বিরক্ত করতে চলে আসে নানান এড। বলা নেই কওয়া নেই শুরু হয়ে যায়। এইবার এই বিরক্ত থেকে মুক্তি দেবে আপনাকে Adblock plus। এই Extensions টি ব্যবহার করে আপনি এড গুলোর বিরক্ত থেকে মুক্তি পাবেন।

Download: Adblock plus

Adblock plus

. Grammarly:

ইংলিশে আর্টিকেল যারা লিখতে চান বা ইংলিশে কন্টেন্ট পাবলিশ করতে চান কিন্তু ইংলিশ বানান লিখতে বা বাক্য তৈরি করতে খুব ভুল হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই Extensions টি। চমৎকার ভাবে আপনার সব ভুল ধরিয়ে দিয়ে আপনাকে সাহায্য করবে। আপনি যেখানেই লিখুন না কেন; হ্যাঁ তবে ব্রাউজারে হতে হবে। যেকোনো পেজে হতে পারে, ফেসবুক বা Random পেজ অটোমেটিক ডিটেক্ট করে আপনার ভুল ধরিয়ে দিতে পারে Grammarly। বর্তমান সময়ে বহুল আলোচিত আর ব্যবহৃত একটি অ্যাপ। আমি নিজেও নিয়মিত ব্যবহার করে আসছি। অসাধারণ কাজ করতে সক্ষম এই অ্যাপটি।

Download: Grammarly

Grammarly

. Google Dictionary: 

Google এর সব শক্তিশালী আবিষ্কারের মধ্যে এটি একটি। এমন কোনো ভাষা নেই; যা সে Detect করতে পারে না! শুধু ইংরেজি না যেকোনো শব্দ সেটি কোন ভাষা বা তার নেটিভ অর্থ আপনাকে জানিয়ে দিবে এই Extensions টি। একটি পুরো কন্টেন্ট পর্যন্ত Translate করতে সক্ষম Google Dictionary। এমনকি ইংরেজি শব্দ উচ্চারণ করেও দিতে পারে! আপনার কাজ গুলোকে সুপার ইজি করে দিবে এই Extensions টি।

Download: google dictionary

google dictionary

. Office editor for docs, sheet, excel:

অনলাইনে ওয়ার্ড, এক্সেল, শিট পাবেন এই Extensions টি ব্যবহার করে। আপনার ইমেল দিয়ে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন ওয়ার্ড, এক্সেল, শিট। আপনাকে সেভ করার জন্য বারবার ctrl+S ক্লিক করতে হবে না অফলাইন ওয়ার্ড, এক্সেল, শিট গুলোর মত। আপনার হঠাৎ লেখতে ইচ্ছে হলে কিংবা আপনার ওয়েব পেপার কাট রাখতে চাইলেও আপনি খুব সহজে এই ওয়ার্ড, এক্সেল এবং শিট ব্যবহার করতে পারবেন। যা আপনার কাজ গুলোকে অনলাইনে গুছিয়ে রাখবে এবং হারানোর ভয় থাকবে না।

Download: office editor for docs, sheet, excel

office editor for docs, sheet, excel

. click&clean:

আপনার ব্রাউজারের Malware আছে কিনা চেক করতে পারে। এছাড়াও ব্রাউজারের browsing History, download history, cookies, cache সহ আরও অনেক কিছু রিমুভ করে আপনার ব্রাউজিং এর স্পিড বাড়িয়ে দেয়। তাছাড়াও এক ক্লিকে আপনি এতকিছু একসাথে রিমুভ করতে পারবেন আবার আলাদা আলদা করেও ডিলিট করতে পারবেন।

Download: click&clean

click&clean

. The great suspender:

অনেক ট্যাব মাঝে মাঝে অকারনে ওপেন থাকে আপনি হয়তো সেগুলা ক্লোজ করতে ভুলে গিয়ে নিজের কাজ করছেন অন্য একটি ট্যাব ওপেন করে। অনেক্ষন ধরে কোনো কাজ না হওয়া ট্যাব রিমুভ করে দিতে সাহায্য করবে The great suspender। আপনার কোনো কারনে আগের ট্যাব দরকার হলেও কপালে ভাজ পড়ার কোনো কারন নেই এটি আপনার ট্যাবের লিংক সেভ করেও রেখেছে। এছাড়াও আপনার ট্যাব অডিও, ভিডিও পেলে অটোমেটিক চালু হওয়া থেকেও বিরত রাখে এই অ্যাপটি

Download: the great suspender

the great suspender

১০. Evernote web clipper:

Evernote এই অ্যাপটি সাথে কম বেশি সবায় পরিচিত। এইটা নোট করতে, To do list বানাতে, Scripts লিখতে, Blog লিখতে ব্যবহার করা হয়। এই অ্যাপটির একটি Extensions এই Evernote web clipper। লিখছেন, আপনার লেখায় হয়তো কোনো ওয়েব রিসোর্স লাগতে পারে। এই web clipper দিয়ে খুব সহজেই শট নিয়ে ক্লিপ করে রাখতে পারেন এই এপটিতে। ওয়েব থেকে যেকোনো রিসোর্স নেয়া যাবে এই web clipper এর মাধ্যমে এবং সেটা সেভ করেও রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার Evernote সফটওয়্যারটিও থাকতে হবে Extensions টির পূর্ণাঙ্গ কাজটি পেতে।

Download: Evernote web clipper

Evernote web clipper

Evernote web clipper

আরও অনেক অনেক Extensions আছে যা ব্যবহার করে আপনার কাজ অনেক সহজ হবে। যদি এই টিউনে সাাড়া পাই তাহলে পরবর্তীতে আরও ১০ টি Extensions নিয়ে আলোচনা করবো। ব্যবহার করে দেখুন ভালো লাগলে টিউমেন্ট করে জানাবেন। আপনার একটা ছোট্ট টিউমেন্ট আমাদের আরও ভালো, ভালো কন্টেন্ট লিখতে উদ্বুদ্ধ করবে। তাই উপকার হলে একটু কষ্ট করে টিউমেন্ট করুন আর ফলো করতে পারেন আমার সামনের টিউন গুলো দেখতে। জোস দিয়ে দিতে পারেন যদি উপকার পান। সব মিলিয়ে আপনাদের উপকারের জন্য অনেক কষ্ট করেই এত খোঁজা খুঁজি করে লেখা। তাই উপকার হলে সাথে থাকুন ধন্যবাদ।

Level 0

আমি ফরহাদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন সকালের স্বপ্ন দেখি। এক টুকরো তথ্য হয়তো এনে দিতে পারে নতুন সকাল কারো জীবনে। তাই ছুটে চলা তথ্যের খোঁজে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। অনেক কাজের একটা পোস্ট।

Adguard is better than Adblock Plus.