হ্যালো বন্ধুরা আজ আরো একটি নতুন টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের টিউনটি আরো বেশি মজার হবে আশা করি। ভাল লাগলে টিউমেন্ট করে জানাবেন। শিরোনাম দেখে নিশ্চয় বুঝতে পারছেন। গুগল প্রতিনিয়ত আমাদের আগামি প্রজন্মের জন্য কাজ করে যাচেছ যা আমাদের জীবন কে আরো গতিময় ও আনন্দময় করে তুলবে। আমরা যারা উন্নয়ন শীল দেশগুলো হয়ত ভাবতে ও পারব না।
গুগল যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করছে তা আমরা হয়ত খুব শীগ্রই বাস্তবায়ন দেখতে পাব। যে প্রজেক্ট গুলো এখনো গুগল অফিসিয়ালি প্রকাশ করেনি কিন্তু কতগুলো গনমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গুগল রোবটিক্স হচেছ গুগলের প্রথম আলোচিত প্রজেক্ট এবং প্রজেক্টে গুগল প্রচুর টাকা খরচ করছে। এর পরের প্রজেক্টের নাম হল উয়িং বা উড়া, গুগল এই প্রজেক্টের মাধ্যমে গুগল ড্রোনের মাধ্যমে ই-কমাস ব্যবসাকে এগিয়ে নিতে চাইছে। হয়ত আপনি সামনের দিন গুলোতে দেখতে পাবেন আপনি অনলাইনে যা অরডার করবেন তা ড্রোন আপনার বাসায় নিয়ে আসবে। এরপর যে প্রজেক্টি আলোচিত হচেছে তা হল প্রজেক্ট লোন যা সারা দুনিয়ায় ইন্টারনেট সংযোগ দেবে। এটি হল এক প্রকার বেলুন আকাশে উড়তে থাকবে এবং এর মাধ্যমে ইন্টারনেট সচল থাকবে।
গুগলের বাকি প্রজেক্ট গুলোর নাম হল যথাক্রমে গুগল জিনোমিক্স, ডিপ মাইন্ডস, স্মাট ল্যান্স, ইন্টারনেট বিমিং, প্রজেক্ট আরা, ক্যান্সার ডিটেক্টিং পিল, ক্যালিকো ইম্মোরটালিটি বাকি প্রজেক্ট নিয়ে আমি একটি আটিকেল লিখেছি আমার ওয়েব সাইটে। সেখানে অনেক ভাল্যভাবে সবকিছু বলেছি। আমার ওয়েবসাইট টি ইংলিশে তাই পড়তে অসুবিধা হলে গুগল ট্রান্সলেট এর হেল্প নিতে পারেন। আমার ওয়েবসাইটগ ঘুরে আসুন আরো অনেক মজার মজার আটিকেল পড়তে পারবেন। আটিকেল টি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন।
আমি মনজুর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউন/টিউন গুলো নেগেটিভ র্যাংকিং পাচ্ছে।
কারণ:
করণীয়:
টেকটিউনস টিউন গাইডলাইন মেনে নিচে দেওয়া তথ্য মোতাবেক টিউন করুন।
টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।
আপনার টিউন নেগেটিভ র্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র্যাংকিং পায়। নেগেটিভ র্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার ও জোসস বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।