কম্পিউটার স্লো হলে গতি বাড়াবেন যেভাবে

কম্পিউটার ছাড়া বর্তমান সময়ে কোন কিছু কল্পনা করা সম্ভব নয়। ইহা আমাদের নিত্য ব্যবহার্য যন্ত্রে  পরিনত হয়েছে। কম্পিউটার ছাড়া যে কোন পেশার মানুষই হোক না কেন পরিপুর্ণতা পায় না। সকল কাজ কর্মে কম্পিউটারের প্রয়োজন যেমন: অফিসিয়াল কাজকর্মে, দৈনন্দিন কাজে, ছবি দেখা, গান শুনা, গ্রাফিক্স সহ সবধরনের কাজে কম্পিউটার ছাড়া যেন আমাদের একেবারেই চলা সম্ভব নয়।

এই সকল কাজ দীর্ঘদিন যাবত নিয়মিত করে চললে কম্পিউটারের গতি আগের মতন থাকে না। ক্রমানয়ে ধীর গতিতে পরিনত হয়। তখন আমাদের কম্পিউটারে কাজ করা অসুবিধা হয় এবং সমস্যা মনে করে। এই অবস্থায় আমরা কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করে থাকি।

কম্পিউটার ধীর গতি হবার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। যাহা আমাদের সবারই জানা থাকা খুবই জরুরী। তাই নিচের ভিডিওটি দেখুন এবং ভিডিওতে যে কাজগুলোর কথা বলা হয়েছে সেগুলো আপনানি প্রতিদিন  সঠিক ভাবে করলে আপনার কম্পিউটার কখনো ধীর গতি হবে না।

https://youtu.be/C-QKNtgj4Pc

Level 0

আমি মোহাম্মাদ বাঁধন। work, jotty international, dinajpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a Tech-tiwner and youtube video creator


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস